ETV Bharat / state

রাজভবনে বসল রাজ্যপাল বোসের মূর্তি, নিজেই করলেন উন্মোচন - GOVERNOR CV ANANDA BOSE

রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মূর্তি উন্মোচন হল ৷ শনিবার সকালে নিজেই এই মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন রাজ্যপাল ৷

GOVERNOR CV ANANDA BOSE
রাজভবনে উন্মোচিত হল সিভি আনন্দ বোসের মূর্তি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2024, 10:13 AM IST

Updated : Nov 23, 2024, 10:22 AM IST

কলকাতা, 23 নভেম্বর: রাজভবনে বসল রাজ্যপাল সিভি আনন্দ বোসের মূর্তি ৷ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে 23 নভেম্বর অর্থাৎ শনিবার 2 বছর পূর্ণ করলেন সিভি আনন্দ বোস ৷ সেই উপলক্ষে এদিন সকালে রাজভবনে মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন স্বয়ং রাজ্যপাল ৷ শনিবার সকাল 10টা নাগাদ চারাগাছ রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । তারপরে চিত্র প্রদর্শনী এবং বসে আঁকো প্রতিযোগিতার সূচনাতে এই মূর্তির অনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে ।

ভারতীয় জাদুঘরের শিল্পী পার্থ সাহা এক সপ্তাহ ধরে এই মূর্তি তৈরি করেছেন । মূলত, ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে এই মূর্তি ৷ রাজ্যপালকে সরাসরি না-দেখে শুধুমাত্র ছবি দেখে মূর্তিটি তৈরি করেন শিল্পী পার্থ সাহা । সেকারণে বিষয়টি নিয়ে বেশ উৎসাহী শিল্পী ৷

মূর্তি উন্মোচন নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে (ইটিভি ভারত)

এদিকে, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে । কোনও ব্যক্তি জীবিত থাকাকালীন তাঁর মূর্তি কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, তা নিয়ে প্রশ্ন উঠেছে । রাজ্যপালের মূর্তি উন্মোচন নিয়ে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, "এটা খুব লজ্জার বিষয় । বাংলার কৃষ্টি-সংস্কৃতি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে । উনি যে দলের থেকে প্রতিনিধি হয়ে রাজ্যপাল হয়েছেন বা যে দল তাঁকে রাজ্যপাল হিসেবে পাঠিয়েছে, সেই দলের অন্যতম নেতা প্রধানমন্ত্রী নিজের নামেই স্টেডিয়াম তৈরি করেছেন । স্বাভাবিকভাবেই, উনি সেই প্রধানমন্ত্রীকে অনুসরণ করছেন । এছাড়া আর কী বলতে পারি ! দারুণ লজ্জার বিষয় ৷"

অন্যদিকে, সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "এটি একটি অপগণ্ড । রাজভবন আলো করে অপগণ্ড বসে আছেন । এটা আমাদের রাজ্যের পক্ষে দুর্ভাগ্যজনক । মোদি-মমতা-রাজ্যপাল সব নিজেকে ছাড়া কাউকে চেনেন না । এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের রাজ্যের পক্ষে ৷ এছাড়া আর কী বলতে পারি অপগণ্ডকে নিয়ে !"

GOVERNOR CV ANANDA BOSE
নিজেই নিজের মূর্তি উন্মোচন করলেন রাজ্যপাল (নিজস্ব চিত্র)

এদিন, বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর তাঁর অভিজ্ঞতা জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল ৷ দু'বছরের অভিজ্ঞতাকে 'অম্ল মধুর' বলে ব্যাখ্যা করেন তিনি ৷ বলেন, "বাংলার মানুষ ঐতিহ্যে সমৃদ্ধ ৷ কিন্তু রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি খুব খারাপ ৷ রাজনীতিকদের জন্যই এই অবস্থা ৷ যদিও বাংলার মানুষ বিষয়টিকে বেশিদিন মেনে নেবে না ৷"

রাজ্যপালের দ্বিতীয় বর্ষপূর্তির দিনটিকে স্মরণীয় করে রাখতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে রাজভবনের তরফে ৷ শনিবার সকাল 10টায় প্রদর্শনী ও বসে আঁকো প্রতিযোগিতার পর বেলা 12টায় বেসরকারি সংস্থার উদ্যোগে বেশকিছু জিনিসপত্র বিতরণ করা হবে । বিকেল 5টায় রাজভবনের ভিতরেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়, মমতা শঙ্কর, পূর্ণদাস বাউলের মতো বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন ৷

অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রায় 200 জনকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে রাজভবনের তরফে ৷ যদিও সেই তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই বলে জানা গিয়েছে রাজভবন সূত্রে । শুধু তাই নয়, আমন্ত্রিতের তালিকায় কোনও রাজনৈতিক নেতারই নাম নেই বলে জানা গিয়েছে । সূত্রের দাবি, রাজ্যপাল সাংবিধানিক পদাধিকারী ৷ তাই তিনি রাজনীতির বাইরে থাকতে চাইছেন । তবে সিনেমা জগতের কয়েকজন এদিন রাজভবনে উপস্থিতি থাকতে পারেন বলে বৃহস্পতিবার রাতেই বার্তা দিয়েছেন রাজ্যপাল ৷

পড়ুন: আনন্দ বোসের রাজ্যপাল পদে দু'বছর পূর্তিতে রাজভবনে আমন্ত্রিত নন মুখ্যমন্ত্রী

কলকাতা, 23 নভেম্বর: রাজভবনে বসল রাজ্যপাল সিভি আনন্দ বোসের মূর্তি ৷ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে 23 নভেম্বর অর্থাৎ শনিবার 2 বছর পূর্ণ করলেন সিভি আনন্দ বোস ৷ সেই উপলক্ষে এদিন সকালে রাজভবনে মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন স্বয়ং রাজ্যপাল ৷ শনিবার সকাল 10টা নাগাদ চারাগাছ রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । তারপরে চিত্র প্রদর্শনী এবং বসে আঁকো প্রতিযোগিতার সূচনাতে এই মূর্তির অনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে ।

ভারতীয় জাদুঘরের শিল্পী পার্থ সাহা এক সপ্তাহ ধরে এই মূর্তি তৈরি করেছেন । মূলত, ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে এই মূর্তি ৷ রাজ্যপালকে সরাসরি না-দেখে শুধুমাত্র ছবি দেখে মূর্তিটি তৈরি করেন শিল্পী পার্থ সাহা । সেকারণে বিষয়টি নিয়ে বেশ উৎসাহী শিল্পী ৷

মূর্তি উন্মোচন নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে (ইটিভি ভারত)

এদিকে, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে । কোনও ব্যক্তি জীবিত থাকাকালীন তাঁর মূর্তি কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, তা নিয়ে প্রশ্ন উঠেছে । রাজ্যপালের মূর্তি উন্মোচন নিয়ে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, "এটা খুব লজ্জার বিষয় । বাংলার কৃষ্টি-সংস্কৃতি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে । উনি যে দলের থেকে প্রতিনিধি হয়ে রাজ্যপাল হয়েছেন বা যে দল তাঁকে রাজ্যপাল হিসেবে পাঠিয়েছে, সেই দলের অন্যতম নেতা প্রধানমন্ত্রী নিজের নামেই স্টেডিয়াম তৈরি করেছেন । স্বাভাবিকভাবেই, উনি সেই প্রধানমন্ত্রীকে অনুসরণ করছেন । এছাড়া আর কী বলতে পারি ! দারুণ লজ্জার বিষয় ৷"

অন্যদিকে, সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "এটি একটি অপগণ্ড । রাজভবন আলো করে অপগণ্ড বসে আছেন । এটা আমাদের রাজ্যের পক্ষে দুর্ভাগ্যজনক । মোদি-মমতা-রাজ্যপাল সব নিজেকে ছাড়া কাউকে চেনেন না । এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের রাজ্যের পক্ষে ৷ এছাড়া আর কী বলতে পারি অপগণ্ডকে নিয়ে !"

GOVERNOR CV ANANDA BOSE
নিজেই নিজের মূর্তি উন্মোচন করলেন রাজ্যপাল (নিজস্ব চিত্র)

এদিন, বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর তাঁর অভিজ্ঞতা জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল ৷ দু'বছরের অভিজ্ঞতাকে 'অম্ল মধুর' বলে ব্যাখ্যা করেন তিনি ৷ বলেন, "বাংলার মানুষ ঐতিহ্যে সমৃদ্ধ ৷ কিন্তু রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি খুব খারাপ ৷ রাজনীতিকদের জন্যই এই অবস্থা ৷ যদিও বাংলার মানুষ বিষয়টিকে বেশিদিন মেনে নেবে না ৷"

রাজ্যপালের দ্বিতীয় বর্ষপূর্তির দিনটিকে স্মরণীয় করে রাখতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে রাজভবনের তরফে ৷ শনিবার সকাল 10টায় প্রদর্শনী ও বসে আঁকো প্রতিযোগিতার পর বেলা 12টায় বেসরকারি সংস্থার উদ্যোগে বেশকিছু জিনিসপত্র বিতরণ করা হবে । বিকেল 5টায় রাজভবনের ভিতরেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়, মমতা শঙ্কর, পূর্ণদাস বাউলের মতো বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন ৷

অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রায় 200 জনকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে রাজভবনের তরফে ৷ যদিও সেই তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই বলে জানা গিয়েছে রাজভবন সূত্রে । শুধু তাই নয়, আমন্ত্রিতের তালিকায় কোনও রাজনৈতিক নেতারই নাম নেই বলে জানা গিয়েছে । সূত্রের দাবি, রাজ্যপাল সাংবিধানিক পদাধিকারী ৷ তাই তিনি রাজনীতির বাইরে থাকতে চাইছেন । তবে সিনেমা জগতের কয়েকজন এদিন রাজভবনে উপস্থিতি থাকতে পারেন বলে বৃহস্পতিবার রাতেই বার্তা দিয়েছেন রাজ্যপাল ৷

পড়ুন: আনন্দ বোসের রাজ্যপাল পদে দু'বছর পূর্তিতে রাজভবনে আমন্ত্রিত নন মুখ্যমন্ত্রী
Last Updated : Nov 23, 2024, 10:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.