ETV Bharat / state

চুঁচুড়া হাসপাতালে গাফিলতিতে প্রসূতির মৃত্যু ! বিশেষজ্ঞ কমিটি গঠন স্বাস্থ্য দফতরের - Chinsurah Hospital negligence - CHINSURAH HOSPITAL NEGLIGENCE

negligence leading to death: চুঁচুড়া হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যুতে গাফিলতির অভিযোগ তুলল মৃতার পরিবার ৷ আরও তিন প্রসূতিকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পাঠানো হয়েছে ৷ এই ঘটনার তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর ৷

ETV BHARAT
চুঁচুড়া হাসপাতালে গাফিলতিতে প্রসূতি মৃত্যু ! (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 19, 2024, 7:14 PM IST

চুঁচুড়া, 19 জুলাই: চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে প্রসূতি মৃত্যু নিয়ে উত্তেজনা ছড়াল ৷ সোমবার সেখানে পাঁচজন প্রসূতির সিজার হয় । তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে । তাঁর নাম অঞ্জলি মণ্ডল । তিনি নৈহাটির বাসিন্দা । এছাড়াও তিনজন আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন । একজন ওই হাসপাতালেরই সিসিইউতে ভর্তি । রোগীর পরিবারের তরফে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনা হয়েছে হাসপাতালের বিরুদ্ধে ।

এই অভিযোগ ওঠার পরই ঘটনা খতিয়ে দেখতে তৎপর হয় জেলা স্বাস্থ্য দফতর । কী কারণে এই ঘটনা, চিকিৎসা ব্যবস্থা নাকি চিকিৎসকের গাফিলতি আছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে । ইতিমধ্যেই জেলায় বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়েছে । রাজ্যের স্বাস্থ্য দফতরের দল যেতে পারে চুঁচুড়ার হাসপাতালে । হুগলিতে চলতি বছরে এখনও পর্যন্ত 17 জন প্রসূতির মৃত্যু হয়েছে । 2023-24 সালে 42 জন ও 2022-23 সালে 62 জন প্রসূতির মৃত্যু হয়েছে এই জেলায় ।

এবিষয়ে হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলী কর শুক্রবার জেলার স্বাস্থ্য আধিকারিক ও চিকিৎসকদের নিয়ে বৈঠক করেন । পরে তিনি বলেন, "পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল বলে আমরা আরজি কর হাসপাতালে পাঠাই । বুধবার সেখানে একজন প্রসূতি মারা যান । বাকি দু'জনকে এসএসকেএম-এ পাঠানো হয়েছে । আশা করি বাকিরা সুস্থ হয়ে যাবেন । হাসপাতালে প্রতিদিন গড়ে 5 জন প্রসূতির অস্ত্রোপচার হয় । ইনফেকশনের কোনও তত্ত্ব পাওয়া যায়নি এখনও । ডাক্তারের কোনও সমস্যার বিষয়ও এখনও স্পষ্ট নয় । কোন ওষুধের জন্য কিছু হয়নি । তবে কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । রাজ্য থেকে চুঁচুড়া হাসপাতালে এক্সপার্ট কমিটি পরিদর্শনে আসবে ।"

অসুস্থ এক প্রসূতির ভাসুর শেখ সজল বলেন, "গত সোমবার আমরা রোগীকে ভর্তি করেছিলাম । সিজার হওয়ার কথা ছিল ৷ ভর্তির আগে সম্পূর্ণ সুস্থ ছিল ।লিফ্ট দিয়ে না-উঠে সিঁড়ি দিয়ে হেঁটে উঠেছিল আমার ভাইয়ের স্ত্রী । রাতে জানানো হয় যে, অবস্থা খারাপ । তারপরে আমরা সিসিইউ-তে নিয়ে গিয়ে ভর্তি করি । ডাক্তাররা দেখে বিভিন্ন রকম মতামত দিতে থাকেন । হাসপাতাল থেকে যা যা বলেছে, রক্ত থেকে শুরু করে ইনজেকশন সব এনে দিয়েছি । সাত হাজার টাকা দামের ইনজেকশন কিনে দিই । তারপরও রোগীকে কলকাতায় রেফার করেছে । সেখানে রক্ত পরীক্ষা হয়েছে ৷ কিডনির সমস্যা রয়েছে ।"

