ETV Bharat / state

শিবের মাথায় জল ঢালতে গিয়ে তলিয়ে গেল চার কিশোর ! উদ্ধার 3; মৃত 1 - Shilabati River

Teenager Drown at Shilabati River: শিলাবতী নদীতে জল তুলতে গিয়ে তলিয়ে গেল চার কিশোর ৷ তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে সোমবার ৷ এদিন এক কিশোরের দেহ উদ্ধার করেন ডুবুরিরা ৷ গড়বেতার ঘটনায় শোকের ছায়া ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 13, 2024, 6:14 PM IST

river accident
শিলাবতী নদীতে ডুবে মৃত্যু কিশোরের (নিজস্ব ছবি)

গড়বেতা, 13 অগস্ট: শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে গিয়ে তলিয়ে গেল চার কিশোর ৷ পরে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ৷ মঙ্গলবার সকালে এক কিশোরের দেহ উদ্ধার করেছেন ডুবুরিরা ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার শিলাবতী নদীতে ৷ এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবের মাথায় জল ঢালবে বলে সোমবার গড়বেতা শহরের গনগনির শিলাবতী নদীতে জল তুলতে গিয়েছিল চার কিশোর । সেসময় পা পিছলে নদীতে পড়ে যায় তারা ৷ সঙ্গে সঙ্গে চারজনই নদীতে তলিয়ে যায় ৷ এরপর স্থানীয়দের তৎপরতায় তিনজনকে উদ্ধার করা সম্ভব হয় ৷ তবে একজন নিখোঁজ ছিল ৷ ওই নিখোঁজ কিশোরের নাম আমন কুমার প্রসাদ ৷ বয়স আনুমানিক 11 বছর । এই ঘটনার খবর পেয়ে শিলাবতী নদীর পারে পৌঁছয় গড়বেতা থানার পুলিশ । পাশাপাশি উদ্ধারকার্যের জন্য নামানো হয় ডুবুরি ৷ যদিও রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও আমন কুমারের খোঁজ পাননি ডুবুরিরা ৷ এদিন সকালে অবশেষে তার দেহ উদ্ধার হয় নদী থেকে ৷

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে ৷ এই ঘটনায় দাদাকে হারিয়ে আমনের ভাই বলে, "গতকাল আমরা চার বন্ধুবান্ধব বেরিয়েছিলাম বাবা শিবের মাথায় জল ঢালতে ৷ শিলাবতী নদীতে জল সংগ্রহ করতে গিয়েছিলাম । কিন্তু নদীতে নামার পরেই পা হড়কে আমরা সবাই জলে পড়ে যাই ৷ দাদা গভীর জলে ডুবে যায় । পরে আরও কিছু ছেলে জল সংগ্রহ করতে নামলে তারা আমাদের সবাইকে টেনে উদ্ধার করে ৷ কিন্তু আমার দাদাকে আর পাওয়া যায়নি । সারারাত ধরে ডুবুরিরা অনেক চেষ্টা করেছে, কিন্তু দাদার খোঁজ পাননি তাঁরা । আজ সকাল হতে দাদার দেহ উদ্ধার হয় ।" যদিও এই ঘটনার পর শিলাবতী নদীতে নামার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে পুলিশ প্রশাসন ।

গড়বেতা, 13 অগস্ট: শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে গিয়ে তলিয়ে গেল চার কিশোর ৷ পরে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ৷ মঙ্গলবার সকালে এক কিশোরের দেহ উদ্ধার করেছেন ডুবুরিরা ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার শিলাবতী নদীতে ৷ এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবের মাথায় জল ঢালবে বলে সোমবার গড়বেতা শহরের গনগনির শিলাবতী নদীতে জল তুলতে গিয়েছিল চার কিশোর । সেসময় পা পিছলে নদীতে পড়ে যায় তারা ৷ সঙ্গে সঙ্গে চারজনই নদীতে তলিয়ে যায় ৷ এরপর স্থানীয়দের তৎপরতায় তিনজনকে উদ্ধার করা সম্ভব হয় ৷ তবে একজন নিখোঁজ ছিল ৷ ওই নিখোঁজ কিশোরের নাম আমন কুমার প্রসাদ ৷ বয়স আনুমানিক 11 বছর । এই ঘটনার খবর পেয়ে শিলাবতী নদীর পারে পৌঁছয় গড়বেতা থানার পুলিশ । পাশাপাশি উদ্ধারকার্যের জন্য নামানো হয় ডুবুরি ৷ যদিও রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও আমন কুমারের খোঁজ পাননি ডুবুরিরা ৷ এদিন সকালে অবশেষে তার দেহ উদ্ধার হয় নদী থেকে ৷

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে ৷ এই ঘটনায় দাদাকে হারিয়ে আমনের ভাই বলে, "গতকাল আমরা চার বন্ধুবান্ধব বেরিয়েছিলাম বাবা শিবের মাথায় জল ঢালতে ৷ শিলাবতী নদীতে জল সংগ্রহ করতে গিয়েছিলাম । কিন্তু নদীতে নামার পরেই পা হড়কে আমরা সবাই জলে পড়ে যাই ৷ দাদা গভীর জলে ডুবে যায় । পরে আরও কিছু ছেলে জল সংগ্রহ করতে নামলে তারা আমাদের সবাইকে টেনে উদ্ধার করে ৷ কিন্তু আমার দাদাকে আর পাওয়া যায়নি । সারারাত ধরে ডুবুরিরা অনেক চেষ্টা করেছে, কিন্তু দাদার খোঁজ পাননি তাঁরা । আজ সকাল হতে দাদার দেহ উদ্ধার হয় ।" যদিও এই ঘটনার পর শিলাবতী নদীতে নামার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে পুলিশ প্রশাসন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.