ETV Bharat / state

সরকারি রাস্তা দখল করে ঘিরে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বারাসতের স্থানীয় ক্লাব - Government Road Encroachment

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 28, 2024, 7:04 PM IST

Government Road Encroachment in Barasat: খাতায় কলমে সরকারি রাস্তা ! অথচ সেই রাস্তাই দখল করে ঘিরে দেওয়ার অভিযোগ । কাঠগড়ায় বারাসতের স্থানীয় একটি ক্লাব । সব জেনেও কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ পুর প্রশাসনের বিরুদ্ধে ।

Government Road Encroachment
সরকারি রাস্তা দখলের অভিযোগ ক্লাবের বিরুদ্ধে (নিজস্ব ছবি)

বারাসত, 28 জুলাই: খাতায় কলমে এখনও সরকারি রাস্তা ৷ পুরসভার ম‍্যাপেও তার উল্লেখ রয়েছে । অথচ, সেই সরকারি রাস্তা দখল করে দু'দিক ঘিরে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি ক্লাবের বিরুদ্ধে । যার জেরে সেই রাস্তা দিয়ে এখন আর মানুষ যাতায়াত করতে পারেন না । ঘটনাটি বারাসত পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ।

দিনের আলোতে সরকারি রাস্তা দখল ! (ইটিভি ভারত)

প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী যেখানে সরকারি জায়গা দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছেন । সেখানে কীভাবে একটি সরকারি রাস্তা দিনের পর দিন নিজেদের স্বার্থে দখল করে রেখেছেন ক্লাব কর্তৃপক্ষ ? পুরসভা কিংবা প্রশাসনই বা কেন হাত গুটিয়ে বসে আছে ? এ নিয়ে অবশ্য পুর কর্তৃপক্ষের দিকেই আঙুল তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা । তাঁরা চাইছেন প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করুক ৷ সাধারণ মানুষের স্বার্থে ফিরিয়ে দেওয়া হোক রাস্তা ৷

এই বিষয়ে টিঙ্কু পোদ্দার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, "একসময় সরকারি এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম আমরা । বাচ্চারাও খেলাধুলা করত মাঠে । কিন্তু এখন না যাতায়াত করা যায় রাস্তা দিয়ে ৷ আর না খেলাধুলা করতে পারে বাচ্চারা । সবসময়ই মাঠের গেট বন্ধ থাকে ৷ পুরসভার ম‍্যাপে এটি রাস্তা হিসেবেই দেখে এসেছি আমরা ৷ তারপরও ক্লাব কর্তৃপক্ষ এই রাস্তা দখল করে রেখেছে ৷ এতে পাড়ার লোকজনের খুব সমস্যা হচ্ছে । পুরসভার উচিত এ নিয়ে কোনও পদক্ষেপ করা ।"

Government Road Encroachment
সরকারি রাস্তা দখল করে ঘিরে দেওয়ার অভিযোগ (নিজস্ব ছবি)

সবকিছু জেনেও পুর কর্তৃপক্ষ কেন কোনও উদ্যোগ নিচ্ছে না তা নিয়েও আক্ষেপ রয়েছে এলাকাবাসীর মধ্যে । একই সুর শোনা গিয়েছে অরুণ প্রসাদ নামে আরেক বাসিন্দার গলাতেও । তাঁর কথায়, "একপ্রকার জোর জবরদস্তি করেই রাস্তা দখল করে রেখেছে ক্লাব কর্তৃপক্ষ ৷ যেটা সম্পূর্ণ বেআইনি কাজ ৷ আমার কাছে রাস্তার যাবতীয় কাগজপত্রও রয়েছে ৷ কীভাবে দিনের পর দিন সরকারি রাস্তা দখল করে রাখতে পারে কোনও ক্লাব, সেটাই বুঝে উঠতে পারছি না ৷ উপর মহলের কারও মদত নিশ্চয় রয়েছে ৷ তা না হলে এটা কখনও হতে পারে না ।"

