ETV Bharat / state

'সাধারণ মানুষের চিন্তা স্বাভাবিক', সিএএ-উদ্বেগ নিয়ে কী মত রাজ্যপালের ? - সিভি আনন্দ বোস

Governor on CAA: সিএএ নিয়ে সাধারাণ মানুযের মনে দেখা দিয়েছে উদ্বেগ ৷ সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তাঁর মতে, সিএএ নিয়ে সাধারণ মানুষের চিন্তা হওয়া স্বাভাবিক ৷ মানুষের উদ্বেগ প্রকাশের অধিকার রয়েছে ৷

Governor CV Ananda Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 5:04 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: লোকসভা নির্বাচনের আগে আবারও সিএএ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই উত্তরবঙ্গ সফর থেকে রাজ্যের মানুষকে আশ্বস্ত করেছেন ৷ তিনি বলেছেন, কোনওভাবেই সিএএ, এনআরসি হতে দেবেন না । অন্যদিকে বিজেপি নেতারা বলছেন, সিএএ লাগু হবেই । যা নিয়ে সাধারণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে । সেই উদ্বেগ স্বাভাবিক বলেই জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, "মানুষের অধিকার আছে তাঁদের নিজের কথা, উদ্বেগের কথা বলার । সরকারি স্তরে, জাতীয় স্তরে যা ঘটছে, তা নিয়েও সাধারণের মতামত প্রকাশ করার অধিকার আছে । গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র নিজের পদক্ষেপ করতেই পারে ।"

উল্লেখ্য, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "ভোট এগিয়ে আসতেই ক্যা ক্যা শুরু করেছে । সিএএ নিয়ে লাফালাফি করলে হবে না । এনআরসি হবে না । সবাই নাগরিক । তাই সবাই ভোট দিতে পারেন । নাগরিক না হলে ভোটাধিকার থাকত না ।"

অন্যদিকে, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য সিএএ ও এনআরসি লাগু করার বিরোধিতা করে বলেন, "সিএএ সম্পর্কিত কমিটির চেয়ারম্যান ছিলাম । তিন বছর আমি দায়িত্বে থাকার সময় এই ইস্যুটি আসে । এর একটা দীর্ঘ ইতিহাস আছে । এটা এক কথার মধ্যে দিয়ে করা সম্ভব নয় । আইনের ধারা উপধারা এসব তৈরি করার বিষয় আছে । এগুলো বাস্তবায়নের রুল কী ? যার ভিত্তিতে সিএএ ও এনআরসি হবে । এটা হল ভোটের সিএএ, ভোটের এনআরসি । প্রতিবার ভোটের আগে আসবে ।"

এ দিকে ধর্মতলা মেয়ো রোড ও গান্ধি মূর্তির চারপাশের এলাকায় তৃণমূলের পতাকার কারণে দৃশ্যদূষণ হচ্ছে বলে অভিযোগ ৷ সে নিয়ে রাজ্যপালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "মিডিয়া এই দৃশ্যদূষণের ছবি নিতে পারে । সংবাদমাধ্যমের থেকেই বিষয়টি জেনেছি । এটা নিয়ে অভিযোগ এলে আইন মেনে পদক্ষেপ করা হতে পারে ।"

আরও পড়ুন:

  1. 'আগামী এক সপ্তাহের মধ্যে দেশজুড়ে লাগু হবে সিএএ', দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের
  2. বিজেপির মুখে সিএএ-র কথা আসলে ভোটের রাজনীতি, দাবি মমতার
  3. বিজেপি নেতাদের সিএএ লাগুর ঘোষণা আদতে 'কুমির ছানা' দেখানো, কটাক্ষ তৃণমূলের

কলকাতা, 30 জানুয়ারি: লোকসভা নির্বাচনের আগে আবারও সিএএ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই উত্তরবঙ্গ সফর থেকে রাজ্যের মানুষকে আশ্বস্ত করেছেন ৷ তিনি বলেছেন, কোনওভাবেই সিএএ, এনআরসি হতে দেবেন না । অন্যদিকে বিজেপি নেতারা বলছেন, সিএএ লাগু হবেই । যা নিয়ে সাধারণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে । সেই উদ্বেগ স্বাভাবিক বলেই জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, "মানুষের অধিকার আছে তাঁদের নিজের কথা, উদ্বেগের কথা বলার । সরকারি স্তরে, জাতীয় স্তরে যা ঘটছে, তা নিয়েও সাধারণের মতামত প্রকাশ করার অধিকার আছে । গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র নিজের পদক্ষেপ করতেই পারে ।"

উল্লেখ্য, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "ভোট এগিয়ে আসতেই ক্যা ক্যা শুরু করেছে । সিএএ নিয়ে লাফালাফি করলে হবে না । এনআরসি হবে না । সবাই নাগরিক । তাই সবাই ভোট দিতে পারেন । নাগরিক না হলে ভোটাধিকার থাকত না ।"

অন্যদিকে, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য সিএএ ও এনআরসি লাগু করার বিরোধিতা করে বলেন, "সিএএ সম্পর্কিত কমিটির চেয়ারম্যান ছিলাম । তিন বছর আমি দায়িত্বে থাকার সময় এই ইস্যুটি আসে । এর একটা দীর্ঘ ইতিহাস আছে । এটা এক কথার মধ্যে দিয়ে করা সম্ভব নয় । আইনের ধারা উপধারা এসব তৈরি করার বিষয় আছে । এগুলো বাস্তবায়নের রুল কী ? যার ভিত্তিতে সিএএ ও এনআরসি হবে । এটা হল ভোটের সিএএ, ভোটের এনআরসি । প্রতিবার ভোটের আগে আসবে ।"

এ দিকে ধর্মতলা মেয়ো রোড ও গান্ধি মূর্তির চারপাশের এলাকায় তৃণমূলের পতাকার কারণে দৃশ্যদূষণ হচ্ছে বলে অভিযোগ ৷ সে নিয়ে রাজ্যপালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "মিডিয়া এই দৃশ্যদূষণের ছবি নিতে পারে । সংবাদমাধ্যমের থেকেই বিষয়টি জেনেছি । এটা নিয়ে অভিযোগ এলে আইন মেনে পদক্ষেপ করা হতে পারে ।"

আরও পড়ুন:

  1. 'আগামী এক সপ্তাহের মধ্যে দেশজুড়ে লাগু হবে সিএএ', দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের
  2. বিজেপির মুখে সিএএ-র কথা আসলে ভোটের রাজনীতি, দাবি মমতার
  3. বিজেপি নেতাদের সিএএ লাগুর ঘোষণা আদতে 'কুমির ছানা' দেখানো, কটাক্ষ তৃণমূলের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.