কলকাতা, 29 জুন: মিলল স্বস্তির খবর ৷ বর্ষা প্রবেশ করলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব জোড়ালো ছিল না দক্ষিণবঙ্গে ৷ অবশেষে বর্ষার কবলে সম্পূর্ণ বাংলা । আলিপুর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বঙ্গের সর্বত্র ছড়িয়ে পড়েছে মৌসুমি বায়ু ।
এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি 19 শতাংশ । বৃহস্পতিবার পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থিত ঘূর্ণাবর্তটি এখন উত্তর-পশ্চিম বঙ্গপোসাগরে ওড়িশার উপকূলে নিম্নচাপে পরিণত হয়েছে । আগামী 1-2 দিনে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে সেই নিম্নচাপ । ঝাড়খণ্ডের উপর দিয়ে যাওয়ার সময় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির উপরে বৃষ্টিপাত বাড়বে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "28, 29 এবং 30 জুন অর্থাৎ গতকাল শুক্রবার, আজ শনিবার এবং আগামীকাল রবিবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।" শুক্রবার রাত থেকেই কলকাতা ও দুই চব্বিশ পরগনায় এর প্রভাবও চোখে পড়েছে ৷ বৃষ্টির কারণে ইডেনে বেঙ্গল প্রো টি-20 লিগের ছেলেদের ফাইনাল ম্য়াচ ভেস্তে যায় ।
অন্যদিকে, আগামী 1 এবং 2 তারিখ অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস । দক্ষিণবঙ্গের বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হবে । বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ 3 এবং 4 জুলাই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর। আজ, শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে । পাশাপাশি দক্ষিণবঙ্গে দুই 24 পরগনা ও মেদিনীপুরে ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে আজ । বাকি জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে । আগামীকাল, রবিবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । এছাড়া ভারী বৃষ্টির সতর্কতা আগামীকাল দুই বর্ধমান, দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেও রয়েছে ।
আগামী 30 তারিখ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে নদিয়া, বীরভূম এবং দুই 24 পরগনায় । এছাড়া মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে । ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার রয়েছে । আগামী 1 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে । উত্তরবঙ্গের বাকি জেলায় হবে ভারী বৃষ্টিপাত । আগামী 2 তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । আজ থেকে আগামী 3 তারিখ পর্যন্ত কলকাতাতে বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।
শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি নীচে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 98 শতাংশ এবং সর্বনিম্ন 84 শতাংশ । গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 17.6 মিলিমিটার । আজ, শনিবার দিনের আকাশ থাকবে মেঘলা । এক-দু পশলা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।