ETV Bharat / state

কেএমসি অ্যাক্টে স্বতঃপ্রণোদিত মামলা করেনি গার্ডেনরিচ থানা, লালবাজারের নজরে ওসি - Garen reach building collapse

Garden Reach Building Collapse: গার্ডেনরিচ এলাকায় বহুতল ভেঙে পড়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে ৷ এই ঘটনার পর পুলিশ আইন মেনে স্বতঃপ্রণোদিত মামলা করতে পারত ৷ কিন্তু তা হয়নি ৷

ETV Bharat
গার্ডেনরিচ এলাকায় বহুতল ভেঙে মৃত 10
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 8:02 AM IST

কলকাতা, 21 মার্চ: গার্ডেনরিচ এলাকার নজরদারির দায়িত্বে সংশ্লিষ্ট থানার কোন আধিকরিকরা ছিলেন ? তিনি গত এক থেকে দেড় বছরের মধ্যে কেন জানতে পারলেন না, ওই এলাকায় বেআইনিভাবে আবাসন গড়ে উঠছে ? এই বিষয়ে লালবাজারের তরফে থানার অফিসার ইনচার্জের কাছ জানতে চাওয়া হয়েছে ৷

জানা গিয়েছে কেন পুলিশ 401(এ) কেএমসি অ্যাক্টে স্ততঃপ্রণোদিত মামলা রুজু করল না ?লালবাজারের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক জানান, গার্ডেনরিচ থানার পূর্বতন এক ওসির আমলেই এই নির্মাণ কাজ শুরু হয় ৷ সেই পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷

গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় জানা গিয়েছে, গার্ডেনরিচে সংশ্লিষ্ট বহুতলটির বেআইনি নির্মাণকার্য 2022 সালের ডিসেম্বর থেকে শুরু হয় ৷ এদিকে ঘটনাটি থানার নজরে আসেনি ৷ অভিযোগ স্থানীয় থানার তরফে 401(এ) অনুযায়ী কেএমসি অ্যাক্টে একটিও মামলা রুজু করা হয়নি ৷

এই বিষয়ে পুলিশ কতটা কাজ করতে পারে ? নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান রাজ্য পুলিশের আইজি পদমর্যাদার এক পুলিশ কর্তা বলেন, "এক্ষেত্রে পুলিশ চাইলে অনেক কিছুই করতে পারে ৷ কলকাতা পৌরসভা আইন অনুযায়ী, কলকাতা পৌরসভার অধীনস্থ যে কোনও এলাকায় বেআইনি নির্মাণের খবর এলে পুলিশ নিজে থেকে মামলা রুজু করতে পারে ৷ যাকে সুয়োমোটো বা স্বতঃপ্রণোদিত মামলা বলা হয় ৷ এই ক্ষেত্রে যে পৌরসভার অভিযোগ বা অনুমতি দরকার, তা নয় ৷ এক্ষেত্রে কলকাতা পৌরসভার জন্য অপেক্ষা না-করে পুলিশের নিজের তরফ থেকে নোটিশ পাঠিয়ে প্রোমাটারকে ডেকে পাঠানোর ক্ষমতা থাকে ৷" কাকতালীয়ভাবে গার্ডেনরিচের ঘটনায় পুলিশের তরফে কেন কোনও পদক্ষেপ করা হল না, এবার সেটাই জানতে চায় লালবাজার ৷

রবিবার মাঝরাতে কলকাতার বন্দর এলাকায় গার্ডেনরিচে ঝুপড়ির উপর ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল । এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন বহু মানুষ ৷ ওই বহুতল যে নিয়ম মেনে তৈরি হচ্ছিল না, তা স্বীকার করে নিয়েছেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন:

