কলকাতা, 20 এপ্রিল: বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চলছে ৷ এই আবহে শনিবার রাজভবনে বৈঠক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ হাতেগোনা 4-5টি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং অন্তর্বর্তী উপাচার্যদের এই বৈঠকে ডাকা হয়েছে ৷ রাজভবনের ডাকে এই বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায়, যাদবপুরের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ভাস্কর গুপ্ত, বিদ্যাসাগর ও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রঞ্জন চক্রবর্তী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ৷
রাজভবন সূত্রের দাবি, এদিনের বৈঠকে ছিলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজভবনের এক সিনিয়র অফিসার প্রাক্তন এবং অন্তর্বর্তী উপাচার্যদের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন ৷ কিন্তু বৈঠকের বিষয়বস্তু কিংবা তার পরবর্তী সিদ্ধান্ত সরকারিভাবে রাজভবন থেকে জানানো হয়নি ৷ এমনকী যে সব উপাচার্যরা এই বৈঠকে উপস্থিত ছিলেন তাঁরাও কিছু বলতে চাননি ৷
তবে সূত্রের দাবি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়-সহ দু-তিন জন উপাচার্যের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল রাজভবনে ৷ সেই অভিযোগ খতিয়ে দেখা এবং সেই বিষয়ে পর্যালোচনার জন্যই তাঁদের শনিবার রাজভবনে ডাকা হয়েছিল ৷ এমনকী রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান অবস্থা সংক্রান্ত বিষয়েও আলোচনা করা হয়েছে বলে সূত্রের দাবি ৷ ফলে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপাল যে সংঘাত আবহাওয়া চলছে, তা যে এখনই মিটে গিয়েছে বা মিটে যাচ্ছে এমনটা নয় ৷ জটিলতা রয়েই গিয়েছে, তা বলা চলে ৷
এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের পাঠানো 31টি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য উপাচার্যদের নামের তালিকা থেকে রাজ্যপাল বা আচার্য ছ'জনকে বেছে নিয়েছেন ৷ তার পরে গত 18 তারিখ দেশের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমনী কলকাতা এসে রাজ্যপালের সিভি আনন্দ বোসের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন ৷ এর আগের বৈঠকের রিপোর্ট গত 16 এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানিতে পেশ করা হয় ৷ তারপর রাজ্যপালের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের এই বৈঠক হয় ৷ যদিও অফিসিয়ালি সে সংক্রান্ত কোনও তথ্য রাজভবন থেকে জানানো হয়নি ৷
আরও পড়ুন: