ETV Bharat / state

জলমগ্ন কলকাতা মেডিক্যাল কলেজ ! নেই রোগীদের ভিড়, ফুটবলে মাতলেন পড়ুয়ারা - Cyclone Remal Effects

author img

By ETV Bharat Bangla Team

Published : May 27, 2024, 9:31 PM IST

Cyclone Remal Effects in Kolkata: জলমগ্ন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সোমবার সকাল থেকে দিনভর দেখা গেল এক অন্য ছবি ৷ প্রাকৃতিক দুর্যোগের কারণে, এদিন হাসপাতাল চত্ত্বর ছিল প্রায় রোগী-শূন্য ৷ এমনকি হাসপাতালের বেশ কিছু বিভাগে পরিষেবা বন্ধ রাখা হয়েছিল ৷

Kolkata Medical College and Hospital
রবিবার থেকে টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতা মেডিক্যাল কলেজ ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 27 মে: ঘূর্ণিঝড় রেমালের জেরে রবিবার থেকে টানা বৃষ্টির প্রভাব পড়ল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিষেবায় ৷ সোমবার সকাল থেকে কোনও রোগীর দেখা পাওয়া গেল না মেডিক্যাল কলেজের আউট ডোরে ৷ এমনকি অন্যান্য দিন হাসপাতালে ভরতি হওয়া রোগীদের পরিজনদের ভিড় থাকে হাসপাতাল চত্ত্বরে ৷ আজ দিনভর বৃষ্টির জেরে ছিল ঠিক তার উল্টো ছবি ৷ সেই সঙ্গে টানা বৃষ্টিতে কলকাতা মেডিক্যাল কলেজের ক্যাম্পাস ও সিআর অ্যাভিনিউ এদিন জলমগ্ন হয়েছিল ৷

জলমগ্ন কলকাতা মেডিক্যাল কলেজ (নিজস্ব প্রতিনিধি)

লাগাতার ভারী বৃষ্টি ও জমা জলের কারণে কলকাতা মেডিক্যাল কলেজের ওপিডি বন্ধ রাখা হয়েছিল সপ্তাহের প্রথমদিনে ৷ এমনকি বৃষ্টির কারণে মেডিক্যাল কলেজের পঠনপাঠনও সম্পূর্ণ বন্ধ ছিল ৷ প্রায় হাঁটু সমান জলে মেডিক্যাল কলেজের পড়ুয়াদের ক্যাম্পাসের রাস্তাতেই ফুটবল খেলতে দেখা গেল ৷ বৃষ্টি মাথায় নিয়েই ফুটবল নিয়ে হই হুল্লোর করলেন মেডিক্যালের পড়ুয়ারা ৷ উল্লেখ্য, জুনের 20 তারিখ থেকে মেডিক্যাল কলেজের সেমেস্টার শুরু হচ্ছে ৷

তবে, শুধু কলকাতা মেডিক্যাল কলেজ নয় ৷ দিনভর টানা বৃষ্টিতে ভোগান্তির শিকার হতে হয়েছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গকে ৷ সপ্তাহের প্রথমদিন যাঁদের কর্মক্ষেত্র না বেরলেই নয়, সেই সব অফিস যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয় ৷ ঘূর্ণিঝড় রেমালের জেরে আগাম সতর্কতা হিসেবে রবিবার রাত 11টা থেকে শিয়ালদা দক্ষিণ ও উত্তর শাখা এবং হাওড়া সেকশনে লোকাল ট্রেন বন্ধ ছিল ৷ পূর্বরেল জানিয়েছিল, সোমবার সকাল 6টা পর পরিস্থিতি বিচার করে ট্রেন চালু করা হবে ৷ কিন্তু, শিয়ালদা দক্ষিণ শাখায় বেলা 10টার পর ট্রেন পরিষেবা শুরু হয় ৷ কিন্তু, তা-ও সম্পূর্ণভাবে স্বাভাবিক ছিল না ৷

এদিন বাস পরিষেবাও ছিল খুবই কম ৷ ফলে সরকারি ও বেসরকারি বাসে 'বাদুর-ঝোলা' পরিস্থিতি তৈরি হয় ৷ এই পরিস্থিতিতে কলকাতা ও শহরতলীর নাগরিকরা আরও নাজেহাল হয় মেট্রো পরিষেবা আংশিক বন্ধ হয়ে যাওয়ায় ৷ পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে রাস্তার জমা জল ঢুকে যায় ৷ ফলে গিরিশ পার্ক এবং পার্ক স্ট্রিটের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায় কয়েক ঘণ্টার জন্য ৷ এর জেরে নিত্য অফিস যাত্রীদের একাংশকে নাজেহাল হতে হয় ৷ বেলার 12টার পর স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা ৷ অভিযোগ ওঠে প্রাকৃতিক দুর্যোগ এবং মেট্রো বন্ধ থাকার সুযোগে, ট্যাক্সি, অটো ও অ্যাপ ক্যাব চালকরা ইচ্ছে মতো ভাড়া হাঁকতে শুরু করে ৷ সব মিলিয়ে আজ সকাল থেকে চরম ভোগান্তির শিকার হতে হয় দুর্যোগ মাথায় নিয়ে কাজে বেরনো শহর ও শহরতলীর মানুষজনকে ৷

