ETV Bharat / state

পারিবারিক অশান্তির জেরে শ্বশুরবাড়িতে ভাঙচুরের অভিযোগ গৃহবধূর পরিবারের বিরুদ্ধে - House Vandalised in Howrah - HOUSE VANDALISED IN HOWRAH

House Vandalised in Howrah Over Family Dispute: স্বামী-স্ত্রীর অশান্তির জেরে বাড়ি ও গাড়ি ভাঙচুরের অভিযোগ মেয়ের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৷ এমনই অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইলে ৷ অভিযোগ স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে সালিশিসভা ডেকে মেটানোর নামে সমস্যা বাড়িয়ে তোলা হয় ৷ এরপরেই কয়েকশো লোকজন নিয়ে মেয়ের পরিবারের সদস্যরা হামলা চালান বলে অভিযোগ ৷

ETV BHARAT
পারিবারিক অশান্তির জেরে শ্বশুরবাড়িতে ভাঙচুরের অভিযোগ গৃহবধূর পরিবারের বিরুদ্ধে ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 9:05 PM IST

সাঁকরাইল, 9 জুলাই: স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির জেরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার সাঁকরাইলের শুলাটি এলাকায় ৷ বাড়িতে সালিশি সভার নামে প্রায় একশো লোক নিয়ে এসে ভাঙচুরের অভিযোগ উঠেছে মেয়ের পরিবারের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার ৷ অভিযোগ, মেয়ের বাড়ির লোকজন সাহাবুদ্দিন শেখের বাড়িতে হামলা চালায় ৷ বাড়িতে থাকা দু’টি গাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ সঙ্গে বাড়ির ভিতরেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ৷

পারিবারিক অশান্তির জেরে শ্বশুরবাড়িতে ভাঙচুরের অভিযোগ গৃহবধূর পরিবারের বিরুদ্ধে ৷ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, সাহাবুদ্দিন এবং তাঁর স্ত্রীর মধ্যে কয়েকমাস আগে অশান্তি হয় ৷ তারপর তাঁর স্ত্রী বাপের বাড়ি চলে যায় ৷ সম্প্রতি সাহাবুদ্দিনের কাছে ফোন আসে স্ত্রীর আত্মীয় বলে পরিচিত জুজারশাহ গ্রামঞ্চায়েতের উপপ্রধান খলিল আহমেদের ৷ তিনি ফোনে স্বাভাবিকভাবেই কথা বলেছিলেন ৷ আশ্বাস দিয়েছিলেন, একসঙ্গে বসে সমস্যা মিটিয়ে নেওয়া হবে ৷ সেই মতো রবিবার সকালে ফোন করে খলিল জানান, তিনি সাহাবুদ্দিনের বাড়িতে আসছেন ৷

অভিযোগ কয়েকঘণ্টা পরে, প্রায় 20-25 জনকে নিয়ে সাহাবুদ্দিনের বাড়িতে আসেন খলিল আহমেদ ৷ পুরো বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলেন তাঁরা ৷ এরপর কথাবার্তা শুরু হয়। মাত্র কিছুক্ষণের মধ্যেই তা তর্কের রূপ নেয় ৷ অভিযোগ, সেই সময় খলিল এবং তাঁর লোকজন সাহাবুদ্দিনকে মারধর করতে শুরু করেন ৷ ভয়ে সেখান থেকে পালিয়ে যান সাহাবুদ্দিন ৷ কিন্তু, 15 মিনিটের মধ্যে তাঁর বাড়ির সামনে বাইক ও ম্যাজিক গাড়িতে করে শতাধিক লোক ভিড় করে বলে অভিযোগ ৷ তারা সাহাবুদ্দিনের বাড়ির ভিতরে ঢুকে পড়ে ও ভাঙচুর চালাতে শুরু করে ৷

