ETV Bharat / state

কাঁকুড়গাছির লোহাপট্টিতে বিধ্বংসী আগুন, নেভাতে হিমশিম খেল দমকলের 20 ইঞ্জিন - Major Fire at Kankurgachi - MAJOR FIRE AT KANKURGACHI

Major Fire at Kankurgachi: কাঁকুড়গাছির লোহাপট্টিতে বিধ্বংসী আগুন লাগল গতকাল গভীর রাতে ৷ আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের 20টি ইঞ্জিন ৷ প্রায় 9 ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷

ETV BHARAT
কাঁকুড়গাছির লোহাপট্টিতে বিধ্বংসী আগুন (নিজস্ব ভিডিয়ো)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2024, 1:14 PM IST

কলকাতা, 22 অগস্ট: বুধবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে কাঁকুরগাছির লোহাপট্টিতে । আগুন নেভাতে দফায় দফায় ঘটনাস্থলে যায় দমকলের 20টি ইঞ্জিন ৷ সকালের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে ৷ এখন কুলিংয়ের প্রক্রিয়া চলছে । তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি ।

কাঁকুড়গাছির লোহাপট্টিতে বিধ্বংসী আগুন (নিজস্ব ভিডিয়ো)

জানা গিয়েছে, কারখানাগুলিতে প্লাস্টিক ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । দাউ দাউ করে আকাশ ছোঁয় আগুনের লেলিহান শিখা ৷ আতঙ্কে স্থানীয়দের অনেকেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন । খবর দেওয়া হয় দমকলকে ৷ তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলের অধিকারিকদের ।

স্থানীয়দের একাংশের দাবি, রাত একটা থেকে দেড়টার মধ্যে আগুন লাগে । তবে দমকল পৌঁছয় ফোন করার সঙ্গে সঙ্গেই । মধ্যরাত থেকে সকাল পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চলে । তবে সকাল আটটাতেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি । সেই সময় দমকলের তরফে জানানো হয়, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে ৷ প্রায় 9 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও কিছু জায়গায় পকেট ফায়ার থেকে যায় । সেগুলোকেও নিভিয়ে চলে এলাকা ঠান্ডা করার কাজ ৷

স্থানীয়রা জানিয়েছেন, মোট তিনটি ধাপে দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় । প্রথম ধাপে আসে 5টি ইঞ্জিন । এর পরে দুটি ধাপে আরও 15টি ইঞ্জিন পৌঁছয় । রাতভর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন । কিন্তু, ঘিঞ্জি এলাকা হওয়ায় কাজ করতে সমস্যায় পড়েন দমকল বাহিনীর সদস্যরা ।

শহরে কারখানায় আগুন লাগার ঘটনা চলতি মাসে এই নিয়ে ঘটল দ্বিতীয়বার । উলটোডাঙায় প্লাইউডের গুদামে আগুন লাগার পর, এবার কাঁকুড়গাছির লোহাপট্টি । গত মাসে গিরিশ পার্ক থানার কাছে ছাতুবাবু বাজার এলাকাতেও একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ৷

কলকাতা, 22 অগস্ট: বুধবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে কাঁকুরগাছির লোহাপট্টিতে । আগুন নেভাতে দফায় দফায় ঘটনাস্থলে যায় দমকলের 20টি ইঞ্জিন ৷ সকালের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে ৷ এখন কুলিংয়ের প্রক্রিয়া চলছে । তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি ।

কাঁকুড়গাছির লোহাপট্টিতে বিধ্বংসী আগুন (নিজস্ব ভিডিয়ো)

জানা গিয়েছে, কারখানাগুলিতে প্লাস্টিক ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । দাউ দাউ করে আকাশ ছোঁয় আগুনের লেলিহান শিখা ৷ আতঙ্কে স্থানীয়দের অনেকেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন । খবর দেওয়া হয় দমকলকে ৷ তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলের অধিকারিকদের ।

স্থানীয়দের একাংশের দাবি, রাত একটা থেকে দেড়টার মধ্যে আগুন লাগে । তবে দমকল পৌঁছয় ফোন করার সঙ্গে সঙ্গেই । মধ্যরাত থেকে সকাল পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চলে । তবে সকাল আটটাতেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি । সেই সময় দমকলের তরফে জানানো হয়, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে ৷ প্রায় 9 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও কিছু জায়গায় পকেট ফায়ার থেকে যায় । সেগুলোকেও নিভিয়ে চলে এলাকা ঠান্ডা করার কাজ ৷

স্থানীয়রা জানিয়েছেন, মোট তিনটি ধাপে দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় । প্রথম ধাপে আসে 5টি ইঞ্জিন । এর পরে দুটি ধাপে আরও 15টি ইঞ্জিন পৌঁছয় । রাতভর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন । কিন্তু, ঘিঞ্জি এলাকা হওয়ায় কাজ করতে সমস্যায় পড়েন দমকল বাহিনীর সদস্যরা ।

শহরে কারখানায় আগুন লাগার ঘটনা চলতি মাসে এই নিয়ে ঘটল দ্বিতীয়বার । উলটোডাঙায় প্লাইউডের গুদামে আগুন লাগার পর, এবার কাঁকুড়গাছির লোহাপট্টি । গত মাসে গিরিশ পার্ক থানার কাছে ছাতুবাবু বাজার এলাকাতেও একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.