কলকাতা, 27 মে: ঘূর্ণিঝড় রেমালের জেরে রবিবার থেকে টানা বৃষ্টির প্রভাব পড়ল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিষেবায় ৷ সোমবার সকাল থেকে কোনও রোগীর দেখা পাওয়া গেল না মেডিক্যাল কলেজের আউট ডোরে ৷ এমনকি অন্যান্য দিন হাসপাতালে ভরতি হওয়া রোগীদের পরিজনদের ভিড় থাকে হাসপাতাল চত্ত্বরে ৷ আজ দিনভর বৃষ্টির জেরে ছিল ঠিক তার উল্টো ছবি ৷ সেই সঙ্গে টানা বৃষ্টিতে কলকাতা মেডিক্যাল কলেজের ক্যাম্পাস ও সিআর অ্যাভিনিউ এদিন জলমগ্ন হয়েছিল ৷

জলমগ্ন কলকাতা মেডিক্যাল কলেজ (নিজস্ব প্রতিনিধি)

লাগাতার ভারী বৃষ্টি ও জমা জলের কারণে কলকাতা মেডিক্যাল কলেজের ওপিডি বন্ধ রাখা হয়েছিল সপ্তাহের প্রথমদিনে ৷ এমনকি বৃষ্টির কারণে মেডিক্যাল কলেজের পঠনপাঠনও সম্পূর্ণ বন্ধ ছিল ৷ প্রায় হাঁটু সমান জলে মেডিক্যাল কলেজের পড়ুয়াদের ক্যাম্পাসের রাস্তাতেই ফুটবল খেলতে দেখা গেল ৷ বৃষ্টি মাথায় নিয়েই ফুটবল নিয়ে হই হুল্লোর করলেন মেডিক্যালের পড়ুয়ারা ৷ উল্লেখ্য, জুনের 20 তারিখ থেকে মেডিক্যাল কলেজের সেমেস্টার শুরু হচ্ছে ৷

তবে, শুধু কলকাতা মেডিক্যাল কলেজ নয় ৷ দিনভর টানা বৃষ্টিতে ভোগান্তির শিকার হতে হয়েছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গকে ৷ সপ্তাহের প্রথমদিন যাঁদের কর্মক্ষেত্র না বেরলেই নয়, সেই সব অফিস যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয় ৷ ঘূর্ণিঝড় রেমালের জেরে আগাম সতর্কতা হিসেবে রবিবার রাত 11টা থেকে শিয়ালদা দক্ষিণ ও উত্তর শাখা এবং হাওড়া সেকশনে লোকাল ট্রেন বন্ধ ছিল ৷ পূর্বরেল জানিয়েছিল, সোমবার সকাল 6টা পর পরিস্থিতি বিচার করে ট্রেন চালু করা হবে ৷ কিন্তু, শিয়ালদা দক্ষিণ শাখায় বেলা 10টার পর ট্রেন পরিষেবা শুরু হয় ৷ কিন্তু, তা-ও সম্পূর্ণভাবে স্বাভাবিক ছিল না ৷

এদিন বাস পরিষেবাও ছিল খুবই কম ৷ ফলে সরকারি ও বেসরকারি বাসে 'বাদুর-ঝোলা' পরিস্থিতি তৈরি হয় ৷ এই পরিস্থিতিতে কলকাতা ও শহরতলীর নাগরিকরা আরও নাজেহাল হয় মেট্রো পরিষেবা আংশিক বন্ধ হয়ে যাওয়ায় ৷ পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে রাস্তার জমা জল ঢুকে যায় ৷ ফলে গিরিশ পার্ক এবং পার্ক স্ট্রিটের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায় কয়েক ঘণ্টার জন্য ৷ এর জেরে নিত্য অফিস যাত্রীদের একাংশকে নাজেহাল হতে হয় ৷ বেলার 12টার পর স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা ৷ অভিযোগ ওঠে প্রাকৃতিক দুর্যোগ এবং মেট্রো বন্ধ থাকার সুযোগে, ট্যাক্সি, অটো ও অ্যাপ ক্যাব চালকরা ইচ্ছে মতো ভাড়া হাঁকতে শুরু করে ৷ সব মিলিয়ে আজ সকাল থেকে চরম ভোগান্তির শিকার হতে হয় দুর্যোগ মাথায় নিয়ে কাজে বেরনো শহর ও শহরতলীর মানুষজনকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.