ETV Bharat / state

ধনেখালিতে লকেটকে ঘিরে গো-ব্যাক স্লোগান, পালটা রিগিংয়ের অভিযোগ বিজেপি প্রার্থীর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে হুগলির ধনেখালিতে গো-ব্যাক স্লোগান উঠল ৷ তৃণমূলের অভিযোগ, শান্তিতে ভোট হচ্ছিল ৷ লকেট উত্তেজনা তৈরি করেছেন ৷ লকেটের পালটা দাবি, তৃণমূলের রিগিংয়ের প্রতিবাদ করাতেই গোলমাল হয় ৷

Lok Sabha Election 2024
হুগলির ধনেখালিতে গোলমাল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 2:04 PM IST

ধনেখালি, 20 মে: রিগিং নাকি গোলমাল পাকানোর চেষ্টা ! অভিযোগ, পাল্টা অভিযোগে সোমবার সরগরম হয়ে উঠল হুগলির ধনেখালি ৷ সেখানকার মুইদীপুর প্রাথমিক বিদ্যালয়ে 107 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস রিগিং করে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছেন বলে অভিযোগ তুললেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ অন্যদিকে ধনেখালির বিধায়ক তৃণমূল কংগ্রেসের অসীমা পাত্রর পালটা দাবি, শান্তিতেই ভোট হচ্ছিল ৷ গোলমাল করেছেন লকেট ৷ তিনি দলবল নিয়ে এসে তৃণমূলের ক্যাম্পে ভাঙচুর চালিয়েছেন ৷

ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ দু’পক্ষের মধ্যে ঝামেলা বেঁধে যায় ৷ লকেট ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী-সমর্থকরা ৷ তাঁদের অভিযোগ, পাঁচ বছর আগে এই বুথে এসে ইভিএম ভেঙেছিলেন লকেট চট্টোপাধ্য়ায় ৷ এ দিনও সেই কাজই করতে আসেন ৷ শান্তিপূর্ণ পরিস্থিতি বিঘ্নিত করাই ছিল লকেটের উদ্দেশ্য ৷ প্রথমে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷

ঘটনাস্থল থেকেই নির্বাচন কমিশনের কাছে ফোন করে অভিযোগ জানান লকেট চট্টোপাধ্য়ায় ৷ পরে নির্বাচন কমিশনের কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে যায় ৷ দু’পক্ষের কর্মী-সমর্থকদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয় ৷ লকেট চট্টোপাধ্য়ায়ও ওই বুথ থেকে বেরিয়ে আসেন ৷ তার পর পরিস্থিতি শান্ত হয় ৷

লকেটের দাবি, 2019 সালের ভোটেও এই বুথে গোলমাল হয়েছিল ৷ এখানে তৃণমূল রিগিং করেছিল ৷ এবারও তাই হচ্ছে ৷ তিনি এসে বাধা দিতেই পালটা গোলমাল করে তৃণমূল ৷ পুরো ঘটনার দায় তিনি চাপিয়ে দেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসীমা পাত্রর উপর ৷ যদিও লকেটের দাবি, এখানে ভোট । সহায়তা কেন্দ্রের নামে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে । এর প্রতিবাদ করায় তৃণমূল গন্ডগোল পাকাচ্ছে ।

অসীমা পাত্র অভিযোগ করেন, লকেট চট্টোপাধ্যায় নাটক করছেন । গতবারে এই ধরনের নাটক করেই গন্ডগোল পাকিয়েছিলেন এখানে । এবারে ফের আবারও উত্তেজনা পরিস্থিতি তৈরি করছেন বুথে । ধনেখালি থেকে কোনোভাবেই লকেট জয়লাভ করবেন না । সেই কথা জেনেই এই ধরনের ঘটনা ঘটছে ৷

আরও পড়ুন:

