ETV Bharat / state

সিএএ ভারতীয়দের বিরুদ্ধে নয়, গরিব মানুষের পক্ষে ; মন্তব্য রাজ্যপালের - Governor Bose Reactions on CAA

CV Ananda Bose on CAA: উত্তরপাড়ায় পিএম সূরজ পোর্টালের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে এসে সিএএ নিয়ে মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কথা বললেন মুখ্যমন্ত্রীর সিএএ বিরোধিতা নিয়েও ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 8:31 PM IST

Updated : Mar 13, 2024, 9:13 PM IST

উত্তরপাড়া, 13 মার্চ: সিএএ কোনও ভারতীর নাগরিকের বিরুদ্ধে নয়। বরং আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশে যারা হেনস্তার শিকার তাদের জন্যই এই নাগরিকত্ব আইন আনা হয়েছে। এমনই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । উত্তরপাড়া গণভবনে পিএম সুরজ পোর্টালের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে আসেন তিনি । বুধবার অনুষ্ঠান শেষে সিএএ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, "ভারতে আগত গরিব মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর জন্যই এই চিন্তাভাবনা ।" মুখ্যমন্ত্রীর এই বিষয়ে বিরোধিতা নিয়ে রাজ্যপালের বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত জানানোর অধিকার আছে। এই দেশ বিরোধিতা করার সুযোগ দিয়েছে । উনি আমার সাংবিধানিক সহকর্মী ৷"

পিএম সুরজ পোর্টালের উদ্বোধনে এসে বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোস মোদি জী-র গ্যারান্টির কথা বলেন । তাঁর কথায়,"আমি শপথ নিচ্ছি। নেতাজি সুভাষ, বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব । বাংলার দশ কোটি ভাই বোনেরা আমরা একসঙ্গে গরীবীর বিরুদ্ধে লড়াই লড়ব । আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব। মহান প্রধানমন্ত্রী মোদিজি-র নেতৃত্বে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করব । আর তার হাতিয়ার হবে পিএম সুরজ পোর্টাল ।"

এক ভারত শ্রেষ্ঠ ভারতের বার্তা দিয়ে রাজ্যপাল এদিন বলেন, "ভারত উত্তর-পূর্ব-দক্ষিণ-পশ্চিম, না একটাই ভারত । পিএম সুরজ পোর্টাল হল মোদিজী কী গ্যারান্টি । আমাদের চলার পথে থেমে গেলে হবে না । বিবেকানন্দ বলেছেন, ওঠো জাগো ততক্ষণ থেমো না যতক্ষণ না লক্ষ্যে পৌঁছতে পারো । এতে প্রভাবিত হয়ে ভারত এগিয়ে চলেছে । এই শতাব্দীর সবচেয়ে লোকপ্রিয় যোজনাগুলো যেমন, বেটি বাঁচাও বেটি পড়াও, জন ধন যোজনা, আয়ুষ্মান ভারত, কিষান সম্মান, খেলো ইন্ডিয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা । ভারত ক্ষুধা মুক্ত দেশের দিকে এগিয়ে চলেছে ।"

উত্তরপাড়া, 13 মার্চ: সিএএ কোনও ভারতীর নাগরিকের বিরুদ্ধে নয়। বরং আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশে যারা হেনস্তার শিকার তাদের জন্যই এই নাগরিকত্ব আইন আনা হয়েছে। এমনই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । উত্তরপাড়া গণভবনে পিএম সুরজ পোর্টালের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে আসেন তিনি । বুধবার অনুষ্ঠান শেষে সিএএ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, "ভারতে আগত গরিব মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর জন্যই এই চিন্তাভাবনা ।" মুখ্যমন্ত্রীর এই বিষয়ে বিরোধিতা নিয়ে রাজ্যপালের বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত জানানোর অধিকার আছে। এই দেশ বিরোধিতা করার সুযোগ দিয়েছে । উনি আমার সাংবিধানিক সহকর্মী ৷"

পিএম সুরজ পোর্টালের উদ্বোধনে এসে বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোস মোদি জী-র গ্যারান্টির কথা বলেন । তাঁর কথায়,"আমি শপথ নিচ্ছি। নেতাজি সুভাষ, বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব । বাংলার দশ কোটি ভাই বোনেরা আমরা একসঙ্গে গরীবীর বিরুদ্ধে লড়াই লড়ব । আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব। মহান প্রধানমন্ত্রী মোদিজি-র নেতৃত্বে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করব । আর তার হাতিয়ার হবে পিএম সুরজ পোর্টাল ।"

এক ভারত শ্রেষ্ঠ ভারতের বার্তা দিয়ে রাজ্যপাল এদিন বলেন, "ভারত উত্তর-পূর্ব-দক্ষিণ-পশ্চিম, না একটাই ভারত । পিএম সুরজ পোর্টাল হল মোদিজী কী গ্যারান্টি । আমাদের চলার পথে থেমে গেলে হবে না । বিবেকানন্দ বলেছেন, ওঠো জাগো ততক্ষণ থেমো না যতক্ষণ না লক্ষ্যে পৌঁছতে পারো । এতে প্রভাবিত হয়ে ভারত এগিয়ে চলেছে । এই শতাব্দীর সবচেয়ে লোকপ্রিয় যোজনাগুলো যেমন, বেটি বাঁচাও বেটি পড়াও, জন ধন যোজনা, আয়ুষ্মান ভারত, কিষান সম্মান, খেলো ইন্ডিয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা । ভারত ক্ষুধা মুক্ত দেশের দিকে এগিয়ে চলেছে ।"

আরও পড়ুন :

  1. জানুন, বুঝুন তারপর মন্তব্য করুন ! সিএএ নিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন রাজ্যপাল
  2. উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবনে দেড় ঘণ্টার ব্রাত্য-রাজ্যপাল বৈঠক, কাটল কি জট !
Last Updated : Mar 13, 2024, 9:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.