ETV Bharat / state

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি-ঝোড়ো হাওয়া, ষষ্ঠ দফা ভোটে শঙ্কার মেঘ - West Bengal WEATHER FORECAST - WEST BENGAL WEATHER FORECAST

Heavy Rainfall Alert in WB: ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ৷ তবে ষষ্ঠ দফার ভোট সুষ্ঠুভাবে হবে কি না তা নিয়ে চিন্তায় সকলে ৷ ওইদিন কেমন থাকবে আবহাওয়া ?

Rain in Bengal
ঘূর্ণিঝড় রেমালের জেরে বঙ্গে বৃষ্টির হলুদ সতর্কতা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 7:34 PM IST

Updated : May 22, 2024, 8:18 PM IST

কয়েকঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা (নিজস্ব ভিডিয়ো)

কলকাতা, 22 মে: ঘূর্ণিঝড় রেমালের জেরে আজ বুধবার থেকেই বঙ্গের বেশ কিছু জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি ৷ শনিবার উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর-সহ বেশ কিছু লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে ৷ সেইদিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷ এর সঙ্গেই বইবে ঝোড়ো হাওয়া ৷ সে ক্ষেত্রে ভোটে এর প্রভাব পড়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে ৷

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গে এবার কালবৈশাখীর সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া অফিস । এদিকে বুধবার কয়েকঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক জায়গা ৷ মুক্তারামবাবু স্ট্রিট, মানিকতলা কাঁকুড়গাছি আন্ডার পাস, ঠনঠনিয়া, চৌরঙ্গী রোড ও খিদিরপুর এলাকায় জল জমে যায় ৷

বৃহস্পতিবার বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । 24 মে শুক্রবার তা ঘণ্টায় 70 কিমি হতে পারে । এর ফলে সমুদ্র উত্তাল হবে । মৎস্যজীবীদের 26 মে রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । যারা সমুদ্রে রয়েছেন তাঁদের আগামিকাল 23 মে বৃহস্পতিবারের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: নেই স্বস্তি ! মালদায় ফের বজ্রপাতের আশঙ্কা; সতর্ক করলেন বিশেষজ্ঞরা

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে । তবে ঝোড়ো হাওয়ার সতর্কতা নেই । 24 মে শুক্রবারও একই পরিস্থিতি থাকবে । উত্তরবঙ্গে কোনও সতর্কবার্তা নেই । শনি ও রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে । দক্ষিণবঙ্গজুড়ে ওইদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এবং ঘণ্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রয়েছে । ভারী বৃষ্টির (7 থেকে 11 মিলিমিটার) সতর্কবার্তা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দুই 24 পরগনায় ৷

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । এর সঙ্গে একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপরে অবস্থান করছে । এই ঘূর্ণাবর্তটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং মধ্য বঙ্গোপসাগরে 24 মে শুক্রবার সকালে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে । তারপর তা আরও উত্তর-পূর্ব দিকে সরে আরও শক্তি বাড়িয়ে উত্তর-পূর্ব ও তার সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে 25 মে শনিবার অবস্থান করবে ।

এই চক্রবৎ ঘূর্ণাবর্তটি এখন বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার এবং 5.8 কিলোমিটার উপরে অবস্থান করছে । এই ঘূর্ণাবর্তটি উত্তর-পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত । বর্তমানে তা অবস্থান করছে মধ্যপ্রদেশ, দক্ষিণ উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সমুদ্রপৃষ্ঠ থেকে কিছুটা উপরে ।

আরও পড়ুন :

কয়েকঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা (নিজস্ব ভিডিয়ো)

কলকাতা, 22 মে: ঘূর্ণিঝড় রেমালের জেরে আজ বুধবার থেকেই বঙ্গের বেশ কিছু জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি ৷ শনিবার উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর-সহ বেশ কিছু লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে ৷ সেইদিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷ এর সঙ্গেই বইবে ঝোড়ো হাওয়া ৷ সে ক্ষেত্রে ভোটে এর প্রভাব পড়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে ৷

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গে এবার কালবৈশাখীর সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া অফিস । এদিকে বুধবার কয়েকঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক জায়গা ৷ মুক্তারামবাবু স্ট্রিট, মানিকতলা কাঁকুড়গাছি আন্ডার পাস, ঠনঠনিয়া, চৌরঙ্গী রোড ও খিদিরপুর এলাকায় জল জমে যায় ৷

বৃহস্পতিবার বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । 24 মে শুক্রবার তা ঘণ্টায় 70 কিমি হতে পারে । এর ফলে সমুদ্র উত্তাল হবে । মৎস্যজীবীদের 26 মে রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । যারা সমুদ্রে রয়েছেন তাঁদের আগামিকাল 23 মে বৃহস্পতিবারের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: নেই স্বস্তি ! মালদায় ফের বজ্রপাতের আশঙ্কা; সতর্ক করলেন বিশেষজ্ঞরা

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে । তবে ঝোড়ো হাওয়ার সতর্কতা নেই । 24 মে শুক্রবারও একই পরিস্থিতি থাকবে । উত্তরবঙ্গে কোনও সতর্কবার্তা নেই । শনি ও রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে । দক্ষিণবঙ্গজুড়ে ওইদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এবং ঘণ্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রয়েছে । ভারী বৃষ্টির (7 থেকে 11 মিলিমিটার) সতর্কবার্তা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দুই 24 পরগনায় ৷

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । এর সঙ্গে একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপরে অবস্থান করছে । এই ঘূর্ণাবর্তটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং মধ্য বঙ্গোপসাগরে 24 মে শুক্রবার সকালে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে । তারপর তা আরও উত্তর-পূর্ব দিকে সরে আরও শক্তি বাড়িয়ে উত্তর-পূর্ব ও তার সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে 25 মে শনিবার অবস্থান করবে ।

এই চক্রবৎ ঘূর্ণাবর্তটি এখন বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার এবং 5.8 কিলোমিটার উপরে অবস্থান করছে । এই ঘূর্ণাবর্তটি উত্তর-পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত । বর্তমানে তা অবস্থান করছে মধ্যপ্রদেশ, দক্ষিণ উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সমুদ্রপৃষ্ঠ থেকে কিছুটা উপরে ।

আরও পড়ুন :

Last Updated : May 22, 2024, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.