ETV Bharat / state

আরজি কর-কাণ্ডের জের ! জেলার সমস্ত অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের রেকর্ড খতিয়ে দেখার নির্দেশ স্বাস্থ্য বিভাগের - RG Kar Doctor Rape and Murder Case

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 7:29 PM IST

North 24 Pargana Health & Family Welfare Samiti: আরজি করের ঘটনার জেরে এবার নড়েচড়ে বসেছে উত্তর 24 পরগনা জেলা প্রশাসন ৷ জেলার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের পুরনো রেকর্ড খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তার ভিত্তিতে রিনিউয়ের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে ৷

North 24 Pargana News
উত্তর 24 পরগনা স্বাস্থ্য বিভাগ (Etv Bharat)

বারাসত, 14 অগস্ট: আরজি কর-কাণ্ডে তোলপাড় রাজ‍্য ! এর থেকে শিক্ষা নিয়ে এবার হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের অতীত রেকর্ড খতিয়ে দেখার নির্দেশ দিল উত্তর 24 পরগনা জেলা স্বাস্থ্য বিভাগ । মূলত, অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের অতীত ভাবমূর্তি (ব‍্যাকগ্রাউন্ড চেক) খতিয়ে দেখা-সহ পুরনো কোনও অপরাধের রেকর্ড রয়েছে কি না, তা পর্যালোচনা করে দেখবে স্বাস্থ্য বিভাগ ৷

সবকিছু ঠিকঠাক থাকলে তবেই তাঁদের সকলকে নতুন করে সচিত্র পরিচয়পত্র প্রদান করা হবে হাসপাতালের রোগী কল‍্যাণ সমিতির পক্ষ থেকে । নইলে অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের নিয়োগ সংক্রান্ত চুক্তি আর নাও বাড়ানো হতে পারে । সেই সঙ্গে কর্মরত অবস্থায় অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের সচিত্র পরিচয়পত্র এবার থেকে পড়তে হবে বলেও স্বাস্থ্য বিভাগের নির্দেশিকায় জানানো হয়েছে ।

উত্তর 24 পরগনায় দু'টি স্বাস্থ্য জেলা রয়েছে- একটি বারাসত, অন‍্যটি বসিরহাট । বারাসত স্বাস্থ্য জেলার মধ্যে রয়েছে বারাসত, বনগাঁ, ব‍্যারাকপুর এবং বিধাননগর মহকুমা । এই চারটি মহকুমায় রয়েছে 2টি মেডিক্যাল কলেজ, 3টি মহকুমা হাসপাতাল এবং 7টি স্টেট জেনারেল হাসপাতাল । এই সবকটি হাসপাতালেই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগের তরফে । তাতে জেলার সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিসিটিভি ক‍্যামেরায় মুড়ে দেওয়া হবে বলেও জানা গিয়েছে ৷ পাশাপাশি হাসপাতালের নিরাপত্তাকর্মীদের উপযুক্ত ট্রেনিংয়েরও উদ্যোগ নেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগের তরফে । এমনটাই খবর প্রশাসন সূত্রে ।

সূত্রের খবর, হাসপাতালের নিরাপত্তারক্ষীদের বছরে ন্যূনতম দু'বার ট্রেনিং হওয়ার কথা । কিন্তু, অধিকাংশ জায়গাতেই তা হয়নি বলে অভিযোগ । পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হবে নিরাপত্তারক্ষীদের পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করার । সেই সঙ্গে হাসপাতাল চত্বরে কতজন নিরাপত্তারক্ষী প্রয়োজন । কোথায় কোথায় নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হবে । তাও পুলিশের সঙ্গে কথা বলে ঠিক করবে হাসপাতাল কর্তৃপক্ষ ।