  1. 'হয় আপনি অপদার্থ, না-হয় চোর', গার্ডেনরিচের ইঞ্জিনিয়ারদের ভর্ৎসনা ববির
  2. গার্ডেনরিচের ঘটনায় অভিযুক্ত প্রোমোটারের পর গ্রেফতার সহযোগী পাপ্পু
  3. গার্ডেনরিচ বিতর্কের মাঝে কলকাতা পৌরনিগমের বিল্ডিং বিভাগে রদবদল, বদলি হলেন 4

কলকাতা, 21 মার্চ: গার্ডেনরিচ এলাকার নজরদারির দায়িত্বে সংশ্লিষ্ট থানার কোন আধিকরিকরা ছিলেন ? তিনি গত এক থেকে দেড় বছরের মধ্যে কেন জানতে পারলেন না, ওই এলাকায় বেআইনিভাবে আবাসন গড়ে উঠছে ? এই বিষয়ে লালবাজারের তরফে থানার অফিসার ইনচার্জের কাছ জানতে চাওয়া হয়েছে ৷

জানা গিয়েছে কেন পুলিশ 401(এ) কেএমসি অ্যাক্টে স্ততঃপ্রণোদিত মামলা রুজু করল না ?লালবাজারের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক জানান, গার্ডেনরিচ থানার পূর্বতন এক ওসির আমলেই এই নির্মাণ কাজ শুরু হয় ৷ সেই পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷

গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় জানা গিয়েছে, গার্ডেনরিচে সংশ্লিষ্ট বহুতলটির বেআইনি নির্মাণকার্য 2022 সালের ডিসেম্বর থেকে শুরু হয় ৷ এদিকে ঘটনাটি থানার নজরে আসেনি ৷ অভিযোগ স্থানীয় থানার তরফে 401(এ) অনুযায়ী কেএমসি অ্যাক্টে একটিও মামলা রুজু করা হয়নি ৷

এই বিষয়ে পুলিশ কতটা কাজ করতে পারে ? নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান রাজ্য পুলিশের আইজি পদমর্যাদার এক পুলিশ কর্তা বলেন, "এক্ষেত্রে পুলিশ চাইলে অনেক কিছুই করতে পারে ৷ কলকাতা পৌরসভা আইন অনুযায়ী, কলকাতা পৌরসভার অধীনস্থ যে কোনও এলাকায় বেআইনি নির্মাণের খবর এলে পুলিশ নিজে থেকে মামলা রুজু করতে পারে ৷ যাকে সুয়োমোটো বা স্বতঃপ্রণোদিত মামলা বলা হয় ৷ এই ক্ষেত্রে যে পৌরসভার অভিযোগ বা অনুমতি দরকার, তা নয় ৷ এক্ষেত্রে কলকাতা পৌরসভার জন্য অপেক্ষা না-করে পুলিশের নিজের তরফ থেকে নোটিশ পাঠিয়ে প্রোমাটারকে ডেকে পাঠানোর ক্ষমতা থাকে ৷" কাকতালীয়ভাবে গার্ডেনরিচের ঘটনায় পুলিশের তরফে কেন কোনও পদক্ষেপ করা হল না, এবার সেটাই জানতে চায় লালবাজার ৷

রবিবার মাঝরাতে কলকাতার বন্দর এলাকায় গার্ডেনরিচে ঝুপড়ির উপর ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল । এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন বহু মানুষ ৷ ওই বহুতল যে নিয়ম মেনে তৈরি হচ্ছিল না, তা স্বীকার করে নিয়েছেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন:

  1. 'হয় আপনি অপদার্থ, না-হয় চোর', গার্ডেনরিচের ইঞ্জিনিয়ারদের ভর্ৎসনা ববির
  2. গার্ডেনরিচের ঘটনায় অভিযুক্ত প্রোমোটারের পর গ্রেফতার সহযোগী পাপ্পু
  3. গার্ডেনরিচ বিতর্কের মাঝে কলকাতা পৌরনিগমের বিল্ডিং বিভাগে রদবদল, বদলি হলেন 4
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.