ETV Bharat / state

মালদা শহরের পর মোথাবাড়ি, যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধারে ধর্ষণের পর খুনের অভিযোগ - Murder

Body Recovered in Malda: মালদায় ফের নারীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল ৷ জেলার মোথাবাড়ি থানা এলাকায় এক যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর এই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ মৃতার পরিবার ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

etv bharat
etv bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 12:44 PM IST

মালদা, 15 ফেব্রুয়ারি: 16 দিনের মাথায় আবার ! মালদা শহরের পর এবার মোথাবাড়ি ৷ বাড়ি থেকে মাত্র 200 মিটার দূরে ভুট্টাখেত থেকে মিলল এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ ৷ কুপিয়ে খুন করার আগে যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে অনুমান করছেন পরিবারের লোকজন থেকে শুরু করে গ্রামবাসীরাও ৷ বৃহস্পতিবার দেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মোথাবাড়ি থানার পুলিশ ৷ এই ঘটনায় আরও একবার মালদায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ ধর্ষণ করে খুন কি না, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ ৷

গত 31 জানুয়ারি মালদা শহরের এক প্রান্ত থেকে উদ্ধার হয় 11 বছরের এক কিশোরীর ধর ও মুণ্ডু ৷ এই নৃশংস খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই কিশোরীরই জ্যেঠতুতো দাদাকে ৷ এখনও সেই খুনের মোটিভ বের করতে পারেনি পুলিশ ৷ তারই মধ্যে বৃহস্পতিবার মোথাবাড়ি থানার একটি গ্রামে ভুট্টাখেত থেকে উদ্ধার হল বছর পঁচিশের এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ ৷ শরীরের নীচের অংশ ছিল সম্পূর্ণ অনাবৃত ৷ সারা শরীর ধারালো অস্ত্র দিয়ে কোপানো ৷ এমনকি গোপনাঙ্গেও আঘাত রয়েছে ৷ ঘটনাস্থল থেকে মাত্র 200 মিটার দূরে তাঁর বাড়ি ৷ তিনি বিবাহিত ৷ তবে স্বামীর সঙ্গে থাকতেন না ৷ তাঁর কোনও সন্তান নেই ৷ এ দিন স্থানীয় কয়েকজন কৃষক জমিতে ওই যুবতীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন ৷

নিহত যুবতীর বাবা পেশায় কৃষিশ্রমিক ৷ নিতান্ত গরিব পরিবার ৷ চার বোন আর দুই ভাইয়ের সবার বিয়ে হয়ে গিয়েছে ৷ তাঁর মা বলেন, “গতকাল গ্রামে ধুমধাম করে সরস্বতী পুজো হয়েছে ৷ বিকেলে পুজো মণ্ডপে সবাই গানের সঙ্গে নাচছিল ৷ আমার মেয়েটাও সেখানে খুব আনন্দ করছিল ৷ সন্ধের সময় ও আমার এক নাতনিকে বলে যায়, বাথরুম যাচ্ছে ৷ তারপর থেকেই ওর কোনও খোঁজ পাচ্ছিলাম না ৷ রাতে আমার ছেলে খিচুড়ি রান্নার জন্য দিদির খোঁজ করে ৷ কিন্তু তখনও মেয়ে বাড়ি ফেরেনি ৷ তখন থেকেই আমরা ওকে খুঁজতে শুরু করি ৷ সারা রাত খোঁজাখুঁজি করেও ওর হদিশ মেলেনি ৷ আজ সকালে ওর দেহ উদ্ধার হয়েছে ৷ আমরা ক’বছর আগে ওর বিয়ে দিয়েছিলাম ৷ কিন্তু জামাইয়ের মাথার গোলমাল ৷ তাই স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ও বাপের বাড়ি চলে আসে ৷ ওর সঙ্গে কারও প্রেমের সম্পর্কও নেই ৷ কে বা কারা, কেন ওকে এভাবে মারল জানি না ৷”

যুবতীর ভাই বলেন, “সরস্বতী পুজোর রাতে খিচুড়ি আর তরকারি খাওয়ার ইচ্ছে হয়েছিল ৷ সন্ধ্যায় বাজার করে এনেছিলাম৷ দিদির খোঁজ করতেই শুনি ওকে পাওয়া যাচ্ছে না ৷ সঙ্গে সঙ্গে আমরা খোঁজাখুঁজি শুরু করি ৷ আজ সকালেই খোঁজ চালাচ্ছিলাম ৷ তখনই জানতে পারি, ভুট্টাখেতে দিদির দেহ পড়ে রয়েছে ৷ মৃতদেহ প্রায় বিবস্ত্র ছিল ৷ আমাদের ধারণা, ধর্ষণ কিংবা গণধর্ষণ করে দিদিকে খুন করা হয়েছে ৷ পুলিশ দেহ নিয়ে গিয়েছে ৷ আমরা এনিয়ে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করছি ৷”

মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে যায় ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ তার রিপোর্ট পাওয়া গেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷ এই নিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷

আরও পড়ুন:

  1. বোনকে খুনের কথা স্বীকার মাদকাসক্ত দাদার, মালদা শহরজুড়ে চলছে মাদক বিরোধী প্রচার
  2. উদ্ধার মুণ্ডহীন দেহ, নাবালিকাকে খুনের প্রতিবাদে অগ্নিগর্ভ মালদা
  3. প্রাক্তন স্ত্রীকে ছুরি মেরে খুনের চেষ্টার অভিযোগ, নেশাগ্রস্ত যুবককে ধরে গণধোলাই স্থানীয়দের