যদিও রাস্তা দখলের অভিযোগ মানতে চাননি ক্লাব কর্তৃপক্ষ । নিজেদের স্বপক্ষে যুক্তি খাঁড়া করেছে তারা । ক্লাবের সম্পাদক রবীন শূর বলেন, "আমরাই যে দখল করে রেখেছি সেটা আগে তো দেখাতে হবে । মাপজোক করে সঠিক পদ্ধতিতে যদি রাস্তা বের করতে পারে । আমাদের তাতে কোনও অসুবিধা নেই । ক্লাবের কী স্বার্থ রয়েছে, যে রাস্তা দখল করতে যাবে ? সাধারণের জন‍্যই তো ওখানে যাবতীয় ব্যবস্থা । এটা ঠিক যে রাস্তার প্রয়োজনীয়তা আছে । পুরসভা যদি এগিয়ে এসে আলোচনা করে । আমাদের মাঠের অংশ বুঝিয়ে দিতে পারে সেটা সবার পক্ষেই ভালো । শুধু পুরসভার ম‍্যাপ আর অভিযোগ করলেই হবে না । সেটা প্রমাণও করে দেখাতে হবে ।"

Government Road Encroachment
34 নম্বর জাতীয় সড়কের পাশেই সুভাষ ময়দান (নিজস্ব ছবি)

জনগণের ক্ষোভের আঁচ পেয়ে দ্রুত বিষয়টির সমাধান করার আশ্বাস দিয়েছে পুর কর্তৃপক্ষ ৷ এই বিষয়ে পুরসভার পুর পারিষদ (রাস্তা) অরুণ ভৌমিক বলেন, "ওই রাস্তা উদ্ধারের একবার চেষ্টা হয়েছিল । আমি নিজে উদ্যোগ নিয়ে সেখানে বেআইনি কংক্রিটের দেওয়ালও ভেঙে দিয়েছিলাম ৷ রাতারাতি আবারও সরকারি রাস্তার জমিতে বেআইনি নির্মাণ করেছে ক্লাব কর্তৃপক্ষ । বিষয়টি আমাদের নজরে এসেছে ৷ দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করা হবে ৷ মানুষের স্বার্থে রাস্তা দখলমুক্ত করতে বদ্ধপরিকর পুরসভা ।"

বারাসতের কলোনি মোড় সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কের পাশেই সুভাষ ময়দান । বিশাল আকৃতি জুড়ে এই মাঠটির দায়িত্বে রয়েছে সুভাষ ইনস্টিটিউট ক্লাব ৷ আগে মাঠটি খোলামেলা থাকলেও বর্তমানে তার চারপাশ ঘিরে দেওয়া হয়েছে লোহার কাঠামো দিয়ে । মাঠের একদিকের শেষপ্রান্তে রয়েছে সরকারি এই রাস্তা । সেই রাস্তা কমবেশি 12 থেকে 14 ফুটের । পুরসভার যে ম‍্যাপ রয়েছে তাতেও রেকর্ড রয়েছে রাস্তার ।

Government Road Encroachment
খাতায় কলমে সরকারি রাস্তার উল্লেখ (নিজস্ব ছবি)

স্থানীয় সূত্রে খবর, মাঠের চারপাশ ঘিরে দেওয়ার আগে সাধারণ মানুষ এই রাস্তা দিয়েই যাতায়াত করতেন । সহজেই তাঁরা যেতে পারতেন কাছের নবপল্লী এলাকায় । কিন্তু এখন সেসব অতীত ! মানুষ আর সেই রাস্তা ব‍্যবহার করতে পারেন না বলে অভিযোগ । এর নেপথ্যে রয়েছে ক্লাব কর্তৃপক্ষের 'তুঘলকি' আচরণ ।

অভিযোগ, রাতের অন্ধকারে কাউকে কিছু না জানিয়ে সরকারি রাস্তার দু'দিক দখল করে ঘিরে দেওয়া হয়েছে । শুধু ঘিরে দেওয়াই নয় ! রাস্তার জমিতে কংক্রিটের দেওয়াল তুলে রীতিমতো খেলোয়াড়দের বসার 'টেন্ট'-ও করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ, যা সম্পূর্ণ বেআইনি বলেই অভিযোগ উঠেছে । এ দিকে, রাস্তা বরাবর দু'দিকে লোহার গেটও বসিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে । যার মধ্যে একটি গেট তালা দিয়ে সবসময় আটকানো থাকে বলে অভিযোগ ।

ফলে কেউ চাইলেও সেই রাস্তা দিয়ে যাবেন তার 'জো' নেই ! শেষে উপায় না দেখে বাধ্য হয়েই ঘুরপথে নবপল্লী সার্কুলার রোড হয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার লোকজনকে । কিন্তু সরকারি রাস্তা থাকা সত্ত্বেও কেন সাধারণ মানুষ সেই রাস্তা ব‍্যবহার করতে পারবেন না ? কেনই বা এলাকাবাসীকে ঘুরপথে অন্য দিক থেকে যাতায়াত করতে হবে ? সব জেনেও প্রশাসন কেন নিশ্চুপ ? তাহলে কী ক্লাব কর্তৃপক্ষের মাথায় প্রভাবশালী কারও হাত রয়েছে ? সেকারণেই কী সরকারি রাস্তা দখল করার সাহস পাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ ? এমনই সব প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে বিভিন্ন মহলে ।

