পিংলা, 8 এপ্রিল: নিহত বিজেপি কর্মীর বাড়ি গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মৃত শান্তনু ঘোড়ুইয়ের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি ৷ মৃতের মায়ের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। পাশাপাশি বিচারের আশ্বাসও দেন রাজ্য়পাল । তিনি বলেন, "আমরা গরীব মানুষের জন্য লড়াই করব । এই ভোট বুলেটের নয় ব্যালটের হবে ।"
এদিন এক ঝটিকা সফরে কলকাতা থেকে ট্রেনে করে খড়গপুরের উদ্দেশে রওনা দেন রাজ্য়পাল ৷ এরপর খড়গপুর থেকে গাড়িতে করে তিনি পিংলায় গিয়ে পৌঁছন । সেখানে শান্তনুর গ্রামে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন । অন্য়দিকে, রাজ্য়পালকে পেয়ে আশ্বস্ত হন শান্তনু ঘোড়ুইয়ের পরিবার ৷ রাজ্যপালের কাছে বিচারের দাবি জানান তাঁরা ৷ উত্তরে রাজ্য়পাল বলেন, 'বিচার দেওয়ায় আমার কর্তব্য ৷'
গত 22 মার্চ কাজের নাম করে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার বাড়বাসীর বাসিন্দা শান্তনু ঘোড়ুই (32) ৷ স্বাভাবিকভাবে বিকেলের পর এলাকায় তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবার ৷ অবশেষে রাত দশটা নাগাদ থানায় অভিযোগ জানানো হয় ৷ পুলিশ জানায়, জমির ধারে হাতে গামছা বাঁধা অবস্থায় পাওয়া গিয়েছে শান্তনুকে ৷ এরপর খড়গপুর থানায় কয়েক জনের নামে অভিযোগ করতে যায় শান্তনুর পরিবার ৷ বাড়ির লোকের অভিযোগ, সেই সময় পুলিশ তাদের অভিযোগ না-নিয়ে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রাখে থানায় । এরপর বিজেপি প্রার্থী হিরণ পৌছনোর পর অভিযোগ নেয় থানায় । বিজেপি করার অপরাধে শান্তনুকে শাসানো হতো বলেও জানান হয় অভিযোগ পত্রে ৷
রাজ্যপাল সাংবাদিকদের বলেন, "আমি এই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি। এই ঘটনায় একটি সন্তান হারিয়েছে তার বাবাকে। একজন স্ত্রী হারিয়েছেন তাঁর স্বামীকে । খুনি একমাত্র খুনিই হয । খুনি কখনও কোন দলের বা জাতির হতে পারে না এবং তার জায়গা হল একমাত্র জেল ।রাজনৈতিক কারণে মারা গিয়েছে কি না ! তা খতিয়ে দেখবেন তদন্তের দায়িত্বে থাকা আধিকারিকরা । এই ভোট শান্তিপূর্ণ হবে । এ ভোট বুলেটের নয় বরং ব্যালটের মধ্য দিয়েই হবে । দোষীরা কেউই ছাড়া পাবে না ।"
আরও পড়ুন: