সন্দেশখালির মহিলাদের জন্য মিশন 'সন্তোষ কালী' চালু রাজ্যপালের - সন্দেশখালি
Governor CV Ananda Bose: সন্দেশখালির মহিলাদের জন্য নয়া পদক্ষেপ ৷ এবার রাজভবন থেকে মিশন 'সন্তোষ কালী' চালু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রিপোর্ট কার্ডে মিশন সন্তোষ-কালী কী এবং এর উদ্দেশগুলি স্পষ্ট করে জানিয়েছেন রাজ্যপাল ৷
Published : Feb 20, 2024, 11:36 AM IST
কলকাতা, 20 ফেব্রুয়ারি: কথা রেখে আগেই সন্দেশখালির মহিলাদের জন্য রাজভবনের দরজা খুলে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সোমবার থেকে রাজভবনে তাঁদের জন্য চালু হয়েছে সেফ হোম ৷ এবার সন্দেশখালির মা-বোনেদের জন্য মিশন 'সন্তোষ কালী' চালু করলেন রাজ্যপাল । সোমবার রাজভবনের তরফে বাংলার জনগণের কাছে রাজ্যপালের পঞ্চমতম রিপোর্ট কার্ড প্রকাশ করা হয় । সেই রিপোর্ট কার্ডে মিশন 'সন্তোষ কালী' মিশনের বিষয়ে বলা হয়েছে । তাতে বলা হয় যে রাজ্যপাল চাইছেন, "সন্দেশখালিতে শান্তি ফিরুক । প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অন্ধকার থেকে জেগে উঠুক সন্দেশখালি ৷" সন্দেশখালি থেকে 'সন্তোষ কালী'র বার্তা দিতে চেয়েছেন তিনি । রাজভবনের বেশ কয়েকজন মহিলা কর্মীর উপস্থিতিতে মিশন 'সন্তোষ কালী' চালু করা হয়েছে ।
মিশন সন্তোষ কালী কী?
রাজ্যপাল রিপোর্ট কার্ডে স্পষ্ট লিখেছেন,"নারী শক্তিকে একত্রিত করতে হবে ৷ নারীদের মর্যাদাকে অক্ষুন্ন রাখতে হবে ৷ আত্মনির্ভর ভারত ও বিকশিত ভারতের লক্ষ্য নারীদের উন্নয়ন ৷ নারী শক্তিকে একত্রিত করার প্রচেষ্টার পটভূমিতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালি থেকে পাওয়া রিপোর্ট বিরক্তিকর ৷ নারীর মর্যাদা ও সম্মানের ওপর বেপরোয়া আক্রমণ হচ্ছে সেখানে । ঘটনাগুলি সমগ্র জাতির চোখ খুলে দিয়েছে । আমরা বৈদিক ধারণা নিয়ে গর্ব করি 'যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা' অর্থাৎ যেখানে নারীদের সম্মান করা হয়, সেখানে দেবতারাও আনন্দ করেন । কিন্তু সন্দেশখালিতে নারীদের শ্লীলতাহানি, হয়রানি ও ভীতি প্রদর্শন বা জমি দখল এবং এলাকার নারীদের অসহায়বোধের রিপোর্ট এসেছে । সন্দেশখালির ক্ষতিগ্রস্থদের সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে আমি মিশন সন্তোষ কালীকে ভারতের মহিলাদের মর্যাদা ও সম্মানের উপর ভবিষ্যতের আক্রমণের বিরুদ্ধে একটি ঢাল হিসাবে প্রণয়ন করেছি ।"
এই মিশনের উদ্দেশ্য:
- সুশীল সমাজের মধ্যে সচেতনতা তৈরি করা । নারীর ক্ষমতায়নে প্রচুর ইতিবাচক আর্থ-সামাজিক প্রভাব রয়েছে । নারীর ক্ষমতায়ন অর্থনীতিতে ইন্ধন জোগায়, উৎপাদনশীলতা ও প্রবৃদ্ধি বাড়ায় উন্নয়ন, মানবাধিকার, মানবিক কর্মকাণ্ড এবং শান্তি ও নিরাপত্তার অংশীদার হিসেবে নয় বরং সমান অংশগ্রহণকারী হিসেবে নারী ও পুরুষের মধ্যে সমতা অর্জন সমাজের জন্য বহুমাত্রিক উপকারী ৷
- সমাজে নারীদের সম্মান এবং মর্যাদাকে কার্যকরভাবে রক্ষা করার জন্য ধারণা তৈরি এবং বাস্তবায়নের জন্য একটি প্রধান মিশন হিসাবে কাজ করা ৷
- মহিলাদের অধিকার রক্ষার জন্য এবং তাদের অভ্যন্তরীণ শক্তি উপলব্ধি করার কার্যকর কর্ম পরিকল্পনা এবং বাস্তবায়ন ৷
- নারীর অধিকার নিয়ে আলোচনা করা এবং নারীত্বের উপর প্রকাশ্য ও গোপন আক্রমণের বিরুদ্ধে প্রচারণা চালানোর কার্যকর ওকালতি কার্যক্রম গ্রহণ করা ৷
- সমাজে মহিলাদের উন্নতির জন্য সমস্ত স্টেকহোল্ডারকে একত্রিত করতে হবে ৷
- রাজ্য এবং কেন্দ্রীয় সরকার এবং এনজিওগুলির মধ্যে মহিলাদের সুবিধার জন্য বিভিন্ন স্কিম এবং প্রকল্পের তথ্য প্রচার করুন এবং এর সর্বোত্তম সুবিধা পেতে তাদের হ্যান্ডহোল্ড করুন ৷
- নারীর প্রাপ্য অধিকার নিশ্চিত করে জীবনের সকল ক্ষেত্রে সমতা ও সমান অংশগ্রহণে সক্ষম করুন ৷
- এমন প্রতিষ্ঠান এবং আন্দোলন স্থাপন করুন, যা সমাজে নারীদের কল্যাণ ও মঙ্গলকে উৎসাহিত করবে ।
- নারী অধিকারের ক্ষেত্রে নিয়োজিত নারীদের দেশীয় ও আন্তর্জাতিক বিনিময় কর্মসূচি গ্রহণ করা ।
- সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিন ৷ যাতে বিশ্বের পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতে বিশ্বব্যাপী উপলব্ধ সুবিধাগুলি কাটাতে মহিলাদের সজ্জিত করা যায় ।
- নারীদের মধ্যে দক্ষতা উন্নয়ন যাতে তাদেরকে সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য সজ্জিত করা যায়, যা নারীর কল্যাণ ও কল্যাণকে আরও এগিয়ে নিয়ে যায় ।
আরও পড়ুন: