ETV Bharat / state

আরজি করের বিচারের দাবিতে 'গ্লোবাল প্রোটেস্ট' বিশ্বের 30 দেশে - Global Protest for RG Kar - GLOBAL PROTEST FOR RG KAR

'Global Protest' to Demand Justice for RG Kar: গ্লোবাল প্রোটেস্ট মঞ্চ তৈরি করে এবার আরজি কর ইস্যুতে প্রতিবাদে প্রবাসী ভারতীয়রা ৷ আমেরিকা, ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া-সহ বিশ্বের একাধিক দেশের 30টি দেশের প্রবাসী ভারতীয়রা এই প্রতিবাদ মঞ্চ গড়ে তুলেছেন ৷

'Global Protest' to Demand Justice for RG Kar
আরজি করের বিচারের দাবিতে 'গ্লোবাল প্রোটেস্ট' বিশ্বের 26টি শহরে ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2024, 6:27 PM IST

হুগলি, 9 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের প্রতিবাদ ও সুবিচারের দাবি রাজ্য তথা দেশের সীমানা ছাড়িয়ে এখন বিদেশেও ৷ এবার সেই দাবিকে আরও জোরালো করতে 'গ্লোবাল প্রোটেস্ট' নামে একটি মঞ্চ গঠন করা হয়েছে ৷ যেখানে আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি-সহ বিশ্বের 30টি দেশের প্রবাসী ভারতীয় আন্দোলনে সামিল হয়েছেন ৷ ভারতীয় সময় 8 সেপ্টেম্বর বিকেল পাঁচটায় বিভিন্ন পার্কে শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হন প্রবাসী ভারতীয়রা ৷

আরজি করের বিচারের দাবিতে 'গ্লোবাল প্রোটেস্ট' বিশ্বের 26 শহরে (নিজস্ব ভিডিয়ো)

বিভিন্ন দেশ থেকে সোশাল মিডিয়ার মাধ্যমে এই প্রতিবাদের সরাসরি সম্প্রচার করেন 'গ্লোবাল প্রোটেস্ট' মঞ্চের উদ্যোক্তারা ৷ তাঁরা বার্তা দিয়েছেন, দ্রুত তদন্ত শেষ করে আরজি করের নির্যাতিতা চিকিৎসককে সুবিচার দিতে হবে ৷ পাশাপাশি, মহিলাদের উপর বাড়তে থাকা অত্যাচারের বিরুদ্ধে সরকার যাতে কঠোর ব্যবস্থা নেয়, সেই বার্তাও দেন প্রবাসী ভারতীয়রা ৷

আমেরিকার টেক্সাস শহরে স্যান অ্যান্টনিও বেঙ্গলি কালচার কমিটি পক্ষ থেকে আরজি করের নির্যাতিতার সুবিচারে দাবিতে প্রতিবাদ জানানো হয় ৷ টেক্সাসের হেলোটাস ফিটনেস পার্কে 50-60 জন প্রবাসী ভারতীয় জমায়েত করেন ৷ তাঁরা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হন ৷ গান গেয়ে প্রতিবাদ জানান তাঁরা ৷ তাঁদের বক্তব্যে উঠে আসে, "ভারতের বিভিন্ন প্রান্তে যে সকল মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, তাঁদের বিচার দিতে হবে ৷ আর এই বিচারের দাবিতে মহিলাদের পাশাপাশি, পুরুষদের এগিয়ে আসতে হবে ৷"

উল্লেখ্য, 'গ্লোবাল প্রোটেস্ট' মঞ্চ তৈরি হওয়ার আগেও অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসীরা প্রতিবাদে সরব হয়েছেন আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে ৷ অস্ট্রেলিয়ার পারথে 'বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া'র তরফে প্রতিবাদ জানানো হয় ৷ সেখানে মোমবাতি মিছিল করেন প্রবাসী বাঙালি তথা ভারতীয়রা ৷ অন্যদিকে, টেক্সাসে কর্মরত ভারতীয় চিকিৎসকরা মোমবাতি জ্বালিয়ে আরজি করের সুবিচারের দাবিতে একত্রিত হন ৷ মহিলা চিকিৎসকদের সংখ্যাটা সেখানে সবচেয়ে বেশি ছিল ৷

হুগলি, 9 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের প্রতিবাদ ও সুবিচারের দাবি রাজ্য তথা দেশের সীমানা ছাড়িয়ে এখন বিদেশেও ৷ এবার সেই দাবিকে আরও জোরালো করতে 'গ্লোবাল প্রোটেস্ট' নামে একটি মঞ্চ গঠন করা হয়েছে ৷ যেখানে আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি-সহ বিশ্বের 30টি দেশের প্রবাসী ভারতীয় আন্দোলনে সামিল হয়েছেন ৷ ভারতীয় সময় 8 সেপ্টেম্বর বিকেল পাঁচটায় বিভিন্ন পার্কে শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হন প্রবাসী ভারতীয়রা ৷

আরজি করের বিচারের দাবিতে 'গ্লোবাল প্রোটেস্ট' বিশ্বের 26 শহরে (নিজস্ব ভিডিয়ো)

বিভিন্ন দেশ থেকে সোশাল মিডিয়ার মাধ্যমে এই প্রতিবাদের সরাসরি সম্প্রচার করেন 'গ্লোবাল প্রোটেস্ট' মঞ্চের উদ্যোক্তারা ৷ তাঁরা বার্তা দিয়েছেন, দ্রুত তদন্ত শেষ করে আরজি করের নির্যাতিতা চিকিৎসককে সুবিচার দিতে হবে ৷ পাশাপাশি, মহিলাদের উপর বাড়তে থাকা অত্যাচারের বিরুদ্ধে সরকার যাতে কঠোর ব্যবস্থা নেয়, সেই বার্তাও দেন প্রবাসী ভারতীয়রা ৷

আমেরিকার টেক্সাস শহরে স্যান অ্যান্টনিও বেঙ্গলি কালচার কমিটি পক্ষ থেকে আরজি করের নির্যাতিতার সুবিচারে দাবিতে প্রতিবাদ জানানো হয় ৷ টেক্সাসের হেলোটাস ফিটনেস পার্কে 50-60 জন প্রবাসী ভারতীয় জমায়েত করেন ৷ তাঁরা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হন ৷ গান গেয়ে প্রতিবাদ জানান তাঁরা ৷ তাঁদের বক্তব্যে উঠে আসে, "ভারতের বিভিন্ন প্রান্তে যে সকল মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, তাঁদের বিচার দিতে হবে ৷ আর এই বিচারের দাবিতে মহিলাদের পাশাপাশি, পুরুষদের এগিয়ে আসতে হবে ৷"

উল্লেখ্য, 'গ্লোবাল প্রোটেস্ট' মঞ্চ তৈরি হওয়ার আগেও অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসীরা প্রতিবাদে সরব হয়েছেন আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে ৷ অস্ট্রেলিয়ার পারথে 'বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া'র তরফে প্রতিবাদ জানানো হয় ৷ সেখানে মোমবাতি মিছিল করেন প্রবাসী বাঙালি তথা ভারতীয়রা ৷ অন্যদিকে, টেক্সাসে কর্মরত ভারতীয় চিকিৎসকরা মোমবাতি জ্বালিয়ে আরজি করের সুবিচারের দাবিতে একত্রিত হন ৷ মহিলা চিকিৎসকদের সংখ্যাটা সেখানে সবচেয়ে বেশি ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.