বারাসত, 28 জুলাই: খাতায় কলমে এখনও সরকারি রাস্তা ৷ পুরসভার ম‍্যাপেও তার উল্লেখ রয়েছে । অথচ, সেই সরকারি রাস্তা দখল করে দু'দিক ঘিরে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি ক্লাবের বিরুদ্ধে । যার জেরে সেই রাস্তা দিয়ে এখন আর মানুষ যাতায়াত করতে পারেন না । ঘটনাটি বারাসত পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ।

দিনের আলোতে সরকারি রাস্তা দখল ! (ইটিভি ভারত)

প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী যেখানে সরকারি জায়গা দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছেন । সেখানে কীভাবে একটি সরকারি রাস্তা দিনের পর দিন নিজেদের স্বার্থে দখল করে রেখেছেন ক্লাব কর্তৃপক্ষ ? পুরসভা কিংবা প্রশাসনই বা কেন হাত গুটিয়ে বসে আছে ? এ নিয়ে অবশ্য পুর কর্তৃপক্ষের দিকেই আঙুল তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা । তাঁরা চাইছেন প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করুক ৷ সাধারণ মানুষের স্বার্থে ফিরিয়ে দেওয়া হোক রাস্তা ৷

এই বিষয়ে টিঙ্কু পোদ্দার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, "একসময় সরকারি এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম আমরা । বাচ্চারাও খেলাধুলা করত মাঠে । কিন্তু এখন না যাতায়াত করা যায় রাস্তা দিয়ে ৷ আর না খেলাধুলা করতে পারে বাচ্চারা । সবসময়ই মাঠের গেট বন্ধ থাকে ৷ পুরসভার ম‍্যাপে এটি রাস্তা হিসেবেই দেখে এসেছি আমরা ৷ তারপরও ক্লাব কর্তৃপক্ষ এই রাস্তা দখল করে রেখেছে ৷ এতে পাড়ার লোকজনের খুব সমস্যা হচ্ছে । পুরসভার উচিত এ নিয়ে কোনও পদক্ষেপ করা ।"

Government Road Encroachment
সরকারি রাস্তা দখল করে ঘিরে দেওয়ার অভিযোগ (নিজস্ব ছবি)

সবকিছু জেনেও পুর কর্তৃপক্ষ কেন কোনও উদ্যোগ নিচ্ছে না তা নিয়েও আক্ষেপ রয়েছে এলাকাবাসীর মধ্যে । একই সুর শোনা গিয়েছে অরুণ প্রসাদ নামে আরেক বাসিন্দার গলাতেও । তাঁর কথায়, "একপ্রকার জোর জবরদস্তি করেই রাস্তা দখল করে রেখেছে ক্লাব কর্তৃপক্ষ ৷ যেটা সম্পূর্ণ বেআইনি কাজ ৷ আমার কাছে রাস্তার যাবতীয় কাগজপত্রও রয়েছে ৷ কীভাবে দিনের পর দিন সরকারি রাস্তা দখল করে রাখতে পারে কোনও ক্লাব, সেটাই বুঝে উঠতে পারছি না ৷ উপর মহলের কারও মদত নিশ্চয় রয়েছে ৷ তা না হলে এটা কখনও হতে পারে না ।"

যদিও রাস্তা দখলের অভিযোগ মানতে চাননি ক্লাব কর্তৃপক্ষ । নিজেদের স্বপক্ষে যুক্তি খাঁড়া করেছে তারা । ক্লাবের সম্পাদক রবীন শূর বলেন, "আমরাই যে দখল করে রেখেছি সেটা আগে তো দেখাতে হবে । মাপজোক করে সঠিক পদ্ধতিতে যদি রাস্তা বের করতে পারে । আমাদের তাতে কোনও অসুবিধা নেই । ক্লাবের কী স্বার্থ রয়েছে, যে রাস্তা দখল করতে যাবে ? সাধারণের জন‍্যই তো ওখানে যাবতীয় ব্যবস্থা । এটা ঠিক যে রাস্তার প্রয়োজনীয়তা আছে । পুরসভা যদি এগিয়ে এসে আলোচনা করে । আমাদের মাঠের অংশ বুঝিয়ে দিতে পারে সেটা সবার পক্ষেই ভালো । শুধু পুরসভার ম‍্যাপ আর অভিযোগ করলেই হবে না । সেটা প্রমাণও করে দেখাতে হবে ।"

