ETV Bharat / state

এসএসসি দুর্নীতির দায় রাজ্য সরকারেরই, মত উত্তর দিনাজপুরের প্রাক্তন জেলা সভাধিপতির - SSC Recruitment Scam

Calcutta High Court VERDICT On SSC Scam: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এসএসসি দুর্নীতি রায়ে পর চাকরি হারিয়েছেন উত্তর দিনাজপুরের একাধিক শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মী ৷ সেই তালিকায় আছেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মণ ৷

kabita barman
উত্তর দিনাজপুরের প্রাক্তন জেলা সভাধিপতি কবিতা বর্মণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 3:20 PM IST

রায়গঞ্জ, 24 এপ্রিল: সদ্য প্রকাশিত হয়েছে এসএসসি দুর্নীতির রায় ৷ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে বাতিল হয়েছে প্রায় 26 হাজার নিয়োগ ৷ এই তালিকায় রয়েছে উত্তর দিনাজপুরের একাধিক শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মী ৷ স্থানীয় জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মণও আছেন সেই তালিকায় । চাকরি হারিয়ে দুর্নীতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করলেন তিনি ৷

তাঁর কথায়, "এই দুর্নীতির জন্য রাজ্য সরকারই দায়ী, আমরা দায়ী নই । রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতির পথে নিয়ে যাচ্ছে ৷ শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি করেছে।" উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের বালিজোল উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন কবিতা বর্মণ । দুর্নীতি হয়েছে তা অকপটে স্বীকার করেছেন কবিতাদেবী ৷

2018 থেকে 2023 সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তিনি । তার স্বামী প্রফুল্ল বর্মন সেই সময়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং হেমতাবাদের ব্লক তৃণমূল সভাপতি পদে ছিলেন । অভিযোগ, সেই সময়েই চাকরি পেয়েছেন কবিতা বর্মণ ৷ তাঁর বিরুদ্ধেও সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে ।

তিনি বলেন, "হাইকোর্টের নির্দেশিকা তো এখন মানতেই হবে । দুর্নীতি হয়েছে । সাদা খাতা দিয়ে আমার চাকরি হয়েছিল এটা ঠিক না । সাদা কথা জমা দিয়ে তো কারও চাকরি হয় না । গোটা প্যানেলটাই বাতিল হয়েছে, সেটা সবাইকে মেনে নিতে হবে।" সম্প্রতি, কবিতা বর্মণ এবং তার স্বামী প্রফুল্ল বর্মণ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন । এই বিষয়ে কবিতা বর্মণের স্বামী প্রফুল্ল বর্মণ কিছু জানাননি ৷

এসএসসি দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ 22 এপ্রিল, সোমবার কলকাতা হাইকোর্টে রায়ে স্কুল সার্ভিস কমিশনের 2016 পুরো প্যানেল (গ্রুপ-সি, ডি, নবম-দ্বাদশ) বাতিল হয়েছে ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 281 পাতার রায় দান করেছে হাইকোর্ট ৷ সেই রায়ে 25,753 জনের নিয়োগ বাতিল করে বিচারপতি দেবাংশু বসাক এবং শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ৷ একইসঙ্গে নয়া টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে ৷

আরও পড়ুন:

  1. বাতিল 2016 এসএসসি'র সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া, একনজরে নির্দেশনামায় কী বলল হাইকোর্ট
  2. 23 হাজারের বেশি নিয়োগ বাতিল, এসএসসি মামলার রায়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ হাইকোর্টের

রায়গঞ্জ, 24 এপ্রিল: সদ্য প্রকাশিত হয়েছে এসএসসি দুর্নীতির রায় ৷ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে বাতিল হয়েছে প্রায় 26 হাজার নিয়োগ ৷ এই তালিকায় রয়েছে উত্তর দিনাজপুরের একাধিক শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মী ৷ স্থানীয় জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মণও আছেন সেই তালিকায় । চাকরি হারিয়ে দুর্নীতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করলেন তিনি ৷

তাঁর কথায়, "এই দুর্নীতির জন্য রাজ্য সরকারই দায়ী, আমরা দায়ী নই । রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতির পথে নিয়ে যাচ্ছে ৷ শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি করেছে।" উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের বালিজোল উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন কবিতা বর্মণ । দুর্নীতি হয়েছে তা অকপটে স্বীকার করেছেন কবিতাদেবী ৷

2018 থেকে 2023 সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তিনি । তার স্বামী প্রফুল্ল বর্মন সেই সময়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং হেমতাবাদের ব্লক তৃণমূল সভাপতি পদে ছিলেন । অভিযোগ, সেই সময়েই চাকরি পেয়েছেন কবিতা বর্মণ ৷ তাঁর বিরুদ্ধেও সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে ।

তিনি বলেন, "হাইকোর্টের নির্দেশিকা তো এখন মানতেই হবে । দুর্নীতি হয়েছে । সাদা খাতা দিয়ে আমার চাকরি হয়েছিল এটা ঠিক না । সাদা কথা জমা দিয়ে তো কারও চাকরি হয় না । গোটা প্যানেলটাই বাতিল হয়েছে, সেটা সবাইকে মেনে নিতে হবে।" সম্প্রতি, কবিতা বর্মণ এবং তার স্বামী প্রফুল্ল বর্মণ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন । এই বিষয়ে কবিতা বর্মণের স্বামী প্রফুল্ল বর্মণ কিছু জানাননি ৷

এসএসসি দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ 22 এপ্রিল, সোমবার কলকাতা হাইকোর্টে রায়ে স্কুল সার্ভিস কমিশনের 2016 পুরো প্যানেল (গ্রুপ-সি, ডি, নবম-দ্বাদশ) বাতিল হয়েছে ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 281 পাতার রায় দান করেছে হাইকোর্ট ৷ সেই রায়ে 25,753 জনের নিয়োগ বাতিল করে বিচারপতি দেবাংশু বসাক এবং শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ৷ একইসঙ্গে নয়া টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে ৷

আরও পড়ুন:

  1. বাতিল 2016 এসএসসি'র সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া, একনজরে নির্দেশনামায় কী বলল হাইকোর্ট
  2. 23 হাজারের বেশি নিয়োগ বাতিল, এসএসসি মামলার রায়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ হাইকোর্টের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.