খন্ডঘোষ, 17 জুন: ভ্যানে চাপিয়ে চলছে বর ফেরি ! ধুতি-পাঞ্জাবি-মাথায় টোপর পড়ে ভ্যানে বসে রয়েছে একাধিক বর ! তাদের গামছা দিয়ে ঝেড়ে ভ্যান থেকে নামানো হচ্ছে এক এক করে । তাদের দাম উঠেছে 500 থেকে 5 হাজার টাকা পর্যন্ত । মাইকিং করে বর ফেরির কথা ঘোষণা করা হচ্ছে । যা দেখতে ভিড় উপচে পড়েছে গ্রামবাসীদের । চিত্রটা পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বোসপাড়া এলাকার ।
প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে বুড়ো শিবপুজো উপলক্ষে মেতে ওঠে খণ্ডঘোষ । তিনদিনের গাজনকে কেন্দ্র করে চলে বিভিন্ন আচার-অনুষ্ঠান । গাজনে এলাকার প্রায় একশো থেকে দেড়শো জন সন্ন্যাস নিয়ে থাকেন । চলে বিভিন্ন সং সাজা । তুলে ধরা হয় বাস্তব কিছু ঘটনাকে । এই বছর লোকসভা নির্বাচনের কারণে উৎসব শুরু হয়েছে কিছুটা দেরি করে।
নিয়ম অনুসারে অক্ষয় তৃতীয়ার পরে এই গাজনের অনুষ্ঠান হয় । তবে এবার জামাইষষ্ঠীর পরে এই গাজনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ প্রত্যেকবার উৎসবের ভিন্ন ভিন্ন আকর্ষণ থাকে ৷ এবারের মূল আকর্ষণ ছিল বর ফেরি ৷ একাধিকজনকে বর সাজিয়ে তারপর তাকে ভ্যানে চাপিয়ে চলে ফেরি। মাইকে ঘোষণা করা হয় বরের দাম ৷ ভিড় থেকে 'হ্যাঁ' উত্তর শোনার পরই দেখানো হয় বরকে। ভ্যান থেকে লাফ দিয়ে নামে পছন্দসই বর। যাদের কারও গায়ে লেখা দাম হিসেবে ধার্য 5,000 টাকা, তো কারও কারও মূল্য মাত্র 5 বা 10 টাকা ৷ তবে সবটাই মজার ছলে ৷
এই দৃশ্য দেখে গ্রামবাসীদের মধ্যে হাসির রোল পড়ে যায় । এছাড়া কালী, শিব-সহ অনেকে বিভিন্ন ভাবে সং সাজে । মন্দিরের পুরোহিত উমাপদ ভট্টাচার্য বলেন, "প্রায় চারশো বছরের পুরোনো এই বুড়ো শিবের গাজন । প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে এই শিবের গাজন হয়ে থাকে । চলতি বছর লোকসভা নির্বাচনের কারণে গাজনের অনুষ্ঠান কিছুদিন পিছিয়ে দেওয়া হয়েছে ।"
খণ্ডঘোষ ব্লক তৃণমূল সভাপতি অপার্থিব ইসলাম বলেন, "শিবের গাজন উপলক্ষে গোটা গ্রাম উৎসবের আনন্দে মেতে ওঠে । এবারে উৎসবের মূল আকর্ষণ ছিল বর ফেরি করা। বিভিন্ন দামের বর ফেরি দেখে মানুষেরা খুবই আনন্দ পায় ।"