ETV Bharat / state

ল্যাবের ভুল রিপোর্ট ! অল্পের জন্য প্রাণে বাঁচল নাবালিকা, হাসপাতালে বিক্ষোভ পরিবারের - Negligence in Lab

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 8:11 PM IST

Updated : Jul 5, 2024, 8:39 PM IST

Negligence in Lab: ল্যাবরেটরির ভুল রিপোর্টের কারণে ভুল চিকিৎসা চলছিল বলে অভিযোগ ৷ পরে হাসপাতাল থেকে নার্সিংহোমে ভর্তি করে জানা যায় যে, নাবালিকার পেটে অ্যাপেনডিক্স বার্স্ট করেছে ৷ যদিও অল্পের জন্য প্রাণে বেঁচেছে নাবালিকা ৷ এই ঘটনায় হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার ৷

ETV BHARAT
অল্পের জন্য প্রাণে বাঁচল নাবালিকা (নিজস্ব চিত্র)

তারকেশ্বর, 5 জুলাই: ল্যাবরেটরির ভুল রিপোর্টের উপর ভিত্তি করেই চলছিল চিকিৎসা ! তার জেরে পেটে অ্যাপেনডিক্স বার্স্ট করে গেল 11 বছরের এক নাবালিকার ৷ এমনই অভিযোগ রোগীর আত্মীয়দের ৷ পরে তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল থেকে নাবালিকাকে নার্সিংহোমে ভর্তি করার পর অল্পের জন্য তার প্রাণ রক্ষা পেয়েছে ৷ এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন রোগীর আত্মীয়রা ।

ভুল রিপোর্ট ঘিরে তরজা (ইটিভি ভারত)

তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের ঘটনা । নাবালিকার নাম অনন্যা সাউ । অভিযোগ, তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের অধীনে থাকা পিপিপি মডেল ল্যাবে ভুল রিপোর্টের ভিত্তিতে নাবালিকার চিকিৎসা চলছিল তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে । তবে অবস্থার অবনতি হওয়ায় ওই নাবালিকাকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করার পর জানা যায়, তার অ্যাপেনডিক্স বার্স্ট করেছে । যদিও হাসপাতালের ল্যাবের রিপোর্টে অ্যাপেনডিক্সের কোনও উল্লেখই ছিল না ৷ নার্সিংহোমের চিকিৎসকদের তৎপরতায় প্রাণে বেঁচে যায় ওই নাবালিকা । এখনও সে নার্সিংহোমে চিকিৎসাধীন ৷

রোগীর আত্মীয়দের অভিযোগ, তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের অধীনে থাকা পিপিপি ল্যাব থেকে ভুল ইউএসজি রিপোর্ট দেওয়া হয়েছিল । ইউএসজি রিপোর্টে বলা হয়েছিল, ওই নাবালিকার লিভার বড় হয়ে যাওয়ায় সে অসুস্থ হয়ে পড়েছে । পরে ওই রিপোর্ট ভুল বলে প্রমাণিত হয় । অন্য রিপোর্টে দেখা যায়, অ্যাপেন্ডিক্সের সমস্যা ওই নাবালিকার । ভুল রিপোর্টের কথা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন নাবালিকার আত্মীয়রা । তাঁরা তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ-এর অফিসে বিক্ষোভ দেখান । পাশপাশি, ল্যাবে তালা লাগিয়ে দেন নাবালিকার আত্মীয়রা । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, পেটের যন্ত্রণার কারণে গত শুক্রবার তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ওই নাবালিকাকে । শনিবার সকালে ইউএসজি করাতে বলেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক । সেই রিপোর্টের ভিত্তিতেই চিকিৎসা করেন চিকিৎসকরা । কিন্তু নাবালিকা সুস্থ হওয়ার বদলে তার অবস্থার আরও অবনতি হতে থাকে ৷ এর পর আর কোনও ঝুঁকি না-নিয়ে নাবালিকাকে রেফার করে দেন হাসপাতালের চিকিৎসক । নাবালিকাকে নার্সিংহোমে ভর্তি করার পর আসল রিপোর্ট সামনে আসে । অল্পের জন্য প্রাণে বাঁচে ওই নাবালিকা ।

তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ সৌভিক দাস জানান, "অভিযোগ দায়ের করা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । রিপোর্টে পার্থক্য আছে কি না তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে ।"

তারকেশ্বর, 5 জুলাই: ল্যাবরেটরির ভুল রিপোর্টের উপর ভিত্তি করেই চলছিল চিকিৎসা ! তার জেরে পেটে অ্যাপেনডিক্স বার্স্ট করে গেল 11 বছরের এক নাবালিকার ৷ এমনই অভিযোগ রোগীর আত্মীয়দের ৷ পরে তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল থেকে নাবালিকাকে নার্সিংহোমে ভর্তি করার পর অল্পের জন্য তার প্রাণ রক্ষা পেয়েছে ৷ এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন রোগীর আত্মীয়রা ।

ভুল রিপোর্ট ঘিরে তরজা (ইটিভি ভারত)

তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের ঘটনা । নাবালিকার নাম অনন্যা সাউ । অভিযোগ, তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের অধীনে থাকা পিপিপি মডেল ল্যাবে ভুল রিপোর্টের ভিত্তিতে নাবালিকার চিকিৎসা চলছিল তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে । তবে অবস্থার অবনতি হওয়ায় ওই নাবালিকাকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করার পর জানা যায়, তার অ্যাপেনডিক্স বার্স্ট করেছে । যদিও হাসপাতালের ল্যাবের রিপোর্টে অ্যাপেনডিক্সের কোনও উল্লেখই ছিল না ৷ নার্সিংহোমের চিকিৎসকদের তৎপরতায় প্রাণে বেঁচে যায় ওই নাবালিকা । এখনও সে নার্সিংহোমে চিকিৎসাধীন ৷

রোগীর আত্মীয়দের অভিযোগ, তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের অধীনে থাকা পিপিপি ল্যাব থেকে ভুল ইউএসজি রিপোর্ট দেওয়া হয়েছিল । ইউএসজি রিপোর্টে বলা হয়েছিল, ওই নাবালিকার লিভার বড় হয়ে যাওয়ায় সে অসুস্থ হয়ে পড়েছে । পরে ওই রিপোর্ট ভুল বলে প্রমাণিত হয় । অন্য রিপোর্টে দেখা যায়, অ্যাপেন্ডিক্সের সমস্যা ওই নাবালিকার । ভুল রিপোর্টের কথা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন নাবালিকার আত্মীয়রা । তাঁরা তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ-এর অফিসে বিক্ষোভ দেখান । পাশপাশি, ল্যাবে তালা লাগিয়ে দেন নাবালিকার আত্মীয়রা । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, পেটের যন্ত্রণার কারণে গত শুক্রবার তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ওই নাবালিকাকে । শনিবার সকালে ইউএসজি করাতে বলেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক । সেই রিপোর্টের ভিত্তিতেই চিকিৎসা করেন চিকিৎসকরা । কিন্তু নাবালিকা সুস্থ হওয়ার বদলে তার অবস্থার আরও অবনতি হতে থাকে ৷ এর পর আর কোনও ঝুঁকি না-নিয়ে নাবালিকাকে রেফার করে দেন হাসপাতালের চিকিৎসক । নাবালিকাকে নার্সিংহোমে ভর্তি করার পর আসল রিপোর্ট সামনে আসে । অল্পের জন্য প্রাণে বাঁচে ওই নাবালিকা ।

তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ সৌভিক দাস জানান, "অভিযোগ দায়ের করা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । রিপোর্টে পার্থক্য আছে কি না তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে ।"

Last Updated : Jul 5, 2024, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.