জলপাইগুড়ি, 1 এপ্রিল: রবিবারের ঝড়ে ছোট্ট ঈশানের ডান হাত ভেঙে গিয়েছে। সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ঈশান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সোমবার ঝড়ে আহতদের দেখতে ছুটে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঈশানের সঙ্গে বেশ খানিকক্ষণ গল্পও করেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ তারপর ছোট্ট ঈশান করে ফেলে এক আবদার ৷ যা ফেলতে পারলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷
এদিন হাসপাতালে এসে আহতদের সঙ্গে একে একে দেখা করেন রাজ্যপাল ৷ তারপর বিছিনায় শুয়ে থাকা ছোট্ট ঈশানের দিকে এগিয়ে যান তিনি ৷ জিজ্ঞাসা করেন " তোমার নাম কী? কেমন আছো?" উত্তরে ঈশান বলে, "আমি ভালো আছি"। এরপরেই রাজ্যপাল ঈশানকে আদর করে মাথায় হাত বোলান ৷ রাজ্যপালের সঙ্গে আলাপও জুড়ে দেয় সে ৷ এরপর রাজ্যপাল হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ায় পরই অটোগ্রাফের জন্য নাছোড়বান্দা হয়ে পড়ে ঈশান।
ততক্ষণে রাজ্যপাল হাসপাতাল থেকে নেমে চলে এসে গাড়িতে উঠেও বসেছেন। এরপর জলপাইগুড়ি গভ: মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ঈশানের মা পূজা সরকারকে রাজ্যপালের কাছে যাওয়ার জন্য সাহায্য। তিনতলা থেকে নেমে আসেন পূজা দেবী। এরপর গাড়িতে বসেই রাজপাল ছোট্ট ঈশানকে অটোগ্রাফ ও উপহার সামগ্রী দিয়ে পাঠান। রাজ্যপালের অটোগ্রাফ পেয়ে বেজায় খুশি ঈশানও ৷
রাজ্যপাল এদিন হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেন, "প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যে ক্ষতি হয়েছে তা দেখতে এসেছিলাম। প্রচুর বাড়ি ঘর পড়ে গেছে, নষ্ট হয়েছে। কৃষিজমি নষ্ট হয়েছে। মানুষ মারা গিয়েছেন। হাসপাতালে এসে আমি দেখলাম স্বাস্থ্যকর্মীরা খুব ভালো পরিষেবা দিয়েছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক। সরকার ভালো কাজ করেছে। সব ধরনের সাহায্য করা হবে। এখন আমদের সবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময়।"
এদিন জলপাইগুড়ি পুর্ত দফতরের পরিদর্শন কুঠি থেকে বেরিয়ে রাজ্যপাল সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন। ঝড়ে আহত রোগীদের সাথে কথা বলে তাঁদের শারীরিক খোঁজ খবর নেন। সঙ্গে ছিলেন জলপাইগুড়ি গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডা: কল্যান খাঁ-সহ স্বাস্থ্য কর্তারা।
আরও পড়ুন
1. ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি নিয়ে উদ্বিগ্ন শাহ, ফোন মমতাকে
2. 'রিস্ক' নিয়ে কপ্টারে আলিপুরদুয়ার, প্রশাসনকে দুর্গতদের পাশে থাকার নির্দেশ মমতার
3. ঝড়ে আহতদের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দুর মুখে জলপাইগুড়ির হাসপাতালের প্রশংসা