কলকাতা, 12 জুন: ফের ব্যর্থ সোনা পাচারের চেষ্টা ৷ ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার 4টি সোনার বিস্কুট ৷ বাজেয়াপ্ত সোনার ওজন 554.9 গ্রাম ৷ যার বাজার মূল্য 39.74 লক্ষ টাকা । ঘটনাটি ঘটেছে নদিয়ায় ৷ দক্ষিণবঙ্গের 32 ব্যাটালিয়নের সীমান্ত চৌকি বনপুরের বিএসএফ জওয়ানরা সোনা পাচারের চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছেন । বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জওয়ানরা এই সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করেন ।
জানা গিয়েছে, চোরাকারবারীরা সোনার বিস্কুটগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল । নদিয়া জেলার সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতের মাটিতে ছুড়ে ফেলা হয়েছিল সোনাগুলি । কিন্তু তা বাজেয়াপ্ত করে বিএসএফ । বাজেয়াপ্ত সোনার বিস্কুট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বনপুর কাস্টম স্টেশনে হস্তান্তর করা হয়েছে ।
বিএসএফ সূত্রে খবর, সোনা পাচারের তথ্য আগে থেকেই ছিল জওয়ানদের কাছে ৷ সেই গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহজনক এলাকায় অভিযান চালান বিএসএফ জওয়ানরা । অতর্কিত হামলার সময় জওয়ানরা 4 জন চোরাকারবারীর গতিবিধি পর্যবেক্ষণ করেন । যার মধ্যে 2 জন চোরাকারবারী সোনার চালান নিয়ে কাঁটাতারের কাছে পৌঁছনোর চেষ্টা করছিল । কিন্তু বিএসএফ অভিযানের ইঙ্গিত পেয়ে তাড়াহুড়ো করে বেড়ার উপর সোনা ছুড়ে দিয়ে দৌড়তে শুরু করে তারা ৷ জওয়ানরা চোরাকারবারীদের দিকে ছুটে গেলেও সকলে পালিয়ে বাংলাদেশের দিকে চলে যায় । এরপর ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি প্যাকেট পাওয়া যায় । প্যাকেট খুলে সেখান থেকে 4টি সোনার বিস্কুট উদ্ধার করা হয় ।
দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফের জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য জওয়ানদের এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন । তিনি চোরাচালানের বিরুদ্ধে বিএসএফ-এর অভিযানের উপর জোর দিয়েছেন । তিনি সীমান্তের বাসিন্দাদের বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বর 14419 বা 9903472227 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে সোনা চোরাচালান সংক্রান্ত যে কোনও তথ্য জানাতে অনুরোধ করেছেন । সুনির্দিষ্ট তথ্যের জন্য উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলেও জনসংযোগ আধিকারিক জানিয়েছেন এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বিএসএফের তরফে ।
ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার সোনার বিস্কুট, আটক এক ভারতীয় মহিলা