ETV Bharat / state

4 মার্চ রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, থাকছে ঠাসা কর্মসূচি - Election Commission of India

ECI in Bengal Before Lok Sabha Election 2024: আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে 4 মার্চ বঙ্গে আসছেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার-সহ 12 জন নির্বাচনী আধিকারিক ৷ কী কী কর্মসূচি রয়েছে তাঁদের ? জানতে পড়ুন সমগ্র প্রতিবেদন ৷

ETV Bharat
রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশন
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 7:59 AM IST

Updated : Feb 9, 2024, 9:22 AM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: আগামী মাসের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ । বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ৷ আগামী 4 মার্চ দু'দিনের সফরে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার-সহ 12 জন নির্বাচনী আধিকারিক । নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতেই এই সফর বলে জানিয়েছে কমিশন ৷

আগামী 4 মার্চ সন্ধে 7টা 40 মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে এসে পৌঁছবেন তাঁরা । এরপর আগামী 5 মার্চ সোমবার সকাল থেকেই দফায় দফায় বৈঠক রয়েছে তাঁদের । ওইদিন সকাল সাড়ে ন'টা থেকে বেলা সাড়ে 11টা পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন রাজীব কুমার এবং অন্যান্য আধিকারিকরা । এই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব-সহ কমিশনের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত থাকবেন । ওই দিনই বেলা সাড়ে 11টা থেকে সন্ধে 7টা পর্যন্ত সমস্ত ইলেকশন অফিসার, এসপি, সিপি, ডিভিশনাল কমিশনার এবং আইজিদের সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ।

দ্বিতীয় দিন অর্থাৎ, 6 মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ন'টা থেকে বেলা 11টা পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশন বৈঠক করবেন সমস্ত নোডাল পুলিশ আধিকারিক, সিপিএফ নোডাল আধিকারিকদের সঙ্গে । এরপর বেলা 11টা থেকে 1টা পর্যন্ত এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক চলবে কমিশনের ফুল বেঞ্চের । বেলা 2টো থেকে 3টে পর্যন্ত রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপির সঙ্গে বৈঠক রয়েছে । এরপর 4টে থেকে 5টা পর্যন্ত সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন ৷ সেখানেই জানানো হবে, বিগত দু'দিনে ঠিক কী কী হল ৷ কতটা কাজ এগোলো ৷ সবশেষে এদিনই সন্ধে 6টা 45 মিনিটে আবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্য নির্বাচন কমিশন-সহ আধিকারিকরা ৷

কলকাতা, 9 ফেব্রুয়ারি: আগামী মাসের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ । বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ৷ আগামী 4 মার্চ দু'দিনের সফরে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার-সহ 12 জন নির্বাচনী আধিকারিক । নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতেই এই সফর বলে জানিয়েছে কমিশন ৷

আগামী 4 মার্চ সন্ধে 7টা 40 মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে এসে পৌঁছবেন তাঁরা । এরপর আগামী 5 মার্চ সোমবার সকাল থেকেই দফায় দফায় বৈঠক রয়েছে তাঁদের । ওইদিন সকাল সাড়ে ন'টা থেকে বেলা সাড়ে 11টা পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন রাজীব কুমার এবং অন্যান্য আধিকারিকরা । এই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব-সহ কমিশনের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত থাকবেন । ওই দিনই বেলা সাড়ে 11টা থেকে সন্ধে 7টা পর্যন্ত সমস্ত ইলেকশন অফিসার, এসপি, সিপি, ডিভিশনাল কমিশনার এবং আইজিদের সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ।

দ্বিতীয় দিন অর্থাৎ, 6 মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ন'টা থেকে বেলা 11টা পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশন বৈঠক করবেন সমস্ত নোডাল পুলিশ আধিকারিক, সিপিএফ নোডাল আধিকারিকদের সঙ্গে । এরপর বেলা 11টা থেকে 1টা পর্যন্ত এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক চলবে কমিশনের ফুল বেঞ্চের । বেলা 2টো থেকে 3টে পর্যন্ত রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপির সঙ্গে বৈঠক রয়েছে । এরপর 4টে থেকে 5টা পর্যন্ত সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন ৷ সেখানেই জানানো হবে, বিগত দু'দিনে ঠিক কী কী হল ৷ কতটা কাজ এগোলো ৷ সবশেষে এদিনই সন্ধে 6টা 45 মিনিটে আবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্য নির্বাচন কমিশন-সহ আধিকারিকরা ৷

আরও পড়ুন :

  1. লোকসভা নির্বাচনের সব পোর্টালকে 24 ঘণ্টাই সক্রিয় রাখার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের
  2. লোকসভার প্রস্তুতিতে 'হাত', অধীরের নেতৃত্বে বঙ্গ কংগ্রেসে নির্বাচনী কমিটি
  3. লোকসভা ভোটের নিরাপত্তায় এআই প্রযুক্তি ব্যাবহারের ভাবনা নির্বাচন কমিশনের
Last Updated : Feb 9, 2024, 9:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.