আজও তত্ত্বের ঐতিহ্য বহন করছে বর্ধমান বিশ্ববিদ্যালয় বর্ধমান, 15 ফেব্রুয়ারি: সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে । আর যখন সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়ে যায় তখন সেটা তো প্রেম দিবসে বাড়তি পাওনা । এমনিতেই সরস্বতী পুজোকে কেন্দ্র করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চলে তত্ত্ব বিনিময় ।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বেরিয়ে বাঁ দিকে এগোলেই গোলাপবাগ ক্যাম্পাস এলাকায় চোখে পড়বে একাধিক ছাত্রাবাস । ছেলেদের জন্য রয়েছে আইনস্টাইন, অরবিন্দ, চিত্তরঞ্জন, রবীন্দ্র, নেতাজি ও বিবেকানন্দ ছাত্রাবাস । তার একপাশে ঘেরা আছে কৃষ্ণসায়র উদ্যান । আর তার লাগোয়া তারাবাগ ক্যাম্পাসে রয়েছে ছাত্রী নিবাসের সমাহার ৷ নিবেদিতা, মীরাবাঈ, প্রীতিলতা, সরোজিনী ও গার্গী ছাত্রী নিবাস । বছরের এই একটা দিন অর্থাৎ একমাত্র সরস্বতী পুজোর দিনেই মেয়েদের হস্টেলে প্রবেশের অনুমতি পায় ছেলেরা ৷ পুজোর দিন প্রতিমা দর্শন আর পুজোর পরের দিন চলে তত্ত্ব বিনিময় ৷
মেয়েরা তত্ত্ব নিয়ে যাচ্ছে ছেলেদের হস্টেলে কীভাবে হয় এই তত্ত্ব আদানপ্রদানের অনুষ্ঠান ?রাজ্যের মধ্যে একমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়েই থিমের সরস্বতী পুজো হয় ৷ ছেলে ও মেয়েদের হস্টেলে চলে তত্ত্ব আদানপ্রদান । বিয়ের বাড়ির তত্ত্বের আদলে সাজানো হয় একাধিক ডালা । ফুল-ফল-মিষ্টি ও চকোলেটের পাশাপাশি থাকে বিভিন্ন প্রসাধনী দ্রব্যও । প্রায় মাসখানেকেরও বেশি সময় ধরে চলে পুজোর তত্ত্ব সাজানোর পরিকল্পনা । সরস্বতী পুজোর দুই দিন ফলে নিজেদের ইচ্ছেমতো সকাল থেকে সন্ধে পর্যন্ত চলে জমিয়ে আড্ডা ও খাওয়া দাওয়া । এমনকি মন দেওয়া নেওয়ার পরে মালাবদলের মতো ঘটনাও ঘটে একবার । এককথায় এই দুটো দিনের জন্য বছরভর অপেক্ষা করে থাকে হস্টেলের ছাত্রছাত্রীরা । মীরাবাঈ ছাত্রীনিবাসের আয়েশা খাতুনের কথায়, "সরস্বতী পুজোকে কেন্দ্র করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটা আলাদা উন্মাদনা আছে । এটা তো আমাদের কাছে বাড়তি পাওনা । বিশেষ করে তত্ত্ব আদান প্রদান তো একটা অন্য আনন্দ । চলে মনের মানুষের সঙ্গে একান্ত আলাপচারিতাও ।" ছাত্রাবাসের আবাসিক অর্জুন দিওয়ার বলেন, "তত্ত্ব আদানপ্রদান বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাড়া রাজ্যের অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে হয় না । এটা আমাদের নিজস্ব ঘরানা । সিনিয়রদের হাত ধরে আমরাও সেই ধারা বজায় রেখে চলেছি । আর যদি মনের মানুষের খোঁজ মেলে তাহলে তো এক ঢিলে দুই পাখি মারা যায় ।"
সরস্বতী পুজোর দ্বিতীয় দিনে সকাল থেকে সন্ধে চলে তত্ত্ব বিনিময় ৷ তারপর রাতে প্রতিমা বিসর্জনের সঙ্গে শেষ হয় এক বছরের অপেক্ষা ৷ আজ থেকেই ফের শুরু হয় আগামীর দিন গোনা ৷
আরও পড়ুন :
- তত্ত্বের আড়ালে হারায় মন, সম্প্রীতির বন্ধনে বাঁধা পড়ে ছাত্রছাত্রী নিবাস
- সরস্বতী পুজোর দিনে বইপুজো করার রীতি কেন ? জানুন বিশেষজ্ঞের মতামত
- সরস্বতী পুজোর দিন কী করণীয় কী নয়, পড়ুন বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