ETV Bharat / state

কুনকি হাতির সাহায্যে ইন্দো-বাংলাদেশের জিরো পয়েন্ট থেকে ভারতে ফিরল হাতিরা - Elephant enters Bangladesh

Elephants crosses India-Bangladesh Border: বাংলাদেশের জিরো পয়েন্টে ঢুকে পড়েছিল দু'টি হাতি ৷ তাদের কুনকি দিয়ে ভারতে ফিরিয়ে আনা হল ৷

ETV Bharat
চলছে হাতি উদ্ধার অভিযান
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 7:02 AM IST

বাংলাদেশের জিরো পয়েন্টে চলে যাওয়া হাতিদের ভারতে ফেরানো হল

দার্জিলিং, 24 ফেব্রুয়ারি: দীর্ঘ প্রচেষ্টার পর ভারতে ফেরানো হল দু'টি হাতিকে ৷ তারা বাংলাদেশের জিরো পয়েন্টে ঢুকে পড়েছিল ৷ ওই দু'টি হাতিকে ট্রাঙ্কুলাইজ করে কুনকি হাতির সাহায্যে ভারতে ফিরিয়ে আনা হল ৷ পরে ক্রেনে করে দাতি দু'টিকে ট্রাকে তুলে সেখান থেকে অন্যত্র জঙ্গলে নিয়ে যাওয়া হয় ৷

মঙ্গলবার জলপাইগুড়ির সন্ন্যাসীকাটা এলাকা দিয়ে কাঁটাতার ভেঙে বাংলাদেশের পঞ্চগড়ে ঢুকে পড়ে দু'টি হাতি ৷ সেখানে কাশিমগঞ্জ ও তেঁতুলিয়ায় ভুট্টা ক্ষেতে গিয়ে আটকে পড়ে তারা ৷ পরে অনেক চেষ্টায় হাতিগুলিকে গুমানিবস্তি এলাকা দিয়ে ভারতে ফেরানো হয় ৷ কিন্তু হাতিরা নেকনাগছ ও কুচিয়াগছ এলাকায় দাপিয়ে বেড়াতে থাকে ৷

বুধবার রাতে হাতিগুলি ফাঁসিদেওয়ার মুড়িখাওয়া সীমান্ত লাগোয়া কাঁটাতারহীন সীমান্ত দিয়ে বড়বিল্লায় বিএসএফ ক্যাম্প লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে ৷ বৃহস্পতিবার সারাদিন ওই জঙ্গলেই থাকে দু'টি হাতি ৷

শুক্রবার সকালে ফের হাতি দু'টি ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় ঢুকে যায় ৷ এরপরই পরিস্থিতি সামাল দিতে গরুমারা থেকে আনা হয় দু'টি কুনকি হাতিকে ৷ কুনকি হাতির সাহায্যে হাতি দু'টিকে মুড়িখাওয়ার জিরো পয়েন্টে এনে ট্রাঙ্কুলাইজ করা হয় ৷ এরপর তাদের আর্থ মুভার দিয়ে ট্রাকে তুলে নকশালবাড়ি জঙ্গলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় ৷ তবে গোটা ঘটনায় বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ভারতে ফেরার পর হাতি দু'টির বাংলাদেশে ফেরত যাওয়ার আশঙ্কা আগে থেকেই ছিল ৷ তারপরেও কেন হাতি দু'টির উপর নজরদারি চালানো হল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ রাজ্যের প্রধান মুখ্য বনপাল (হেড অফ ফরেস্ট ফোর্স) নিরজ সিঙ্ঘল বলেন, "হাতি দু'টিকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হয়েছে ৷ তাদের কুনকির সাহায্যে গাড়িতে তুলে জঙ্গলে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে ৷"

আরও পড়ুন:

