ETV Bharat / state

পরীক্ষাকেন্দ্রে মৃত্যু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ! তদন্তে পুলিশ - HS Exam

Student Died in Murshidabad: মঙ্গলবার ইতিহাস পরীক্ষা দিতে অরঙ্গাবাদ হাইস্কুল গিয়েছিলেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী প্রীতম দাস ৷ কিন্তু পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাঁকে মহেসাইল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয় ৷

পরীক্ষাকেন্দ্রে মৃত্যু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর
Student Died in Murshidabad
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 1:51 PM IST

সুতি, 27 ফেব্রুয়ারি: উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে মৃত্যু হল এক পরীক্ষার্থীর। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ মর্মান্তিক ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে হয়েছে মুর্শিদাবাদের সুতি 2 নম্বর ব্লকের অন্তর্গত অরঙ্গাবাদ হাইস্কুলে। মৃত ওই ছাত্রের নাম প্রীতম দাস। তাঁর বাড়ি সুতি থানার অন্তর্গত পারুলিয়া গ্রামে। ওই ছাত্র সুতির মুরালিপুকুর হাইস্কুল থেকে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রীতম দাস ছোটো থেকেই বিশেষভাবে সক্ষম। নিজে থেকে হাঁটাচলা করতে পারেন না প্রীতম। পরীক্ষায় লিখতেও অসুবিধা হওয়ায় এবছর মুরালিপুকুর হাইস্কুল থেকে আলাদা করে রাইটার নিয়ে পরীক্ষায় বসেছিলেন ওই ছাত্র। সেন্টার পড়েছিল অরঙ্গাবাদ হাইস্কুলে। অন্যান্য দিনের মতো মেধাবী এই ছাত্র মঙ্গলবার ইতিহাস পরীক্ষা দিতে অরঙ্গাবাদ হাইস্কুল গিয়েছিলেন। কিন্তু পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাঁকে মহেসাইল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে এসেছে শিক্ষক থেকে শুরু করে সহপাঠী মহলে। প্রীতম বিশেষভাবে সক্ষম হলেও মেধাবী ওই ছাত্রের অস্বাভাবিক মৃত্যু যেন কোনওভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। কীভাবে মৃত্যু হল খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, পরীক্ষা দিতে যাওয়ার পথে টোটোর সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে গুরুতর জখম হন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এদিন সকালে ওই দুর্ঘটনাটি ঘটে বহরমপুর হরিহরপাড়া রাজ্য সড়কের উপর। মঙ্গলবার বাড়ি থেকে মোটরবাইকে পরীক্ষা দিতে আসছিলেন ওই ছাত্র। সমীর সাহা নামে ওই ছাত্রীর পরীক্ষার সেন্টার পড়েছিল লালনগর হাইস্কুলে। বারুইপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। জখম ছাত্রকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন ৷ স্কুল শিক্ষক মেডিল্যাল কলেজ হাসপাতালেই ছাত্রের পরীক্ষার ব্যবস্থা করে।

আরও পড়ুন:

  1. মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও প্রশ্নফাঁস রুখতে নয়া নিয়ম, কড়া পদক্ষেপ সংসদের
  2. 10 বছর পর বদল আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে, জাতীয় স্তরের পরীক্ষার কথা মাথায় রেখেই এই বদল
  3. আরও আধুনিক হল সিলেবাস, উচ্চমাধ্যমিক যুক্ত হল নয়া দু'টি বিষয়

সুতি, 27 ফেব্রুয়ারি: উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে মৃত্যু হল এক পরীক্ষার্থীর। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ মর্মান্তিক ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে হয়েছে মুর্শিদাবাদের সুতি 2 নম্বর ব্লকের অন্তর্গত অরঙ্গাবাদ হাইস্কুলে। মৃত ওই ছাত্রের নাম প্রীতম দাস। তাঁর বাড়ি সুতি থানার অন্তর্গত পারুলিয়া গ্রামে। ওই ছাত্র সুতির মুরালিপুকুর হাইস্কুল থেকে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রীতম দাস ছোটো থেকেই বিশেষভাবে সক্ষম। নিজে থেকে হাঁটাচলা করতে পারেন না প্রীতম। পরীক্ষায় লিখতেও অসুবিধা হওয়ায় এবছর মুরালিপুকুর হাইস্কুল থেকে আলাদা করে রাইটার নিয়ে পরীক্ষায় বসেছিলেন ওই ছাত্র। সেন্টার পড়েছিল অরঙ্গাবাদ হাইস্কুলে। অন্যান্য দিনের মতো মেধাবী এই ছাত্র মঙ্গলবার ইতিহাস পরীক্ষা দিতে অরঙ্গাবাদ হাইস্কুল গিয়েছিলেন। কিন্তু পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাঁকে মহেসাইল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে এসেছে শিক্ষক থেকে শুরু করে সহপাঠী মহলে। প্রীতম বিশেষভাবে সক্ষম হলেও মেধাবী ওই ছাত্রের অস্বাভাবিক মৃত্যু যেন কোনওভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। কীভাবে মৃত্যু হল খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, পরীক্ষা দিতে যাওয়ার পথে টোটোর সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে গুরুতর জখম হন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এদিন সকালে ওই দুর্ঘটনাটি ঘটে বহরমপুর হরিহরপাড়া রাজ্য সড়কের উপর। মঙ্গলবার বাড়ি থেকে মোটরবাইকে পরীক্ষা দিতে আসছিলেন ওই ছাত্র। সমীর সাহা নামে ওই ছাত্রীর পরীক্ষার সেন্টার পড়েছিল লালনগর হাইস্কুলে। বারুইপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। জখম ছাত্রকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন ৷ স্কুল শিক্ষক মেডিল্যাল কলেজ হাসপাতালেই ছাত্রের পরীক্ষার ব্যবস্থা করে।

আরও পড়ুন:

  1. মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও প্রশ্নফাঁস রুখতে নয়া নিয়ম, কড়া পদক্ষেপ সংসদের
  2. 10 বছর পর বদল আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে, জাতীয় স্তরের পরীক্ষার কথা মাথায় রেখেই এই বদল
  3. আরও আধুনিক হল সিলেবাস, উচ্চমাধ্যমিক যুক্ত হল নয়া দু'টি বিষয়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.