চুঁচুড়া, 19 জুলাই: চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে প্রসূতি মৃত্যু নিয়ে উত্তেজনা ছড়াল ৷ সোমবার সেখানে পাঁচজন প্রসূতির সিজার হয় । তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে । তাঁর নাম অঞ্জলি মণ্ডল । তিনি নৈহাটির বাসিন্দা । এছাড়াও তিনজন আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন । একজন ওই হাসপাতালেরই সিসিইউতে ভর্তি । রোগীর পরিবারের তরফে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনা হয়েছে হাসপাতালের বিরুদ্ধে ।

এই অভিযোগ ওঠার পরই ঘটনা খতিয়ে দেখতে তৎপর হয় জেলা স্বাস্থ্য দফতর । কী কারণে এই ঘটনা, চিকিৎসা ব্যবস্থা নাকি চিকিৎসকের গাফিলতি আছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে । ইতিমধ্যেই জেলায় বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়েছে । রাজ্যের স্বাস্থ্য দফতরের দল যেতে পারে চুঁচুড়ার হাসপাতালে । হুগলিতে চলতি বছরে এখনও পর্যন্ত 17 জন প্রসূতির মৃত্যু হয়েছে । 2023-24 সালে 42 জন ও 2022-23 সালে 62 জন প্রসূতির মৃত্যু হয়েছে এই জেলায় ।

এবিষয়ে হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলী কর শুক্রবার জেলার স্বাস্থ্য আধিকারিক ও চিকিৎসকদের নিয়ে বৈঠক করেন । পরে তিনি বলেন, "পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল বলে আমরা আরজি কর হাসপাতালে পাঠাই । বুধবার সেখানে একজন প্রসূতি মারা যান । বাকি দু'জনকে এসএসকেএম-এ পাঠানো হয়েছে । আশা করি বাকিরা সুস্থ হয়ে যাবেন । হাসপাতালে প্রতিদিন গড়ে 5 জন প্রসূতির অস্ত্রোপচার হয় । ইনফেকশনের কোনও তত্ত্ব পাওয়া যায়নি এখনও । ডাক্তারের কোনও সমস্যার বিষয়ও এখনও স্পষ্ট নয় । কোন ওষুধের জন্য কিছু হয়নি । তবে কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । রাজ্য থেকে চুঁচুড়া হাসপাতালে এক্সপার্ট কমিটি পরিদর্শনে আসবে ।"

অসুস্থ এক প্রসূতির ভাসুর শেখ সজল বলেন, "গত সোমবার আমরা রোগীকে ভর্তি করেছিলাম । সিজার হওয়ার কথা ছিল ৷ ভর্তির আগে সম্পূর্ণ সুস্থ ছিল ।লিফ্ট দিয়ে না-উঠে সিঁড়ি দিয়ে হেঁটে উঠেছিল আমার ভাইয়ের স্ত্রী । রাতে জানানো হয় যে, অবস্থা খারাপ । তারপরে আমরা সিসিইউ-তে নিয়ে গিয়ে ভর্তি করি । ডাক্তাররা দেখে বিভিন্ন রকম মতামত দিতে থাকেন । হাসপাতাল থেকে যা যা বলেছে, রক্ত থেকে শুরু করে ইনজেকশন সব এনে দিয়েছি । সাত হাজার টাকা দামের ইনজেকশন কিনে দিই । তারপরও রোগীকে কলকাতায় রেফার করেছে । সেখানে রক্ত পরীক্ষা হয়েছে ৷ কিডনির সমস্যা রয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.