বাগদা, 7 ফেব্রুয়ারি: সীমান্ত থেকে এপারে উড়ে এল সেনার বাট ৷ বাংলাদেশ থেকে ভারতে পাচার করতেই ছুড়ে ফেলা হয়েছিল এই বাট ৷ উদ্ধার হওয়া সোনার বাটটির ওজন 1 কেজি 200 গ্রামের মতো ৷ যার বাজারমূল্য আনুমানিক 75 লক্ষ টাকা ৷ বাজেয়াপ্ত সোনার বাট বাগদা কাস্টমস অফিসের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ বাংলাদেশ থেকে কাঁটাতারের উপর দিয়ে ছুড়ে দিয়ে ভারতে পাচারের চেষ্টা চলছিল সোনার বাটগুলি ৷
ঘটনা প্রসঙ্গেই বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র জানান, আগে থেকেই বিএসএফের গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল সোনা পাচারের ৷ তাই আগে থেকেই জওয়ানরা সতর্ক ছিল। সোমবার গভীর রাতে ওই নির্দিষ্ট এলাকা কিছু সন্দেহজনক ঘটনা চোখে পড়ে টহলরত জওয়ানদের ৷ দেখা যায় এক বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে কাঁটাতরের উপর দিয়ে ভারতের একটি ছোট ব্যাগ ছুড়ে ফেলেছে। ঘটনাটি জওয়ানদের চোখে পড়তেই তার পাচারকারীদের ধাওয়া করে। ধরা পড়ার ভয়ে চোরাকারবারি পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি করে একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়। সেটি থেকেই সোনার বাটগুলি উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধার হওয়া সোনার বারের মূল্য 74 লক্ষ 82 হাজার টাকা ৷
বিএসএফের সাফল্যে উচ্ছ্বসিত ডিআইজি শ্রী একে আর্য ৷ ঘটনাপ্রসঙ্গেই তিনি বলেন, "কুখ্যাত চোরাকারবারিরা গরিব ও নিরীহ মানুষকে অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে। বড় চোরাচালান চক্র সরাসরি চোরাচালানের সঙ্গে জড়ায় না, তারা গরিব মানুষকে টার্গেট করে। টাকার বিনিময়ে তাদের দিয়ে পাচার করায় ৷ সীমান্তে বসবাসকারী মানুষের কাছে আবেদন করেছেন সচেতন থাকতে ৷" পাশাপাশি সোনা চোরাচালান সম্পর্কিত কোনও তথ্য জানানোর জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ৷ চোরাচালান সম্পর্কিত তথ্যের জানাতে বিএসএফের সীমা সাথী হেল্পলাইন নম্বর 144199-এ সেই তথ্য দিতে পারেন। এছাড়াও সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার আরও একটি নম্বর 990347227 চালু করেছে ৷ চোরাচালান সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ করে পাঠানোর জন্য। সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কারের পরিমাণ দেওয়া হবে ৷ তার পরিচয় গোপন রাখা হবে।
আরও পড়ুন: