ETV Bharat / state

এবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন কীভাবে ? জানাল সংসদ - HS Examination in Two Semester

HS Education Council: আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে দ্বিস্তর সেমেস্টার পদ্ধতিতে হবে ৷ সেখানে কীভাবে পরীক্ষা হবে ? পরীক্ষার সিলেবাস ও পদ্ধতি কী হবে, সে সব আজ ঘোষণা করল উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 7:46 PM IST

কলকাতা, 9 মার্চ: চলতি শিক্ষাবর্ষে উচ্চমধ্যামিক পরীক্ষাকে সেমেস্টারে ভাগ করেছে রাজ্য সরকার ৷ ফলে এবার থেকে আর উচ্চমাধ্যমিকের কোনও টেস্ট পরীক্ষা হবে না ৷ তাহলে কীভাবে হবে তার মূল্যায়ন ? আজ তা স্পষ্ট করে দিল উচ্চশিক্ষা দফতর ৷ দু’ভাগে হবে সেমেস্টার ৷ যার প্রথম ধাপ হবে এমসিকিউ ৷ যে পরীক্ষা হবে ওএমআর শিটে ৷ আর দ্বিতীয়ভাগের পরীক্ষায় থাকবে সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন ৷ প্রথমধাপের পরীক্ষা হবে নভেম্বর মাসে ৷ আর দ্বিতীয় ধাপ হবে মার্চে ৷ তবে, আগের নিয়মেই দু’টি পরীক্ষার উত্তরপত্রের মূল্যায়ন করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷

সংসদ জানিয়েছে, একাদশের পরীক্ষা ব্যবস্থা এখন যেমন স্কুলের হাতে রয়েছে তেমনই থাকবে ৷ সেক্ষেত্রে একাদশের প্রথম সেমেস্টারের প্রশ্ন এমসিকিউ পদ্ধতিতেই হবে ৷ তবে, ওএমআর শিটে নয় ৷ এখন যেমন হয় সেভাবেই হবে ৷ পাশ-ফেলের নিয়ম উচ্চমাধ্যমিকের মতোই হবে ৷ তবে, একাদশ ও দ্বাদশের দু’টি সেমেস্টারই 70 বা 80 নম্বরের হবে, নাকি 35 ও 40 নম্বর করে হবে, সে বিষয়টি এখনও স্পষ্ট হয়নি ৷ তবে, দু’টি স্তরের প্রথম সেমেস্টারে যা পড়ানো হবে, সেই বিষয়গুলি দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষায় থাকবে ৷ অর্থাৎ, প্রথম ও দ্বিতীয় সেমেস্টারের মিলিত সিলেবাসে হবে শেষ পরীক্ষাটি ৷

নতুন এই পদ্ধতিতে অনেক সুবিধা হবে বলেই মনে করছে শিক্ষকমহল ৷ পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ড. সুপ্রিয় পাঁজা বলেন, "এখন স্কুলের পর সব জায়গায় পরীক্ষা হয় সেমিস্টার পদ্ধতিতে ৷ ফলে উচ্চমাধ্যমিক পরীক্ষা যদি সেমেস্টার পদ্ধতিতে হয়, তাহলে সুবিধাই হবে পড়ুয়াদের ৷ ছোটো থেকে একটা অভ্যাস থাকবে সেমেস্টার পদ্ধতিতে সিলেবাস শেষ করা ও সেই অনুযায়ী পরীক্ষা দেওয়ার ৷ বহু ছাত্রছাত্রী পরীক্ষা শুরুর কিছু মাস আগে থেকে পড়াশোনা শুরু করে ৷ ছয় মাস অন্তর পরীক্ষা হলে, তারা একটা পড়াশোনার মধ্যে থাকবে ৷"

আরও পড়ুন:

  1. সেমিস্টার পদ্ধতিকে স্বাগত জানালেও সিলেবাস নিয়ে প্রশ্ন শিক্ষামহলে
  2. আগামী বছর কবে থেকে শুরু উচ্চমাধ্যমিক? পরীক্ষা শেষে ঘোষণা শিক্ষামন্ত্রীর
  3. আগামী বছর থেকে অ্যাডমিট কার্ডেই থাকবে পরীক্ষাকেন্দ্রের নাম, মালদার ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্ত সংসদের

