ETV Bharat / state

সিভিক ভলান্টিয়ারদের উৎসব ভাতা বৃদ্ধি রাজ্যের, আগের থেকে কত বাড়ল ? - CIVIC VOLUNTEER FESTIVAL ALLOWANCE - CIVIC VOLUNTEER FESTIVAL ALLOWANCE

Civic Volunteer Bonus Hike: পুজোর মুখে উৎসবকালীন ভাতা বাড়ল রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের ৷ আগের থেকে কত টাকা বাড়ল টাকার পরিমাণ ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন ৷

Civic Volunteer Bonus
সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা নবান্নের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 10:59 PM IST

কলকাতা, 21 অগস্ট: আরজি কর কাণ্ডে প্রশ্নের মুখে ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ভূমিকা। আর এই বিতর্কের মধ্যেই বুধবার নবান্নের তরফ থেকে সিভিক ভলান্টিয়ারদের জন্য পুজোর বোনাস বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার । এদিন রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই বোনাস বৃদ্ধির কথা জানানো হয়েছে ।

দুর্গাপুজোর আগে এই বোনাসের ঘোষণা তাঁদের জন্য সুখবর । গত বছর এই অ্যাডহক বোনাস হিসাবে 5300 টাকা করে দিয়েছিল রাজ্য সরকার । এ বছর যে ঘোষণা করা হয়েছে তাতে 6000 টাকা বোনাসের কথা বলা হয়েছে । অর্থাৎ, এটা বলাই যায় যে গত বছরের তুলনায় এবার তাদের উৎসবকালীন ভাতা বা বোনাস বৃদ্ধি পেল । 2020 সালের সেপ্টেম্বর মাসে প্রথম সিভিক ভলান্টিয়ারদের অ্যাডহক বোনাসের কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার ।

Notification of Bonus Hike of Civic Volunteer
সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির বিজ্ঞপ্তি (ইটিভি ভারত)

প্রথম বছর 2000 টাকা উৎসবকালীন ভাতা দিলেও গত বছর তা বাড়িয়ে 5300 টাকা করা হয়েছিল । এ বছর সেটা আরও বেড়ে ছয় হাজার টাকা হল । শতাংশের বিচারে দেখলে সিভিক ভলান্টিয়ারদের ভাতা বৃদ্ধির পরিমাণ 13 শতাংশ । আরেক ক্ষেত্রে শহর থেকে জেলা সকলেই একই হারে উৎসবকালীন ভাতা পাবেন ।

উল্লেখ্য, রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের দৌরাত্ম্য নিয়ে বিভিন্ন সময় অভিযোগ ওঠে । আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত সঞ্জয় রায়ও সিভিক ভলান্টিয়ার। তদন্ত যত এগোচ্ছে ততই প্রকাশ্যে আসছে তার ভয়ঙ্কর সব কাজকর্ম । তার জেরে লালবাজারের তরফে কলকাতা পুলিশের সমস্ত থানার কাছে সিভিক ভলান্টিয়ারদের ক্যারেক্টার সার্টিফিকেট পর্যন্ত চেয়ে পাঠানো হয়েছে । এরই মধ্যে সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাস বাড়াল রাজ্য সরকার । এখন দেখার রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বিরোধী রাজনৈতিক দলগুলি কীভাবে ব্যাখ্যা করে ।

কলকাতা, 21 অগস্ট: আরজি কর কাণ্ডে প্রশ্নের মুখে ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ভূমিকা। আর এই বিতর্কের মধ্যেই বুধবার নবান্নের তরফ থেকে সিভিক ভলান্টিয়ারদের জন্য পুজোর বোনাস বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার । এদিন রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই বোনাস বৃদ্ধির কথা জানানো হয়েছে ।

দুর্গাপুজোর আগে এই বোনাসের ঘোষণা তাঁদের জন্য সুখবর । গত বছর এই অ্যাডহক বোনাস হিসাবে 5300 টাকা করে দিয়েছিল রাজ্য সরকার । এ বছর যে ঘোষণা করা হয়েছে তাতে 6000 টাকা বোনাসের কথা বলা হয়েছে । অর্থাৎ, এটা বলাই যায় যে গত বছরের তুলনায় এবার তাদের উৎসবকালীন ভাতা বা বোনাস বৃদ্ধি পেল । 2020 সালের সেপ্টেম্বর মাসে প্রথম সিভিক ভলান্টিয়ারদের অ্যাডহক বোনাসের কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার ।

Notification of Bonus Hike of Civic Volunteer
সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির বিজ্ঞপ্তি (ইটিভি ভারত)

প্রথম বছর 2000 টাকা উৎসবকালীন ভাতা দিলেও গত বছর তা বাড়িয়ে 5300 টাকা করা হয়েছিল । এ বছর সেটা আরও বেড়ে ছয় হাজার টাকা হল । শতাংশের বিচারে দেখলে সিভিক ভলান্টিয়ারদের ভাতা বৃদ্ধির পরিমাণ 13 শতাংশ । আরেক ক্ষেত্রে শহর থেকে জেলা সকলেই একই হারে উৎসবকালীন ভাতা পাবেন ।

উল্লেখ্য, রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের দৌরাত্ম্য নিয়ে বিভিন্ন সময় অভিযোগ ওঠে । আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত সঞ্জয় রায়ও সিভিক ভলান্টিয়ার। তদন্ত যত এগোচ্ছে ততই প্রকাশ্যে আসছে তার ভয়ঙ্কর সব কাজকর্ম । তার জেরে লালবাজারের তরফে কলকাতা পুলিশের সমস্ত থানার কাছে সিভিক ভলান্টিয়ারদের ক্যারেক্টার সার্টিফিকেট পর্যন্ত চেয়ে পাঠানো হয়েছে । এরই মধ্যে সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাস বাড়াল রাজ্য সরকার । এখন দেখার রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বিরোধী রাজনৈতিক দলগুলি কীভাবে ব্যাখ্যা করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.