মালদা, 15 ফেব্রুয়ারি: 16 দিনের মাথায় আবার ! মালদা শহরের পর এবার মোথাবাড়ি ৷ বাড়ি থেকে মাত্র 200 মিটার দূরে ভুট্টাখেত থেকে মিলল এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ ৷ কুপিয়ে খুন করার আগে যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে অনুমান করছেন পরিবারের লোকজন থেকে শুরু করে গ্রামবাসীরাও ৷ বৃহস্পতিবার দেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মোথাবাড়ি থানার পুলিশ ৷ এই ঘটনায় আরও একবার মালদায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ ধর্ষণ করে খুন কি না, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ ৷

গত 31 জানুয়ারি মালদা শহরের এক প্রান্ত থেকে উদ্ধার হয় 11 বছরের এক কিশোরীর ধর ও মুণ্ডু ৷ এই নৃশংস খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই কিশোরীরই জ্যেঠতুতো দাদাকে ৷ এখনও সেই খুনের মোটিভ বের করতে পারেনি পুলিশ ৷ তারই মধ্যে বৃহস্পতিবার মোথাবাড়ি থানার একটি গ্রামে ভুট্টাখেত থেকে উদ্ধার হল বছর পঁচিশের এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ ৷ শরীরের নীচের অংশ ছিল সম্পূর্ণ অনাবৃত ৷ সারা শরীর ধারালো অস্ত্র দিয়ে কোপানো ৷ এমনকি গোপনাঙ্গেও আঘাত রয়েছে ৷ ঘটনাস্থল থেকে মাত্র 200 মিটার দূরে তাঁর বাড়ি ৷ তিনি বিবাহিত ৷ তবে স্বামীর সঙ্গে থাকতেন না ৷ তাঁর কোনও সন্তান নেই ৷ এ দিন স্থানীয় কয়েকজন কৃষক জমিতে ওই যুবতীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন ৷

নিহত যুবতীর বাবা পেশায় কৃষিশ্রমিক ৷ নিতান্ত গরিব পরিবার ৷ চার বোন আর দুই ভাইয়ের সবার বিয়ে হয়ে গিয়েছে ৷ তাঁর মা বলেন, “গতকাল গ্রামে ধুমধাম করে সরস্বতী পুজো হয়েছে ৷ বিকেলে পুজো মণ্ডপে সবাই গানের সঙ্গে নাচছিল ৷ আমার মেয়েটাও সেখানে খুব আনন্দ করছিল ৷ সন্ধের সময় ও আমার এক নাতনিকে বলে যায়, বাথরুম যাচ্ছে ৷ তারপর থেকেই ওর কোনও খোঁজ পাচ্ছিলাম না ৷ রাতে আমার ছেলে খিচুড়ি রান্নার জন্য দিদির খোঁজ করে ৷ কিন্তু তখনও মেয়ে বাড়ি ফেরেনি ৷ তখন থেকেই আমরা ওকে খুঁজতে শুরু করি ৷ সারা রাত খোঁজাখুঁজি করেও ওর হদিশ মেলেনি ৷ আজ সকালে ওর দেহ উদ্ধার হয়েছে ৷ আমরা ক’বছর আগে ওর বিয়ে দিয়েছিলাম ৷ কিন্তু জামাইয়ের মাথার গোলমাল ৷ তাই স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ও বাপের বাড়ি চলে আসে ৷ ওর সঙ্গে কারও প্রেমের সম্পর্কও নেই ৷ কে বা কারা, কেন ওকে এভাবে মারল জানি না ৷”

যুবতীর ভাই বলেন, “সরস্বতী পুজোর রাতে খিচুড়ি আর তরকারি খাওয়ার ইচ্ছে হয়েছিল ৷ সন্ধ্যায় বাজার করে এনেছিলাম৷ দিদির খোঁজ করতেই শুনি ওকে পাওয়া যাচ্ছে না ৷ সঙ্গে সঙ্গে আমরা খোঁজাখুঁজি শুরু করি ৷ আজ সকালেই খোঁজ চালাচ্ছিলাম ৷ তখনই জানতে পারি, ভুট্টাখেতে দিদির দেহ পড়ে রয়েছে ৷ মৃতদেহ প্রায় বিবস্ত্র ছিল ৷ আমাদের ধারণা, ধর্ষণ কিংবা গণধর্ষণ করে দিদিকে খুন করা হয়েছে ৷ পুলিশ দেহ নিয়ে গিয়েছে ৷ আমরা এনিয়ে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করছি ৷”

মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে যায় ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ তার রিপোর্ট পাওয়া গেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷ এই নিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷

আরও পড়ুন:

  1. বোনকে খুনের কথা স্বীকার মাদকাসক্ত দাদার, মালদা শহরজুড়ে চলছে মাদক বিরোধী প্রচার
  2. উদ্ধার মুণ্ডহীন দেহ, নাবালিকাকে খুনের প্রতিবাদে অগ্নিগর্ভ মালদা
  3. প্রাক্তন স্ত্রীকে ছুরি মেরে খুনের চেষ্টার অভিযোগ, নেশাগ্রস্ত যুবককে ধরে গণধোলাই স্থানীয়দের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.