ETV Bharat / state

স্মরণে তপতী, হাসি হাসি মুখ নিয়েই থেকে যাবেন স্মৃতির পাতায় - Tapati Basu - TAPATI BASU

Tapati Basu Passes Away: কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রাক্তন প্রধান তপতী বসু প্রয়াত হয়েছেন শনিবার। অধ্যাপনার পাশাপাশি তিনি লিখেছেন বহু বই ৷ কর্ম জীবনে তাঁর ঝুলিতে আরও নানা মণি-মানিক্য। সেই স্মৃতিতে ডুব দিল ইটিভি ভারত।

Tapati Basu Passes Away
Tapati Basu Passes Away
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 10:09 PM IST

কলকাতা, 14 এপ্রিল: স্মরণে তপতী বসু ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রধান হওয়াতেই যাঁর পরিচয় শেষে হয়ে যায় না ৷ তিনি ছিলেন সাংবাদিকদের শিক্ষক ৷ কলকাতা-সহ ভারতের একাধিক প্রথিতযশা সাংবাদিকের গুরুকুল এই তপতী ৷ অধ্য়াপক জীবনে তিনি ছুঁয়ে দেখেছেন বহু মাইলফলক ৷ এর মধ্যে পশ্চিম, উত্তর, উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতে সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিষয়ের উপর প্রথম মহিলা অধ্যাপক তিনিই ৷

এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান হওয়া। পেশার বাইরে গিয়েও এক প্রাণবন্ত মানুষ বলতে যা যা বোঝায় তপতী ছিলেন তাই ৷ পড়ুয়াদের পাশে থাকতেন সবসময় ৷ শিক্ষা শেষে পেশা-প্রবেশের সময়ও কলকাতা বিশ্বিবিদ্যালয়ের পড়ুয়াদের সাহায্য করতেন 'তপতী ম্যাম'। চেনা-পরিচিতদের ব্যক্তিগত জীবনের সমস্যা সমাধানের স্টেশনও ছিলেন তিনি।

68 বছর বয়সে শনিবার সন্ধ্যায় প্রয়াত হন অধ্যাপক তপতী বসু ৷ ছেলে সাগ্নিক সোশাল মিডিয়ায় মায়ের প্রয়াণের খবর জানান ৷ পাশাপাশি সাগ্নিক জানিয়েছেন, আগামিকাল, সোমবার তাঁর মরদেহ লেকটাউনের বাড়ি থেকে সুকিয়া স্ট্রিটের পুরনো বাড়িতে নিয়ে যাওয়া হবে ৷ তারপর দুপুর দেড়টা নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পেরোবে নিথর দেহ ৷ তাঁর এভাবে আসা অবশ্য়ই পরিচিতদের কাছে আশাতীত ৷ তাঁকে সকলেই চেনেন এক দাপুটে চরিত্র হিসেবে ৷ যিনি পড়ুয়াদের ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন ৷ আবার এই পড়ুয়াদের সঙ্গে কোনও অন্যায় হলে বুক চিতিয়ে লড়ে যান ৷ তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন পড়ুয়ারা ৷

কলেজ স্ট্রিটের তাঁর কর্মস্থল থেকে শুরু হবে শেষযাত্রা ৷ দুপুর দু'টোর সময় নিমতলা শ্মশানে তাঁর শেষকৃত্য হবে ৷ জীবনের অন্তিম সত্যের কাছে পরাজয় শিকার করে ছাত্রছাত্রী ও পরিচিতদের কাছে শুধুই স্মৃতি হয়ে থেকে যাবেন তপতী ম্যাম ৷ জীবনের ওঠাপড়ায় পরিচিতদের মনে পড়ে যাবে সদা হাস্যময় মুখটা ৷

আরও পড়ুন:

  1. 'তোমাকে মিস করি', জন্মদিনে প্রয়াত সতীশ কৌশিককে নিয়ে আবেগতাড়িত অনুপম
  2. ভোট প্রচারে প্রয়াত রশিদ খান! ইনস্টাগ্রামে নির্বাচনী পোস্ট ঘিরে ধোঁয়াশা
  3. প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব, আজ দেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে

কলকাতা, 14 এপ্রিল: স্মরণে তপতী বসু ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রধান হওয়াতেই যাঁর পরিচয় শেষে হয়ে যায় না ৷ তিনি ছিলেন সাংবাদিকদের শিক্ষক ৷ কলকাতা-সহ ভারতের একাধিক প্রথিতযশা সাংবাদিকের গুরুকুল এই তপতী ৷ অধ্য়াপক জীবনে তিনি ছুঁয়ে দেখেছেন বহু মাইলফলক ৷ এর মধ্যে পশ্চিম, উত্তর, উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতে সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিষয়ের উপর প্রথম মহিলা অধ্যাপক তিনিই ৷

এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান হওয়া। পেশার বাইরে গিয়েও এক প্রাণবন্ত মানুষ বলতে যা যা বোঝায় তপতী ছিলেন তাই ৷ পড়ুয়াদের পাশে থাকতেন সবসময় ৷ শিক্ষা শেষে পেশা-প্রবেশের সময়ও কলকাতা বিশ্বিবিদ্যালয়ের পড়ুয়াদের সাহায্য করতেন 'তপতী ম্যাম'। চেনা-পরিচিতদের ব্যক্তিগত জীবনের সমস্যা সমাধানের স্টেশনও ছিলেন তিনি।

68 বছর বয়সে শনিবার সন্ধ্যায় প্রয়াত হন অধ্যাপক তপতী বসু ৷ ছেলে সাগ্নিক সোশাল মিডিয়ায় মায়ের প্রয়াণের খবর জানান ৷ পাশাপাশি সাগ্নিক জানিয়েছেন, আগামিকাল, সোমবার তাঁর মরদেহ লেকটাউনের বাড়ি থেকে সুকিয়া স্ট্রিটের পুরনো বাড়িতে নিয়ে যাওয়া হবে ৷ তারপর দুপুর দেড়টা নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পেরোবে নিথর দেহ ৷ তাঁর এভাবে আসা অবশ্য়ই পরিচিতদের কাছে আশাতীত ৷ তাঁকে সকলেই চেনেন এক দাপুটে চরিত্র হিসেবে ৷ যিনি পড়ুয়াদের ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন ৷ আবার এই পড়ুয়াদের সঙ্গে কোনও অন্যায় হলে বুক চিতিয়ে লড়ে যান ৷ তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন পড়ুয়ারা ৷

কলেজ স্ট্রিটের তাঁর কর্মস্থল থেকে শুরু হবে শেষযাত্রা ৷ দুপুর দু'টোর সময় নিমতলা শ্মশানে তাঁর শেষকৃত্য হবে ৷ জীবনের অন্তিম সত্যের কাছে পরাজয় শিকার করে ছাত্রছাত্রী ও পরিচিতদের কাছে শুধুই স্মৃতি হয়ে থেকে যাবেন তপতী ম্যাম ৷ জীবনের ওঠাপড়ায় পরিচিতদের মনে পড়ে যাবে সদা হাস্যময় মুখটা ৷

আরও পড়ুন:

  1. 'তোমাকে মিস করি', জন্মদিনে প্রয়াত সতীশ কৌশিককে নিয়ে আবেগতাড়িত অনুপম
  2. ভোট প্রচারে প্রয়াত রশিদ খান! ইনস্টাগ্রামে নির্বাচনী পোস্ট ঘিরে ধোঁয়াশা
  3. প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব, আজ দেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.