কলকাতা, 9 মার্চ: চলতি শিক্ষাবর্ষে উচ্চমধ্যামিক পরীক্ষাকে সেমেস্টারে ভাগ করেছে রাজ্য সরকার ৷ ফলে এবার থেকে আর উচ্চমাধ্যমিকের কোনও টেস্ট পরীক্ষা হবে না ৷ তাহলে কীভাবে হবে তার মূল্যায়ন ? আজ তা স্পষ্ট করে দিল উচ্চশিক্ষা দফতর ৷ দু’ভাগে হবে সেমেস্টার ৷ যার প্রথম ধাপ হবে এমসিকিউ ৷ যে পরীক্ষা হবে ওএমআর শিটে ৷ আর দ্বিতীয়ভাগের পরীক্ষায় থাকবে সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন ৷ প্রথমধাপের পরীক্ষা হবে নভেম্বর মাসে ৷ আর দ্বিতীয় ধাপ হবে মার্চে ৷ তবে, আগের নিয়মেই দু’টি পরীক্ষার উত্তরপত্রের মূল্যায়ন করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷

সংসদ জানিয়েছে, একাদশের পরীক্ষা ব্যবস্থা এখন যেমন স্কুলের হাতে রয়েছে তেমনই থাকবে ৷ সেক্ষেত্রে একাদশের প্রথম সেমেস্টারের প্রশ্ন এমসিকিউ পদ্ধতিতেই হবে ৷ তবে, ওএমআর শিটে নয় ৷ এখন যেমন হয় সেভাবেই হবে ৷ পাশ-ফেলের নিয়ম উচ্চমাধ্যমিকের মতোই হবে ৷ তবে, একাদশ ও দ্বাদশের দু’টি সেমেস্টারই 70 বা 80 নম্বরের হবে, নাকি 35 ও 40 নম্বর করে হবে, সে বিষয়টি এখনও স্পষ্ট হয়নি ৷ তবে, দু’টি স্তরের প্রথম সেমেস্টারে যা পড়ানো হবে, সেই বিষয়গুলি দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষায় থাকবে ৷ অর্থাৎ, প্রথম ও দ্বিতীয় সেমেস্টারের মিলিত সিলেবাসে হবে শেষ পরীক্ষাটি ৷

নতুন এই পদ্ধতিতে অনেক সুবিধা হবে বলেই মনে করছে শিক্ষকমহল ৷ পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ড. সুপ্রিয় পাঁজা বলেন, "এখন স্কুলের পর সব জায়গায় পরীক্ষা হয় সেমিস্টার পদ্ধতিতে ৷ ফলে উচ্চমাধ্যমিক পরীক্ষা যদি সেমেস্টার পদ্ধতিতে হয়, তাহলে সুবিধাই হবে পড়ুয়াদের ৷ ছোটো থেকে একটা অভ্যাস থাকবে সেমেস্টার পদ্ধতিতে সিলেবাস শেষ করা ও সেই অনুযায়ী পরীক্ষা দেওয়ার ৷ বহু ছাত্রছাত্রী পরীক্ষা শুরুর কিছু মাস আগে থেকে পড়াশোনা শুরু করে ৷ ছয় মাস অন্তর পরীক্ষা হলে, তারা একটা পড়াশোনার মধ্যে থাকবে ৷"

আরও পড়ুন:

  1. সেমিস্টার পদ্ধতিকে স্বাগত জানালেও সিলেবাস নিয়ে প্রশ্ন শিক্ষামহলে
  2. আগামী বছর কবে থেকে শুরু উচ্চমাধ্যমিক? পরীক্ষা শেষে ঘোষণা শিক্ষামন্ত্রীর
  3. আগামী বছর থেকে অ্যাডমিট কার্ডেই থাকবে পরীক্ষাকেন্দ্রের নাম, মালদার ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্ত সংসদের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.