  1. বাংলাদেশ সফর শেষে ভারতে ফিরেই দাপিয়ে বেড়াচ্ছে গজরাজ
  2. ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু রুখতে বসছে এলিসেন্স ডিভাইস, খরচ 30 হাজার মার্কিন ডলার
  3. সীমান্তে কাঁটাতারের গেট ভেঙে বাংলাদেশে ঢুকল 2 হাতি, ফেরানোর চেষ্টায় বিএসএফ

বাংলাদেশের জিরো পয়েন্টে চলে যাওয়া হাতিদের ভারতে ফেরানো হল

দার্জিলিং, 24 ফেব্রুয়ারি: দীর্ঘ প্রচেষ্টার পর ভারতে ফেরানো হল দু'টি হাতিকে ৷ তারা বাংলাদেশের জিরো পয়েন্টে ঢুকে পড়েছিল ৷ ওই দু'টি হাতিকে ট্রাঙ্কুলাইজ করে কুনকি হাতির সাহায্যে ভারতে ফিরিয়ে আনা হল ৷ পরে ক্রেনে করে দাতি দু'টিকে ট্রাকে তুলে সেখান থেকে অন্যত্র জঙ্গলে নিয়ে যাওয়া হয় ৷

মঙ্গলবার জলপাইগুড়ির সন্ন্যাসীকাটা এলাকা দিয়ে কাঁটাতার ভেঙে বাংলাদেশের পঞ্চগড়ে ঢুকে পড়ে দু'টি হাতি ৷ সেখানে কাশিমগঞ্জ ও তেঁতুলিয়ায় ভুট্টা ক্ষেতে গিয়ে আটকে পড়ে তারা ৷ পরে অনেক চেষ্টায় হাতিগুলিকে গুমানিবস্তি এলাকা দিয়ে ভারতে ফেরানো হয় ৷ কিন্তু হাতিরা নেকনাগছ ও কুচিয়াগছ এলাকায় দাপিয়ে বেড়াতে থাকে ৷

বুধবার রাতে হাতিগুলি ফাঁসিদেওয়ার মুড়িখাওয়া সীমান্ত লাগোয়া কাঁটাতারহীন সীমান্ত দিয়ে বড়বিল্লায় বিএসএফ ক্যাম্প লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে ৷ বৃহস্পতিবার সারাদিন ওই জঙ্গলেই থাকে দু'টি হাতি ৷

শুক্রবার সকালে ফের হাতি দু'টি ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় ঢুকে যায় ৷ এরপরই পরিস্থিতি সামাল দিতে গরুমারা থেকে আনা হয় দু'টি কুনকি হাতিকে ৷ কুনকি হাতির সাহায্যে হাতি দু'টিকে মুড়িখাওয়ার জিরো পয়েন্টে এনে ট্রাঙ্কুলাইজ করা হয় ৷ এরপর তাদের আর্থ মুভার দিয়ে ট্রাকে তুলে নকশালবাড়ি জঙ্গলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় ৷ তবে গোটা ঘটনায় বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ভারতে ফেরার পর হাতি দু'টির বাংলাদেশে ফেরত যাওয়ার আশঙ্কা আগে থেকেই ছিল ৷ তারপরেও কেন হাতি দু'টির উপর নজরদারি চালানো হল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ রাজ্যের প্রধান মুখ্য বনপাল (হেড অফ ফরেস্ট ফোর্স) নিরজ সিঙ্ঘল বলেন, "হাতি দু'টিকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হয়েছে ৷ তাদের কুনকির সাহায্যে গাড়িতে তুলে জঙ্গলে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে ৷"

আরও পড়ুন:

  1. বাংলাদেশ সফর শেষে ভারতে ফিরেই দাপিয়ে বেড়াচ্ছে গজরাজ
  2. ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু রুখতে বসছে এলিসেন্স ডিভাইস, খরচ 30 হাজার মার্কিন ডলার
  3. সীমান্তে কাঁটাতারের গেট ভেঙে বাংলাদেশে ঢুকল 2 হাতি, ফেরানোর চেষ্টায় বিএসএফ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.