কলকাতা, 8 সেপ্টেম্বর: আরজি করের ঘটনায় রাজ্য প্রশাসনের উপর চাপ আরও বাড়ালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, রবিবার রাজ্যের সাংবিধানিক প্রধানের তরফে প্রশাসনিক প্রধানকে অবিলম্বে ক্যাবিনেট বৈঠক ডাকতে বলা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানো নিয়ে ওঠা 'গণদাবি' প্রসঙ্গে আলোচনা করতেই বৈঠক ডাকার কথা বলা হয়েছে বলে খবর।
রাজভবনের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, যেভাবে পুলিশ কমিশনারকে সরানোর দাবি উঠেছে তা নিয়ে চর্চা করতে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিয়েছেন। ওই সূত্রের আরও দাবি, রাজ্যপাল মনে করেন রাজ্যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসন চুপ করে বসে থাকতে পারে না । তাদের পরিস্থিতির গুরুত্ব বুঝে ব্যবস্থা নিতেই হবে ।
রাজ্যপাল চান রাজ্য সরকার সংবিধান মেনে এবং আইনের আওতায় থেকে চলবে। কোনও একটি গুরুতর দাবি এড়িয়ে যাওয়া চলবে না । মানুষ কী বলছেন বা কী ভাবছেন সেটা যথার্থতার সঙ্গে অনুধাবন করতে হবে। একটা বড় অংশের মানুষ যখন কমিশনারকে সরিয়ে দেওয়ার কথা বলছেন তখন সেই দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতেই হবে ।
রাজ্যপালের এই বার্তা যখন প্রকাশ্যে আসছে তখন আরও একবার পথে নেমেছে রাজ্য । আবারও রাত দখলের ডাক দেওয়া হয়েছে । মাত্র কয়েকদিন আগেই আলো একঘণ্টা নিভিয়ে প্রতিবাদ দেখেছিল রাজ্য । এবার আবার রাতের শহরের দখল নিল আন্দোলনকারীরা ।
আরজি করের নির্যাতিতার মৃত্যুর পর থেকেই কলকাতা পুলিশ বিশেষ করে কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । আরজি করের জুনিয়র চিকিৎসকরা কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান পর্যন্ত করেছেন । বিরোধী দলগুলিও বিনীতকে সরিয়ে দিতে রাজ্য প্রশাসনের উপর চাপ দিয়ে আসছে । এবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে ক্যাবিনেট বৈঠক ডাকতে বললেন রাজ্যপাল ।