এই বিষয়ে উত্তর 24 পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সমুদ্র সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,"সম্প্রতি স্বাস্থ্যসচিব ও জেলাশাসক জেলার কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছিলেন । তার প্রেক্ষিতে যে সমস্ত বিষয়গুলোতে নজর দেওয়া হয়েছিল তার মধ্যে নিরাপত্তা ব্যবস্থা ছিল অন‍্যতম । এই প্রক্রিয়া দু'সপ্তাহ আগেই শুরু হয়েছে । সাম্প্রতিক এই ঘটনার জন্য এর গুরুত্ব বেড়েছে । শীঘ্রই সবটা সম্পন্ন করা হবে ।"

বারাসত, 14 অগস্ট: আরজি কর-কাণ্ডে তোলপাড় রাজ‍্য ! এর থেকে শিক্ষা নিয়ে এবার হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের অতীত রেকর্ড খতিয়ে দেখার নির্দেশ দিল উত্তর 24 পরগনা জেলা স্বাস্থ্য বিভাগ । মূলত, অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের অতীত ভাবমূর্তি (ব‍্যাকগ্রাউন্ড চেক) খতিয়ে দেখা-সহ পুরনো কোনও অপরাধের রেকর্ড রয়েছে কি না, তা পর্যালোচনা করে দেখবে স্বাস্থ্য বিভাগ ৷

সবকিছু ঠিকঠাক থাকলে তবেই তাঁদের সকলকে নতুন করে সচিত্র পরিচয়পত্র প্রদান করা হবে হাসপাতালের রোগী কল‍্যাণ সমিতির পক্ষ থেকে । নইলে অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের নিয়োগ সংক্রান্ত চুক্তি আর নাও বাড়ানো হতে পারে । সেই সঙ্গে কর্মরত অবস্থায় অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের সচিত্র পরিচয়পত্র এবার থেকে পড়তে হবে বলেও স্বাস্থ্য বিভাগের নির্দেশিকায় জানানো হয়েছে ।

উত্তর 24 পরগনায় দু'টি স্বাস্থ্য জেলা রয়েছে- একটি বারাসত, অন‍্যটি বসিরহাট । বারাসত স্বাস্থ্য জেলার মধ্যে রয়েছে বারাসত, বনগাঁ, ব‍্যারাকপুর এবং বিধাননগর মহকুমা । এই চারটি মহকুমায় রয়েছে 2টি মেডিক্যাল কলেজ, 3টি মহকুমা হাসপাতাল এবং 7টি স্টেট জেনারেল হাসপাতাল । এই সবকটি হাসপাতালেই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগের তরফে । তাতে জেলার সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিসিটিভি ক‍্যামেরায় মুড়ে দেওয়া হবে বলেও জানা গিয়েছে ৷ পাশাপাশি হাসপাতালের নিরাপত্তাকর্মীদের উপযুক্ত ট্রেনিংয়েরও উদ্যোগ নেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগের তরফে । এমনটাই খবর প্রশাসন সূত্রে ।

সূত্রের খবর, হাসপাতালের নিরাপত্তারক্ষীদের বছরে ন্যূনতম দু'বার ট্রেনিং হওয়ার কথা । কিন্তু, অধিকাংশ জায়গাতেই তা হয়নি বলে অভিযোগ । পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হবে নিরাপত্তারক্ষীদের পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করার । সেই সঙ্গে হাসপাতাল চত্বরে কতজন নিরাপত্তারক্ষী প্রয়োজন । কোথায় কোথায় নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হবে । তাও পুলিশের সঙ্গে কথা বলে ঠিক করবে হাসপাতাল কর্তৃপক্ষ ।

এই বিষয়ে উত্তর 24 পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সমুদ্র সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,"সম্প্রতি স্বাস্থ্যসচিব ও জেলাশাসক জেলার কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছিলেন । তার প্রেক্ষিতে যে সমস্ত বিষয়গুলোতে নজর দেওয়া হয়েছিল তার মধ্যে নিরাপত্তা ব্যবস্থা ছিল অন‍্যতম । এই প্রক্রিয়া দু'সপ্তাহ আগেই শুরু হয়েছে । সাম্প্রতিক এই ঘটনার জন্য এর গুরুত্ব বেড়েছে । শীঘ্রই সবটা সম্পন্ন করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.