ETV Bharat / state

আর্থিক দুর্নীতি মামলায় বয়ান দিতে সিবিআই অফিসে আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি - RG Kar Corruption

RG Kar Corruption: নিজাম প্যালেসে আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি ৷ আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে তাঁর বয়ান রেকর্ড করা হবে, সেই কারণেই তাঁকে তলব করা হয়েছে ৷

Nizam Palace
নিজাম প্যালেস (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 3:01 PM IST

Updated : Aug 29, 2024, 3:58 PM IST

কলকাতা, 29 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন ওই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি ৷ তাঁর তোলা অভিযোগ নিয়েই এখন তদন্ত করছে সিবিআই ৷ সেই নিয়ে তাঁকে বৃহস্পতিবার নিজাম প্যালেসে তলব করা হয় সিবিআইয়ের তরফে ৷ সেই কারণে এ দিন সেখানে হাজির হন আখতার আলি ৷ সিবিআই সূত্রে খবর, বয়ান রেকর্ডের জন্যই তাঁকে এ দিন ডাকা হয়েছে ৷

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত 9 অগস্ট চিকিৎসক ‘অভয়া’র ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার পর একের পর এক অভিযোগ উঠতে থাকে সেখানকার তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ৷ সেই সময়ই জানা যায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে আগেই সরব হয়েছিলেন আখতার আলি ৷ এই নিয়ে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগও করেছিলেন ৷

আরজি কর-কাণ্ডের পর সেই আর্থিক দুর্নীতি নিয়ে স্বাস্থ্য দফতরের তরফে সিট গঠন করা হয় ৷ কিন্তু এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় ৷ আদালত তদন্তের দায়িত্ব দেয় সিবিআই-কে ৷ সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ ইতিমধ্য়ে সন্দীপ ঘোষ-সহ একাধিক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছে সিবিআই ৷ এবার এই মামলার মূল অভিযোগকারী আখতার আলিকে ডেকে বয়ান রেকর্ড করল সিবিআই ৷

আখতার আলি মূলত আরজি কর হাসপাতালে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন । ওই হাসপাতাল থেকে মেডিক্যাল বর্জ্য বিদেশে পাচার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি । গত কয়েকদিনে প্রকাশ্য়েও সেই অভিযোগ বারবার করতে দেখা যায় তাঁকে ৷ এবার সিবিআই-কে দেওয়া বয়ানে তিনি আর কী কী জানান, সেটাই দেখার !

কলকাতা, 29 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন ওই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি ৷ তাঁর তোলা অভিযোগ নিয়েই এখন তদন্ত করছে সিবিআই ৷ সেই নিয়ে তাঁকে বৃহস্পতিবার নিজাম প্যালেসে তলব করা হয় সিবিআইয়ের তরফে ৷ সেই কারণে এ দিন সেখানে হাজির হন আখতার আলি ৷ সিবিআই সূত্রে খবর, বয়ান রেকর্ডের জন্যই তাঁকে এ দিন ডাকা হয়েছে ৷

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত 9 অগস্ট চিকিৎসক ‘অভয়া’র ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার পর একের পর এক অভিযোগ উঠতে থাকে সেখানকার তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ৷ সেই সময়ই জানা যায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে আগেই সরব হয়েছিলেন আখতার আলি ৷ এই নিয়ে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগও করেছিলেন ৷

আরজি কর-কাণ্ডের পর সেই আর্থিক দুর্নীতি নিয়ে স্বাস্থ্য দফতরের তরফে সিট গঠন করা হয় ৷ কিন্তু এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় ৷ আদালত তদন্তের দায়িত্ব দেয় সিবিআই-কে ৷ সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ ইতিমধ্য়ে সন্দীপ ঘোষ-সহ একাধিক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছে সিবিআই ৷ এবার এই মামলার মূল অভিযোগকারী আখতার আলিকে ডেকে বয়ান রেকর্ড করল সিবিআই ৷

আখতার আলি মূলত আরজি কর হাসপাতালে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন । ওই হাসপাতাল থেকে মেডিক্যাল বর্জ্য বিদেশে পাচার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি । গত কয়েকদিনে প্রকাশ্য়েও সেই অভিযোগ বারবার করতে দেখা যায় তাঁকে ৷ এবার সিবিআই-কে দেওয়া বয়ানে তিনি আর কী কী জানান, সেটাই দেখার !

Last Updated : Aug 29, 2024, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.