জলপাইগুড়ি, 1 মে: গরুমারা জাতীয় উদ্যান পরিদর্শন করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত । গরুমারা জাতীয় উদ্যানের বন্যপ্রাণী কেমন আছে ? তাদের কীভাবে সংরক্ষণ করা হচ্ছে ? বনদফতরের সঙ্গে বনবস্তির বাসিন্দাদের সম্পর্কই বা কেমন ? যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখলেন ফ্রান্সের প্রতিনিধিরা । এদিন ফ্রান্সের পাঁচ সদস্যের প্রতিনিধি দল গরুমারা জাতীয় উদ্যান ঘুরে যান ।
ভারত সেরার তকমা পেয়েছিল গরুমারা জাতীয় উদ্যান । এদিন এই জাতীয় উদ্যান পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন ফ্রান্সের প্রতিনিধিরা । বনদফতর সূত্রে খবর, ভবিষ্যতে ফ্রান্সের তরফে জাতীয় উদ্যানের জন্য ফ্রান্সের থেকে কোনওভাবে সহযোগিতা করা যায় কি না, তার আশ্বাস মিলেছে প্রতিনিধি দলের তরফ থেকে ।
মঙ্গলবার ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়ারি ম্যাথিউয়ের নেতৃত্বে ফ্রান্সের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল গরুমারা জাতীয় উদ্যানে আসে । প্রতিনিধি দলটি প্রথমে গরুমারা জাতীয় উদ্যানের মেদলা ওয়াচ টাওয়ারে যান বন্যপ্রাণী দেখার জন্য । মেদলাতে গরুমারা জাতীয় উদ্যানের পেট্রলিংয়ের কাজে নিযুক্ত কুনকি হাতিদের পর্যবেক্ষণ করেন । মাহুতদের সঙ্গে কথা বলে তাঁদের কাজকর্ম সম্পর্কে জানার চেষ্টা করেন । গরুমারা জাতীয় উদ্যানের যাত্রা প্রসাদ নজর মিনার ঘুরে ধুপঝোড়াতে হাতির পিঠে জাতীয় উদ্যান পরিদর্শন করেন । স্থানীয় আদিবাসী নৃত্যগোষ্ঠীর নৃত্য উপভোগ করেন । ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়ারি ম্যাথিউ জানান, গরুমারার জাতীয় উদ্যানের বন্যপ্রাণ দেখে তাঁরা আনন্দিত ।
ফ্রান্সের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ বন্যপ্রাণী বিভাগের বনপাল ভাস্কর জেভি, গরুমারা ও জলপাইগুড়ি বনবিভাগের বিকাশ ভি । গরুমারা ডিএফও দ্বিজপ্রতীম সেন-সহ অন্যান্য আধিকারিকরা । উত্তরবঙ্গ বন্যপ্রাণী বিভাগের মুখ্য বনপাল ভাস্কর জেভি জানান, গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল ও বন্যপ্রাণ দেখে ফ্রান্সের প্রতিনিধি দলটি খুব খুশি হয়েছে । আগামিদিনে গরুমারা জাতীয় উদ্যানকে কোনওভাবে সহযোগিতা করা যায় কি না তারও আশ্বাস দিয়েছেন বলে জানান মুখ্য বনপাল ।
আরও পড়ুন: