ETV Bharat / state

মেদিনীপুরের মেস থেকে উদ্ধার ছাত্রীর দেহ ! তদন্তে পুলিশ - Suiside Student

Student Body recovered: মেসের দরজা ভেঙে ছাত্রীর দেহ উদ্ধার করল পুলিশ ৷ তিনি কি আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

ETV Bharat
মেস থেকে ছাত্রীর দেহ উদ্ধার
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 1:23 PM IST

মেদিনীপুর, 18 ফেব্রুয়ারি: মেস থেকে উদ্ধার হল ছাত্রীর মৃতদেহ ৷ মৃতার বাড়ি সবং থানার বাসুলিয়া গ্রামে ৷ 2022 সালের নভেম্বর মাস থেকে মেদিনীপুরের শহরের মির বাজারে মেদিনীপুর ছাত্রী নিবাস নামে মেসে থাকতেন ওই ছাত্রী ৷

এক ছাত্রী অন্বেষা মেদিনীপুর কলেজের ছাত্রী ৷ শনিবার রাতে দরজা খুলে ঝুলন্ত দেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ ৷ ওই রুমে আরও দু'জন থাকতেন ৷ তাঁরা একদিন আগেই বাড়ি চলে যান ৷ সূত্র অনুযায়ী, এদিন সন্ধ্যা থেকে দরজা বন্ধ করে ঘরের ভিতরে ছিল ছাত্রী ৷ এরপর রাতে খাওয়ার সময় তাঁকে অন্য রুমে থাকা মেসের ছাত্রীরা ডাকাডাকি করতে যায় ৷ তখন তাঁরা দেখেন ভিতর থেকে দরজা বন্ধ ৷

দরজা সামান্য ফাঁক করে ওই ছাত্রীরা চিৎকার চ্যাঁচামেচি শুরু করে ৷ এই ঘটনায় মেস মালিক আসে ৷ পুলিশে খবর দেওয়া হয় ৷ প্রথমে ডাকাডাকি করে কোনও সাড়া না-পেয়ে তারপর পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢোকে ৷ ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় ৷ তবে ঠিক কী কারণে মৃত্যু, তা তদন্ত করে দেখছে কোতোয়ালি থানার পুলিশ ৷

ওই ছাত্রীর রুমমেট অবশ্য জানিয়েছেন, ছাত্রীটি শান্ত ও মিশুকে স্বভাবের ছিল ৷ ঘটনার আগে তিনি রাত পর্যন্ত তাঁরা সবাই গল্পগুজব করেছেন ৷ তিনি জানান, ওই ছাত্রী এক বন্ধুর সঙ্গে দীর্ঘসময় গল্প করতেন ৷ অন্যদিকে এই ছাত্রী নিবাসের মালিক কর্তৃপক্ষ জানায়, তারা বাকি ছাত্রীদের চ্যাঁচামেচির কথা শুনে দৌড়ে আসে ৷ তারপরেই তারা পুলিশের খবর দেয় ৷ পুলিশ দরজা ভেঙে দেহ উদ্ধার করে ৷ মেসে এর আগে কখনও এই ধরনের ঘটনা ঘটেনি ৷

আরও পড়ুন:

  1. 36 তলা আবাসনের নীচ থেকে উদ্ধার মহিলার রক্তান্ত দেহ, আত্মহত্যা বলে অনুমান পুলিশের
  2. বিচ্ছেদের পর লেখা 327 ফুটের সুইসাইড নোটই দীর্ঘতম প্রেমপত্র, বাংলার অনবদ্য পত্র উপন্যাস
  3. পার্ক সার্কাসে মা উড়ালপুলের রেলিংয়ে উঠে আত্মহত্যার হুমকি ! কয়েকঘণ্টার চেষ্টায় উদ্ধার যুবক

মেদিনীপুর, 18 ফেব্রুয়ারি: মেস থেকে উদ্ধার হল ছাত্রীর মৃতদেহ ৷ মৃতার বাড়ি সবং থানার বাসুলিয়া গ্রামে ৷ 2022 সালের নভেম্বর মাস থেকে মেদিনীপুরের শহরের মির বাজারে মেদিনীপুর ছাত্রী নিবাস নামে মেসে থাকতেন ওই ছাত্রী ৷

এক ছাত্রী অন্বেষা মেদিনীপুর কলেজের ছাত্রী ৷ শনিবার রাতে দরজা খুলে ঝুলন্ত দেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ ৷ ওই রুমে আরও দু'জন থাকতেন ৷ তাঁরা একদিন আগেই বাড়ি চলে যান ৷ সূত্র অনুযায়ী, এদিন সন্ধ্যা থেকে দরজা বন্ধ করে ঘরের ভিতরে ছিল ছাত্রী ৷ এরপর রাতে খাওয়ার সময় তাঁকে অন্য রুমে থাকা মেসের ছাত্রীরা ডাকাডাকি করতে যায় ৷ তখন তাঁরা দেখেন ভিতর থেকে দরজা বন্ধ ৷

দরজা সামান্য ফাঁক করে ওই ছাত্রীরা চিৎকার চ্যাঁচামেচি শুরু করে ৷ এই ঘটনায় মেস মালিক আসে ৷ পুলিশে খবর দেওয়া হয় ৷ প্রথমে ডাকাডাকি করে কোনও সাড়া না-পেয়ে তারপর পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢোকে ৷ ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় ৷ তবে ঠিক কী কারণে মৃত্যু, তা তদন্ত করে দেখছে কোতোয়ালি থানার পুলিশ ৷

ওই ছাত্রীর রুমমেট অবশ্য জানিয়েছেন, ছাত্রীটি শান্ত ও মিশুকে স্বভাবের ছিল ৷ ঘটনার আগে তিনি রাত পর্যন্ত তাঁরা সবাই গল্পগুজব করেছেন ৷ তিনি জানান, ওই ছাত্রী এক বন্ধুর সঙ্গে দীর্ঘসময় গল্প করতেন ৷ অন্যদিকে এই ছাত্রী নিবাসের মালিক কর্তৃপক্ষ জানায়, তারা বাকি ছাত্রীদের চ্যাঁচামেচির কথা শুনে দৌড়ে আসে ৷ তারপরেই তারা পুলিশের খবর দেয় ৷ পুলিশ দরজা ভেঙে দেহ উদ্ধার করে ৷ মেসে এর আগে কখনও এই ধরনের ঘটনা ঘটেনি ৷

আরও পড়ুন:

  1. 36 তলা আবাসনের নীচ থেকে উদ্ধার মহিলার রক্তান্ত দেহ, আত্মহত্যা বলে অনুমান পুলিশের
  2. বিচ্ছেদের পর লেখা 327 ফুটের সুইসাইড নোটই দীর্ঘতম প্রেমপত্র, বাংলার অনবদ্য পত্র উপন্যাস
  3. পার্ক সার্কাসে মা উড়ালপুলের রেলিংয়ে উঠে আত্মহত্যার হুমকি ! কয়েকঘণ্টার চেষ্টায় উদ্ধার যুবক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.