ETV Bharat / state

বোমায় উচ্চ ক্ষমতাশালী বিস্ফোরক ? সাগরপাড়ায় নমুনা সংগ্রহ ফরেন্সিক দলের

মুর্শিদাবাদের সাগরপাড়ার বিস্ফোরণস্থলে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল ৷ উচ্চ ক্ষমতাশালী বিস্ফোরক দিয়ে বোমা বাঁধা হচ্ছিল কি না, তার খোঁজ চলছে ৷

ETV BHARAT
সাগরপাড়ার বিস্ফোরণস্থলে ফরেন্সিক দল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

সাগরপাড়া, 11 ডিসেম্বর: মুর্শিদাবাদের সাগরপাড়ায় বিস্ফোরণস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক বিশেষজ্ঞ দল । বুধবার দুপুরে তিনজনের ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছয় । সঙ্গে ছিলেন সাগরপাড়া থানার ওসি, ডোমকল এসডিপিও, সিআই । কী ধরনের মশলা বোমা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা ৷

এদিন ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, "বিস্ফোরণে কী ধরনের মশলা ব্যবহার করা হয়েছিল, তা খতিয়ে দেখতেই ফরেন্সিক টিম ডাকা হয়েছে । তারা নমুনা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে । নমুনা পরীক্ষার পরই জানা যাবে বোমা তৈরিতে কী কী মশলা ব্যবহার করা হয়েছিল ।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় তিনজনের । ঘটনায় গুরুতর জখম হন আরও দু'জন । মৃত এক ব্যক্তির বাড়িতেই বোমা বাঁধা হচ্ছিল বলে পুলিশের তদন্তে উঠে এসেছে । বিস্ফোরণের পর তিনদিন কেটে গেলেও সেখানে কী ধরনের বিস্ফোরক ছিল তা এখনও জানতে পারেনি পুলিশ । তাই ফরেন্সিক বিশেষজ্ঞ দলের সাহায্য নেওয়া হচ্ছে ।

ফরেন্সিক দলের তিনজন আধিকারিক আজ ঘটনাস্থলে আসেন । বিস্ফোরণে ভেঙে পড়া বাড়ির মধ্যে ঢুকে নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু করেন তাঁরা । বিস্ফোরণে বাড়ির ছাদও উড়ে গিয়েছিল । প্রাথমিক তদন্তে উঠে আসে যে, উচ্চ ক্ষমতাশালী বিস্ফোরক দিয়ে বোমা বাঁধা হচ্ছিল ৷ এদিকে, ঘটনাস্থলে ফরেন্সিক দল আসায় গ্রামে নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে । কোথাও আরও বিস্ফোরক মজুত থাকতে পারে বলে গ্রামবাসীরা আশঙ্কা করছেন ।

উল্লেখ্য, গত রবিবার রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা এলাকার একটি বাড়িতে বোমা বাঁধার সময় তা ফেটে যায় ৷ বিস্ফোরণে মৃত্যু হয় তিনজনের ৷ পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সাকিরুল সরকার (29), মামন মোল্লা (21) ও মুস্তাকিন শেখ (35) । তাঁদের মধ্যে দু'জনের বাড়ি খয়েরতলায় । মুস্তাকিনের বাড়ি মাহাতাব কলোনি এলাকায় ৷

সাগরপাড়া, 11 ডিসেম্বর: মুর্শিদাবাদের সাগরপাড়ায় বিস্ফোরণস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক বিশেষজ্ঞ দল । বুধবার দুপুরে তিনজনের ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছয় । সঙ্গে ছিলেন সাগরপাড়া থানার ওসি, ডোমকল এসডিপিও, সিআই । কী ধরনের মশলা বোমা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা ৷

এদিন ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, "বিস্ফোরণে কী ধরনের মশলা ব্যবহার করা হয়েছিল, তা খতিয়ে দেখতেই ফরেন্সিক টিম ডাকা হয়েছে । তারা নমুনা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে । নমুনা পরীক্ষার পরই জানা যাবে বোমা তৈরিতে কী কী মশলা ব্যবহার করা হয়েছিল ।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় তিনজনের । ঘটনায় গুরুতর জখম হন আরও দু'জন । মৃত এক ব্যক্তির বাড়িতেই বোমা বাঁধা হচ্ছিল বলে পুলিশের তদন্তে উঠে এসেছে । বিস্ফোরণের পর তিনদিন কেটে গেলেও সেখানে কী ধরনের বিস্ফোরক ছিল তা এখনও জানতে পারেনি পুলিশ । তাই ফরেন্সিক বিশেষজ্ঞ দলের সাহায্য নেওয়া হচ্ছে ।

ফরেন্সিক দলের তিনজন আধিকারিক আজ ঘটনাস্থলে আসেন । বিস্ফোরণে ভেঙে পড়া বাড়ির মধ্যে ঢুকে নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু করেন তাঁরা । বিস্ফোরণে বাড়ির ছাদও উড়ে গিয়েছিল । প্রাথমিক তদন্তে উঠে আসে যে, উচ্চ ক্ষমতাশালী বিস্ফোরক দিয়ে বোমা বাঁধা হচ্ছিল ৷ এদিকে, ঘটনাস্থলে ফরেন্সিক দল আসায় গ্রামে নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে । কোথাও আরও বিস্ফোরক মজুত থাকতে পারে বলে গ্রামবাসীরা আশঙ্কা করছেন ।

উল্লেখ্য, গত রবিবার রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা এলাকার একটি বাড়িতে বোমা বাঁধার সময় তা ফেটে যায় ৷ বিস্ফোরণে মৃত্যু হয় তিনজনের ৷ পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সাকিরুল সরকার (29), মামন মোল্লা (21) ও মুস্তাকিন শেখ (35) । তাঁদের মধ্যে দু'জনের বাড়ি খয়েরতলায় । মুস্তাকিনের বাড়ি মাহাতাব কলোনি এলাকায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.