ETV Bharat / state

অশ্লীল ভিডিয়ো তুলে সমাজমাধ্যমে প্রকাশের হুমকি, নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রতিবেশীর ! - GIRL RAPED IN ALIPURDUAR

অশ্লীল ভিডিয়ো তুলে সোশালে পোস্ট করে দেওয়ার হুমকি দিয়ে, নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ৷ পুলিশ তাঁকে গ্রেফতার করেছে ৷

ETV BHARAT
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রতিবেশীর ! (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2024, 3:06 PM IST

Updated : Nov 5, 2024, 3:37 PM IST

আলিপুরদুয়ার, 5 অক্টোবর: ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ কালচিনিতে । এবার অশ্লীল ভিডিয়ো তুলে তা প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ৷ গতকাল রাতে নির্যাতিতার মা কালচিনি থানায় মেয়েকে নিয়ে গিয়ে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে কালচিনি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 17 বছর বয়সি কিশোরীর সঙ্গে ওই যুবকের আগে থেকেই ঘনিষ্ঠতা ছিল । অভিযোগ, কয়েক মাস আগে নাবালিকার অশ্লীল ভিডিয়ো তুলে রাখেন ওই অভিযুক্ত । এরপর থেকে কিশোরী বাড়িতে একা থাকলেই যুবকটি সেই অশ্লীল ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিয়ে, তাঁর উপর একাধিকবার যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ ।

ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে ওই যুবক নাবালিকাকে নাকি হুমকি দিত । তাঁর অত্যাচারের থেকে রেহাই পেতে সম্প্রতি ওই কিশোরী তার মাকে সবকিছু খুলে জানায় । এরপরেই ওই নাবালিকার মা দ্বারস্থ হন স্থানীয় ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি এবং মহিলা সমিতির কাছে । ওই দুই কমিটির সহযোগিতায় নির্যাতিতা নাবালিকার মা কালচিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

কালচিনি থানার ওসি গৌরব হাঁসদা জানান, "আমরা খবর নিয়ে জানতে পেরেছি, ওই নাবালিকা বছর দুয়েক আগে আরেক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন । সংসার না টেকায় নাবালিকা বাড়ি ফিরে আসে । এরপর সে অভিযুক্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে । কিছুদিন সম্পর্ক চলার পর যুবকের আচরণে বিরক্ত হয়ে সম্পর্ক থেকে সে বেরিয়ে আসে । তারপরেই এই ঘটনা ।" ধৃতকে পকসো ধারায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কালচিনি থানার ওসি ৷ আজ অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে তোলা হয়েছে ।

উল্লেখ্য, কয়েকদিন আগেই আলিপুরদুয়ারেরই ফালাকাটায় পুকুর থেকে শিশুর দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়ায় ৷ ঘটনায় মূল অভিযুক্তের গণপ্রহারে মৃত্যু হয় ৷ এরপরেই পুলিশের কাছে গিয়ে আরেক অভিযুক্ত আত্মসমর্পণ করেন ৷ তাকে গ্রেফতার করে ফালাকাটা থানার পুলিশ । সোমবার ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল ৷ এই ঘটনায় ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা ৷ এই ঘটনার পরপরই কুমারগ্রামেও 9 বছরের নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ৷ সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷

আলিপুরদুয়ার, 5 অক্টোবর: ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ কালচিনিতে । এবার অশ্লীল ভিডিয়ো তুলে তা প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ৷ গতকাল রাতে নির্যাতিতার মা কালচিনি থানায় মেয়েকে নিয়ে গিয়ে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে কালচিনি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 17 বছর বয়সি কিশোরীর সঙ্গে ওই যুবকের আগে থেকেই ঘনিষ্ঠতা ছিল । অভিযোগ, কয়েক মাস আগে নাবালিকার অশ্লীল ভিডিয়ো তুলে রাখেন ওই অভিযুক্ত । এরপর থেকে কিশোরী বাড়িতে একা থাকলেই যুবকটি সেই অশ্লীল ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিয়ে, তাঁর উপর একাধিকবার যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ ।

ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে ওই যুবক নাবালিকাকে নাকি হুমকি দিত । তাঁর অত্যাচারের থেকে রেহাই পেতে সম্প্রতি ওই কিশোরী তার মাকে সবকিছু খুলে জানায় । এরপরেই ওই নাবালিকার মা দ্বারস্থ হন স্থানীয় ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি এবং মহিলা সমিতির কাছে । ওই দুই কমিটির সহযোগিতায় নির্যাতিতা নাবালিকার মা কালচিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

কালচিনি থানার ওসি গৌরব হাঁসদা জানান, "আমরা খবর নিয়ে জানতে পেরেছি, ওই নাবালিকা বছর দুয়েক আগে আরেক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন । সংসার না টেকায় নাবালিকা বাড়ি ফিরে আসে । এরপর সে অভিযুক্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে । কিছুদিন সম্পর্ক চলার পর যুবকের আচরণে বিরক্ত হয়ে সম্পর্ক থেকে সে বেরিয়ে আসে । তারপরেই এই ঘটনা ।" ধৃতকে পকসো ধারায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কালচিনি থানার ওসি ৷ আজ অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে তোলা হয়েছে ।

উল্লেখ্য, কয়েকদিন আগেই আলিপুরদুয়ারেরই ফালাকাটায় পুকুর থেকে শিশুর দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়ায় ৷ ঘটনায় মূল অভিযুক্তের গণপ্রহারে মৃত্যু হয় ৷ এরপরেই পুলিশের কাছে গিয়ে আরেক অভিযুক্ত আত্মসমর্পণ করেন ৷ তাকে গ্রেফতার করে ফালাকাটা থানার পুলিশ । সোমবার ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল ৷ এই ঘটনায় ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা ৷ এই ঘটনার পরপরই কুমারগ্রামেও 9 বছরের নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ৷ সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷

Last Updated : Nov 5, 2024, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.