ETV Bharat / state

দিল্লির বঙ্গভবন 'পরিষ্কার-পরিপাটি' নয়! না-থাকার কারণ দর্শালেন রাজ্যপাল

Governor CV Ananda Bose: এবার দিল্লিতে গিয়ে বঙ্গভবনে থাকলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এরপরেই নানামহলে বঙ্গভবনের পরিকাঠামো নিয়ে জল্পনা শুরু হয় ৷ সেই সবেরই উত্তর দিলেন রাজ্যপাল ৷ জানালেন তাঁর বঙ্গভবনে না থাকার কারণ ৷

Governor CV Ananda Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 4:08 PM IST

বঙ্গভবনে না থাকার কারণ দর্শালেন রাজ্যপাল

কলকাতা, 3 ফেব্রুয়ারি: কলকাতার রাজভবন ছেড়ে দিল্লি গেলে সাধারণত বঙ্গভবনেই ওঠেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানেই রাত্রিযাপন তিনি। কিন্তু, এবার তা হয়নি। রাজ্যপাল বঙ্গভবন ছেড়ে দিল্লিতে নৌসেনার গেস্ট হাউসে উঠেছিলেন। হঠাৎ তাঁর এই স্থান বদল নিয়ে নানামহলে গুঞ্জন শুরু হয়। সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে বঙ্গভবনে না-থাকার কারণ দর্শালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু সেই উত্তর রাজ্যের কাছে এক প্রকার 'অস্বস্তিকর' বটেই। বঙ্গভবন নিয়ে কী এমন বললেন রাজ্যপাল?

রাজভবন সূত্রে পাওয়া গিয়েছে রাজ্যপালের একটি ভিডিয়ো বার্তা ৷ তাতে সিভি আনন্দ বোস বলেন, "আমি বঙ্গভবনে থাকিনি তার কারণ খুব স্পষ্ট ও সহজ । জায়গাটা অবশ্যই ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। পরিষ্কার পরিপাটি করে রাখুন। তা না-করে বঙ্গভবনের সৌন্দর্যনের নামে খোলামকুচির মত টাকা খরচ করবেন না ।"

সূত্রের খবর, বঙ্গভবন নিয়ে গুঞ্জন শুরু হওয়ার মধ্যেই রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় রাজ্যপালের বক্তব্যকে সম্মান জানিয়ে যথাযথ পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন । পূর্তমন্ত্রীর এই সক্রিয়তার প্রশংসাও করেছেন রাজ্যপাল । তিনি বলেছেন, "বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ নয় যে মন্ত্রীকে বিব্রত হতে হবে । কিন্তু, মন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য আমি খুশি। তবে একাংশ আধিকারিকদের গা-ছাড়া মনোভাব বন্ধ হওয়া দরকার ।"

রাজভবনের আর এক সূত্রের দাবি, "গতবার দিল্লি সফরে গিয়ে বঙ্গভবনে নিজের থাকার ঘরের কিছু রদবদল চেয়েছিলেন রাজ্যপাল । সেই রদবদলের কী হবে, তা নিয়ে আধিকারিকরা রাজভবন থেকে একটা লিখিত আবেদন চেয়েছিল । যাতে করে আর্থিক প্রয়োজনের দিকটা সামাল দেওয়া যায় । কারণ সরকারি কাজে অর্থ বরাদ্দ মৌখিকভাবে হয় না । কিন্তু রাজভবনের তরফে কোনও লিখিত চিঠি যায়নি বলেই খবর। আর ঠিক এই কারণেই রাজ্যপাল চাইলেও বঙ্গভবনে তাঁর থাকার ঘরের রদবদল সম্ভব হয়নি ।" তবে রাজ্যপালের এবারের সফর এবং সিভি আনন্দ বোসের বক্তব্যের পর রাজ্য সরকারের পূর্ত দফতরের মন্ত্রীর পদক্ষেপ কতটা বাস্তবায়ন হয়, তা সময়ই বলবে ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালীর ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি, শাহের সঙ্গে দীর্ঘ বৈঠক রাজ্যপালের
  2. 'সাধারণ মানুষের চিন্তা স্বাভাবিক', সিএএ-উদ্বেগ নিয়ে কী মত রাজ্যপালের ?
  3. অপেক্ষা করুন, শেখ শাহজাহানকে শীঘ্রই ধরা হবে; ফের আশ্বস্ত করলেন রাজ‍্যপাল