অভিযোগ, সাহাবুদ্দিনকে মারধরের পাশাপাশি, তাঁর পরিবারের বাকি সদস্যদেরও মারা হয় ৷ ভাঙচুর চালানো হয় বাড়ির বাইরে থাকা দু’টি গাড়িতে ৷ শুধু তাই নয়, একটি টেম্পোও পুকুরে ফেলে দেয় হামলাকারীরা ৷ দু’টি বাইকও ওই পুকুরে ফেলে দেওয়া হয় ৷ এই ঘটনায় পুলিশের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ জুজারশাহ গ্রামঞ্চায়েতের উপপ্রধান খলিল আহমেদের ভূমিকার সমালোচনা করেছেন, ওই অঞ্চলের তৃণমূলেরই পঞ্চায়েত প্রতিনিধি ৷

সাঁকরাইল, 9 জুলাই: স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির জেরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার সাঁকরাইলের শুলাটি এলাকায় ৷ বাড়িতে সালিশি সভার নামে প্রায় একশো লোক নিয়ে এসে ভাঙচুরের অভিযোগ উঠেছে মেয়ের পরিবারের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার ৷ অভিযোগ, মেয়ের বাড়ির লোকজন সাহাবুদ্দিন শেখের বাড়িতে হামলা চালায় ৷ বাড়িতে থাকা দু’টি গাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ সঙ্গে বাড়ির ভিতরেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ৷

পারিবারিক অশান্তির জেরে শ্বশুরবাড়িতে ভাঙচুরের অভিযোগ গৃহবধূর পরিবারের বিরুদ্ধে ৷ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, সাহাবুদ্দিন এবং তাঁর স্ত্রীর মধ্যে কয়েকমাস আগে অশান্তি হয় ৷ তারপর তাঁর স্ত্রী বাপের বাড়ি চলে যায় ৷ সম্প্রতি সাহাবুদ্দিনের কাছে ফোন আসে স্ত্রীর আত্মীয় বলে পরিচিত জুজারশাহ গ্রামঞ্চায়েতের উপপ্রধান খলিল আহমেদের ৷ তিনি ফোনে স্বাভাবিকভাবেই কথা বলেছিলেন ৷ আশ্বাস দিয়েছিলেন, একসঙ্গে বসে সমস্যা মিটিয়ে নেওয়া হবে ৷ সেই মতো রবিবার সকালে ফোন করে খলিল জানান, তিনি সাহাবুদ্দিনের বাড়িতে আসছেন ৷

অভিযোগ কয়েকঘণ্টা পরে, প্রায় 20-25 জনকে নিয়ে সাহাবুদ্দিনের বাড়িতে আসেন খলিল আহমেদ ৷ পুরো বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলেন তাঁরা ৷ এরপর কথাবার্তা শুরু হয়। মাত্র কিছুক্ষণের মধ্যেই তা তর্কের রূপ নেয় ৷ অভিযোগ, সেই সময় খলিল এবং তাঁর লোকজন সাহাবুদ্দিনকে মারধর করতে শুরু করেন ৷ ভয়ে সেখান থেকে পালিয়ে যান সাহাবুদ্দিন ৷ কিন্তু, 15 মিনিটের মধ্যে তাঁর বাড়ির সামনে বাইক ও ম্যাজিক গাড়িতে করে শতাধিক লোক ভিড় করে বলে অভিযোগ ৷ তারা সাহাবুদ্দিনের বাড়ির ভিতরে ঢুকে পড়ে ও ভাঙচুর চালাতে শুরু করে ৷

অভিযোগ, সাহাবুদ্দিনকে মারধরের পাশাপাশি, তাঁর পরিবারের বাকি সদস্যদেরও মারা হয় ৷ ভাঙচুর চালানো হয় বাড়ির বাইরে থাকা দু’টি গাড়িতে ৷ শুধু তাই নয়, একটি টেম্পোও পুকুরে ফেলে দেয় হামলাকারীরা ৷ দু’টি বাইকও ওই পুকুরে ফেলে দেওয়া হয় ৷ এই ঘটনায় পুলিশের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ জুজারশাহ গ্রামঞ্চায়েতের উপপ্রধান খলিল আহমেদের ভূমিকার সমালোচনা করেছেন, ওই অঞ্চলের তৃণমূলেরই পঞ্চায়েত প্রতিনিধি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.