ভদ্রেশ্বর, 12 জুন: ভোট মিটতেই একাধিক জায়গায় উত্তেজনা ও হিংসার ঘটনা সামনে আসছে ৷ আরামবাগের বিজেপি কর্মীর উপর হামলার পর এবার ভদ্রেশ্বর থেকে উদ্ধার বেআইনি আগ্নোয়স্ত্র ৷ ঘটনায় এক মহিলা-সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র পাচারের অভিযোগ দায়ের করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ ৷ অভিযুক্তদের মধ্যে দু’জন বিহারের বাসিন্দা এবং বাকি দু’জন স্থানীয় ৷
চন্দননগর পুলিশ কমিশনারেটের সূত্রে খবর, মঙ্গলবার ভদ্রেশ্বর থানার পুলিশের কাছে খবর আসে এলাকায় একটি বেআইনি অস্ত্র কেনাবেচার কারবার চলছে চাঁপদানি এলাকায় ৷ সেইমতোই এলাকায় হানা দেয় পুলিশ ৷ সেখান থেকে অস্ত্র-সহ দু‘জনকে আটক করা হয় ৷ ধৃত খুশবু ও রাজু সম্পর্কে স্বামী-স্ত্রী ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পারে তারা বিহারের বাসিন্দা ৷ তাদের সঙ্গে আরও দু’জন জড়িত ছিল এই বেআইনি অস্ত্র পাচারের ঘটনায় ৷ পরবর্তীতে অপর দুই অভিযুক্তকেও আটক করেছে পুলিশ ৷
পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করেছে তারা ওয়ান সাটার বিক্রির জন্য এসেছিল। ধৃতদের থেকে চারটি দেশি পিস্তল উদ্ধার হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে । ধৃতদের চন্দননগর আদালতে পেশ করা হলে পাঁচ দিনের রিম্যান্ড চাওয়া হয় । এই বেআইনি অস্ত্র ব্যবসার সঙ্গে আর কেউ জড়িত কি না, সেই তদন্ত করছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, বিহার থেকে দু’জন অস্ত্র নিয়ে আসছে সেই খবর আগে থেকেই ছিল চাঁপদানিতে ৷ সেইমতোই ভদ্রেশ্বরের পুলিশ হানা দিয়ে 4 জন অভিযুক্তকে আটক করেছে। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।