বঙ্গভবনে না থাকার কারণ দর্শালেন রাজ্যপাল

কলকাতা, 3 ফেব্রুয়ারি: কলকাতার রাজভবন ছেড়ে দিল্লি গেলে সাধারণত বঙ্গভবনেই ওঠেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানেই রাত্রিযাপন তিনি। কিন্তু, এবার তা হয়নি। রাজ্যপাল বঙ্গভবন ছেড়ে দিল্লিতে নৌসেনার গেস্ট হাউসে উঠেছিলেন। হঠাৎ তাঁর এই স্থান বদল নিয়ে নানামহলে গুঞ্জন শুরু হয়। সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে বঙ্গভবনে না-থাকার কারণ দর্শালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু সেই উত্তর রাজ্যের কাছে এক প্রকার 'অস্বস্তিকর' বটেই। বঙ্গভবন নিয়ে কী এমন বললেন রাজ্যপাল?

রাজভবন সূত্রে পাওয়া গিয়েছে রাজ্যপালের একটি ভিডিয়ো বার্তা ৷ তাতে সিভি আনন্দ বোস বলেন, "আমি বঙ্গভবনে থাকিনি তার কারণ খুব স্পষ্ট ও সহজ । জায়গাটা অবশ্যই ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। পরিষ্কার পরিপাটি করে রাখুন। তা না-করে বঙ্গভবনের সৌন্দর্যনের নামে খোলামকুচির মত টাকা খরচ করবেন না ।"

সূত্রের খবর, বঙ্গভবন নিয়ে গুঞ্জন শুরু হওয়ার মধ্যেই রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় রাজ্যপালের বক্তব্যকে সম্মান জানিয়ে যথাযথ পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন । পূর্তমন্ত্রীর এই সক্রিয়তার প্রশংসাও করেছেন রাজ্যপাল । তিনি বলেছেন, "বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ নয় যে মন্ত্রীকে বিব্রত হতে হবে । কিন্তু, মন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য আমি খুশি। তবে একাংশ আধিকারিকদের গা-ছাড়া মনোভাব বন্ধ হওয়া দরকার ।"

রাজভবনের আর এক সূত্রের দাবি, "গতবার দিল্লি সফরে গিয়ে বঙ্গভবনে নিজের থাকার ঘরের কিছু রদবদল চেয়েছিলেন রাজ্যপাল । সেই রদবদলের কী হবে, তা নিয়ে আধিকারিকরা রাজভবন থেকে একটা লিখিত আবেদন চেয়েছিল । যাতে করে আর্থিক প্রয়োজনের দিকটা সামাল দেওয়া যায় । কারণ সরকারি কাজে অর্থ বরাদ্দ মৌখিকভাবে হয় না । কিন্তু রাজভবনের তরফে কোনও লিখিত চিঠি যায়নি বলেই খবর। আর ঠিক এই কারণেই রাজ্যপাল চাইলেও বঙ্গভবনে তাঁর থাকার ঘরের রদবদল সম্ভব হয়নি ।" তবে রাজ্যপালের এবারের সফর এবং সিভি আনন্দ বোসের বক্তব্যের পর রাজ্য সরকারের পূর্ত দফতরের মন্ত্রীর পদক্ষেপ কতটা বাস্তবায়ন হয়, তা সময়ই বলবে ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালীর ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি, শাহের সঙ্গে দীর্ঘ বৈঠক রাজ্যপালের
  2. 'সাধারণ মানুষের চিন্তা স্বাভাবিক', সিএএ-উদ্বেগ নিয়ে কী মত রাজ্যপালের ?
  3. অপেক্ষা করুন, শেখ শাহজাহানকে শীঘ্রই ধরা হবে; ফের আশ্বস্ত করলেন রাজ‍্যপাল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.