  1. দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 48.41 শতাংশ, এগিয়ে আরামবাগ ; পঞ্চম দফা সরাসরি...
  2. ভোটের আগে উত্তপ্ত খানাকুলে আহত একাধিক, আরামবাগে জখম 3 তৃণমূল কর্মী
  3. শ্লীলতাহানির অভিযোগ আইটিবিপি জওয়ানের বিরুদ্ধে, রিপোর্ট চাইল কমিশন

ধনেখালি, 20 মে: রিগিং নাকি গোলমাল পাকানোর চেষ্টা ! অভিযোগ, পাল্টা অভিযোগে সোমবার সরগরম হয়ে উঠল হুগলির ধনেখালি ৷ সেখানকার মুইদীপুর প্রাথমিক বিদ্যালয়ে 107 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস রিগিং করে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছেন বলে অভিযোগ তুললেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ অন্যদিকে ধনেখালির বিধায়ক তৃণমূল কংগ্রেসের অসীমা পাত্রর পালটা দাবি, শান্তিতেই ভোট হচ্ছিল ৷ গোলমাল করেছেন লকেট ৷ তিনি দলবল নিয়ে এসে তৃণমূলের ক্যাম্পে ভাঙচুর চালিয়েছেন ৷

ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ দু’পক্ষের মধ্যে ঝামেলা বেঁধে যায় ৷ লকেট ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী-সমর্থকরা ৷ তাঁদের অভিযোগ, পাঁচ বছর আগে এই বুথে এসে ইভিএম ভেঙেছিলেন লকেট চট্টোপাধ্য়ায় ৷ এ দিনও সেই কাজই করতে আসেন ৷ শান্তিপূর্ণ পরিস্থিতি বিঘ্নিত করাই ছিল লকেটের উদ্দেশ্য ৷ প্রথমে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷

ঘটনাস্থল থেকেই নির্বাচন কমিশনের কাছে ফোন করে অভিযোগ জানান লকেট চট্টোপাধ্য়ায় ৷ পরে নির্বাচন কমিশনের কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে যায় ৷ দু’পক্ষের কর্মী-সমর্থকদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয় ৷ লকেট চট্টোপাধ্য়ায়ও ওই বুথ থেকে বেরিয়ে আসেন ৷ তার পর পরিস্থিতি শান্ত হয় ৷

লকেটের দাবি, 2019 সালের ভোটেও এই বুথে গোলমাল হয়েছিল ৷ এখানে তৃণমূল রিগিং করেছিল ৷ এবারও তাই হচ্ছে ৷ তিনি এসে বাধা দিতেই পালটা গোলমাল করে তৃণমূল ৷ পুরো ঘটনার দায় তিনি চাপিয়ে দেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসীমা পাত্রর উপর ৷ যদিও লকেটের দাবি, এখানে ভোট । সহায়তা কেন্দ্রের নামে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে । এর প্রতিবাদ করায় তৃণমূল গন্ডগোল পাকাচ্ছে ।

অসীমা পাত্র অভিযোগ করেন, লকেট চট্টোপাধ্যায় নাটক করছেন । গতবারে এই ধরনের নাটক করেই গন্ডগোল পাকিয়েছিলেন এখানে । এবারে ফের আবারও উত্তেজনা পরিস্থিতি তৈরি করছেন বুথে । ধনেখালি থেকে কোনোভাবেই লকেট জয়লাভ করবেন না । সেই কথা জেনেই এই ধরনের ঘটনা ঘটছে ৷

আরও পড়ুন:

  1. দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 48.41 শতাংশ, এগিয়ে আরামবাগ ; পঞ্চম দফা সরাসরি...
  2. ভোটের আগে উত্তপ্ত খানাকুলে আহত একাধিক, আরামবাগে জখম 3 তৃণমূল কর্মী
  3. শ্লীলতাহানির অভিযোগ আইটিবিপি জওয়ানের বিরুদ্ধে, রিপোর্ট চাইল কমিশন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.