Government Road Encroachment
34 নম্বর জাতীয় সড়কের পাশেই সুভাষ ময়দান (নিজস্ব ছবি)

জনগণের ক্ষোভের আঁচ পেয়ে দ্রুত বিষয়টির সমাধান করার আশ্বাস দিয়েছে পুর কর্তৃপক্ষ ৷ এই বিষয়ে পুরসভার পুর পারিষদ (রাস্তা) অরুণ ভৌমিক বলেন, "ওই রাস্তা উদ্ধারের একবার চেষ্টা হয়েছিল । আমি নিজে উদ্যোগ নিয়ে সেখানে বেআইনি কংক্রিটের দেওয়ালও ভেঙে দিয়েছিলাম ৷ রাতারাতি আবারও সরকারি রাস্তার জমিতে বেআইনি নির্মাণ করেছে ক্লাব কর্তৃপক্ষ । বিষয়টি আমাদের নজরে এসেছে ৷ দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করা হবে ৷ মানুষের স্বার্থে রাস্তা দখলমুক্ত করতে বদ্ধপরিকর পুরসভা ।"

বারাসতের কলোনি মোড় সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কের পাশেই সুভাষ ময়দান । বিশাল আকৃতি জুড়ে এই মাঠটির দায়িত্বে রয়েছে সুভাষ ইনস্টিটিউট ক্লাব ৷ আগে মাঠটি খোলামেলা থাকলেও বর্তমানে তার চারপাশ ঘিরে দেওয়া হয়েছে লোহার কাঠামো দিয়ে । মাঠের একদিকের শেষপ্রান্তে রয়েছে সরকারি এই রাস্তা । সেই রাস্তা কমবেশি 12 থেকে 14 ফুটের । পুরসভার যে ম‍্যাপ রয়েছে তাতেও রেকর্ড রয়েছে রাস্তার ।

Government Road Encroachment
খাতায় কলমে সরকারি রাস্তার উল্লেখ (নিজস্ব ছবি)

স্থানীয় সূত্রে খবর, মাঠের চারপাশ ঘিরে দেওয়ার আগে সাধারণ মানুষ এই রাস্তা দিয়েই যাতায়াত করতেন । সহজেই তাঁরা যেতে পারতেন কাছের নবপল্লী এলাকায় । কিন্তু এখন সেসব অতীত ! মানুষ আর সেই রাস্তা ব‍্যবহার করতে পারেন না বলে অভিযোগ । এর নেপথ্যে রয়েছে ক্লাব কর্তৃপক্ষের 'তুঘলকি' আচরণ ।

অভিযোগ, রাতের অন্ধকারে কাউকে কিছু না জানিয়ে সরকারি রাস্তার দু'দিক দখল করে ঘিরে দেওয়া হয়েছে । শুধু ঘিরে দেওয়াই নয় ! রাস্তার জমিতে কংক্রিটের দেওয়াল তুলে রীতিমতো খেলোয়াড়দের বসার 'টেন্ট'-ও করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ, যা সম্পূর্ণ বেআইনি বলেই অভিযোগ উঠেছে । এ দিকে, রাস্তা বরাবর দু'দিকে লোহার গেটও বসিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে । যার মধ্যে একটি গেট তালা দিয়ে সবসময় আটকানো থাকে বলে অভিযোগ ।

ফলে কেউ চাইলেও সেই রাস্তা দিয়ে যাবেন তার 'জো' নেই ! শেষে উপায় না দেখে বাধ্য হয়েই ঘুরপথে নবপল্লী সার্কুলার রোড হয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার লোকজনকে । কিন্তু সরকারি রাস্তা থাকা সত্ত্বেও কেন সাধারণ মানুষ সেই রাস্তা ব‍্যবহার করতে পারবেন না ? কেনই বা এলাকাবাসীকে ঘুরপথে অন্য দিক থেকে যাতায়াত করতে হবে ? সব জেনেও প্রশাসন কেন নিশ্চুপ ? তাহলে কী ক্লাব কর্তৃপক্ষের মাথায় প্রভাবশালী কারও হাত রয়েছে ? সেকারণেই কী সরকারি রাস্তা দখল করার সাহস পাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ ? এমনই সব প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে বিভিন্ন মহলে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.