কলকাতা, 8 অগস্ট: দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধদেব ভটাচার্য ৷ অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দি ছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকাল 8টা 20 নাগাদ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। তিনি রেখে গেলেন স্ত্রী মীরা ভট্টাচার্য ও সন্তান সুচেতন ভট্টাচার্যকে ৷ তাঁর পূর্বসূরির মতো বুদ্ধদেব ভট্টাচার্যও মরণোত্তর দেহদান করে গিয়েছেন ৷ তাঁকে গান স্যালুট দেওয়া হবে ৷ আজ পূর্ণ দিবস ছুটিও ঘোষণা করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বুদ্ধদেবের প্রয়াণ- দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ সিওপিডি-এর সমস্যাও ছিল তাঁর ৷ বাড়িতেই চিকিৎসা চলছিল। পারিবারিক সূত্রে খবর, গত 3দিন ধরে জ্বরে ভুগছিলেন বর্ষীয়ান সিপিএম নেতা ৷ গতকাল থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটে। কিন্তু আজ সকালে তিনি প্রাতঃরাশ সারেন ৷ তারপরই শ্বাসকষ্ট হয় ৷ বুদ্ধদেববাবুর স্ত্রী মীরাদেবী জানান, এরপরই তিনি প্রয়াত হন ৷
এমনিতেই, আগে থেকেই ফুসফুসের সংক্রমণ ছিল। এর আগেও শারীরিক অসুস্থতার কারণে একাধিকবার তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে ৷ সুস্থ হয়ে বাড়িও ফিরে ছিলেন ৷ শেষবার গত বছর 29 জুলাই, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ দীর্ঘ 12 দিন হাসপাতালে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ৷ গতবছর 9 অগস্ট বিপদমুক্ত হয়ে হাসপাতাল থেকে তিনি বাড়ি ফিরেছিলেন। তারপর থেকে বাড়িতেই গৃহবন্দি ছিলেন তিনি ৷ আর একবছরের মাথায় আজ তিনি প্রয়াত হলেন ৷
কমরেডের জীবনী-1944 সালের 1 মার্চ কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম। কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো তিনি ৷ 2000 থেকে 2011 সাল পর্যন্ত টানা দ্বিতীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ৷ 2006 সালের 235 আসনের জিতে আসা মুখ্যমন্ত্রীকে পাঁচ বছরের মধ্যে শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয়। 2011 সালে 34 বছরের বামফ্রন্ট সরকার পতন ঘটে, মুখ্যমন্ত্রী পদে আসীন হন মমতা বন্দ্যোপাধ্যায়।
I am deeply saddened to learn that former West Bengal Chief Minister; Shri Buddhadeb Bhattacharya has left for his heavenly abode.
— Suvendu Adhikari (@SuvenduWB) August 8, 2024
Condolences to his family members and admirers.
I pray that his soul finds eternal peace.
Om Shanti 🙏 pic.twitter.com/312uZBGFCV
শোকজ্ঞাপন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে- প্রাক্তন মুখ্য়মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের বর্তমান মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শোকবার্তা জ্ঞাপন করেছেন বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা ৷
বুদ্ধদেবের দেহদান- সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তথা দলীয় সূত্রে প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের শোকযাত্রার কর্মসূচি নিয়ে জানিয়েছে, আজ তাঁর কর্নিয়া হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে ৷ তারপর দেহ বাড়ি থেকে পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে ৷ পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা হবে আগামিকাল সকাল সাড়ে দশটায় ৷
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি।
— Mamata Banerjee (@MamataOfficial) August 8, 2024
এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি…
- বিধানসভা ভবনে তাঁকে রাখা হবে, সকাল 11-11.30 পর্যন্ত ৷
- মুজফফর আহমেদ ভবনে দুপুর 12-03.15 মিনিট পর্যন্ত থাকবেন ৷
- দীনেশ মজুমদার ভবনে সাড়ে 3টে থেকে 3টে 45 পর্যন্ত দীনেশ মজুমদার ভবনে জানানো হবে শেষশ্রদ্ধা।
- বিকেল পৌনে চারটের পর দীনেশ মজুমদার ভবন থেকে বুদ্ধদেববাবুর দেহদানের জন্য নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে শেষযাত্রা।
- দেহদান-বিকাল চারটেয়।