ETV Bharat / state

নজিরবিহীন ! সরকারি ভাবে কেক কেটে নজরুলের জন্মদিন পালন চুরুলিয়ায় - Nazrul Islam birth anniversary

author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 3:01 PM IST

Updated : May 25, 2024, 4:22 PM IST

Nazrul Islam birth anniversary: চুরুলিয়ায় সরকারি ভাবে কেক কেটে পালিত হল কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী ৷ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়, বিদ্রোহী কবির ভাইপো রেজাউল করিম, পরিবারের সদস্য সোনালি কাজী-সহ অন্যান্যরা ।

ETV BHARAT
কেক কেটে নজরুলের জন্মদিন পালন (নিজস্ব ছবি)

আসানসোল, 25 মে: এ যেন মনিষীর জন্মদিন নয়...কেক কেটে পশ্চিমী কায়দায় পালিত হল নজরুল ইসলামের 'হ্যাপি বার্থ ডে'। খোদ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নজরুলের জন্মভিটে চুরুলিয়ায় এভাবেই জন্মদিন পালনের সাক্ষী থাকল ভারত-বাংলাদেশের অগণিত নজরুল প্রেমী । নজরুলের ছবির সামনে কেক কাটলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়, বিদ্রোহী কবির ভাইপো রেজাউল করিম, পরিবারের সদস্য সোনালি কাজী-সহ অন্যান্যরা ।

সরকারি ভাবে কেক কেটে নজরুলের জন্মদিন পালন চুরুলিয়ায় (নিজস্ব ভিডিয়ো)

শনিবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে কবি মেলা শুরু হল কবির জন্মভিটে জামুরিয়ার চুরুলিয়া গ্রামে । চুরুলিয়ায় কবিমেলা এ বার 34তম বর্ষে পদার্পণ করল । কাজী নজরুল বিশ্ববিদ্যালয় গঠন হওয়ার পর থেকেই নজরুল মেলা মূলত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালনা করে । সেই মতো কবির জন্মদিনে প্রভাতফেরি অনুষ্ঠিত হয় । প্রভাতফেরি থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় । ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক থেকে শুরু করে নজরুলপ্রেমী মানুষজন । কাজী নজরুলের সমাধি ও তাঁর পত্মী প্রমীলা দেবীর সমাধিতেও শ্রদ্ধা জানান সবাই । শুধুমাত্র এই বাংলাই নয়, বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে নজরুলপ্রেমী এসেছেন এই মেলায় ।

আরও পড়ুন:

অন্যদিকে, প্রভাতফেরির পরে নজরুল আকাদেমি চত্বরেই কেক কেটে কবির জন্মদিন পালন করেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা । কেক কেটে কবির মুখের সামনেও ধরা হয় । পাশাপাশি নিজেরাও কেক খেয়ে নজরুলের জন্মদিন পালন করেন উপস্থিত বিশিষ্টজনেরা । কেন বিদেশি কায়দায় নজরুলের জন্মদিন পালন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-সহ অন্যান্যরা ।

আরও পড়ুন:

দেবাশিষ বন্দ্যোপাধ্যায় জানান, কলকাতা, মুম্বই শহর স্থানীয় বেশ কয়েকজন শিল্পীর সমন্বয়ে এ বছরের কবি মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । পাশাপাশি এই মেলা চলবে আগামী 31মে পর্যন্ত । এই কবিমেলা উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে । কলকাতার নামী ও বিখ্যাত শিল্পীরা এই অনুষ্ঠানে আসবেন সঙ্গীত পরিবেশনের জন্য । পাশাপাশি কাজী নজরুল আকাদেমির সংগ্রহশালা উন্মুক্ত করা হয়েছে জনসাধারণের জন্য ।

আসানসোল, 25 মে: এ যেন মনিষীর জন্মদিন নয়...কেক কেটে পশ্চিমী কায়দায় পালিত হল নজরুল ইসলামের 'হ্যাপি বার্থ ডে'। খোদ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নজরুলের জন্মভিটে চুরুলিয়ায় এভাবেই জন্মদিন পালনের সাক্ষী থাকল ভারত-বাংলাদেশের অগণিত নজরুল প্রেমী । নজরুলের ছবির সামনে কেক কাটলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়, বিদ্রোহী কবির ভাইপো রেজাউল করিম, পরিবারের সদস্য সোনালি কাজী-সহ অন্যান্যরা ।

সরকারি ভাবে কেক কেটে নজরুলের জন্মদিন পালন চুরুলিয়ায় (নিজস্ব ভিডিয়ো)

শনিবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে কবি মেলা শুরু হল কবির জন্মভিটে জামুরিয়ার চুরুলিয়া গ্রামে । চুরুলিয়ায় কবিমেলা এ বার 34তম বর্ষে পদার্পণ করল । কাজী নজরুল বিশ্ববিদ্যালয় গঠন হওয়ার পর থেকেই নজরুল মেলা মূলত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালনা করে । সেই মতো কবির জন্মদিনে প্রভাতফেরি অনুষ্ঠিত হয় । প্রভাতফেরি থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় । ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক থেকে শুরু করে নজরুলপ্রেমী মানুষজন । কাজী নজরুলের সমাধি ও তাঁর পত্মী প্রমীলা দেবীর সমাধিতেও শ্রদ্ধা জানান সবাই । শুধুমাত্র এই বাংলাই নয়, বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে নজরুলপ্রেমী এসেছেন এই মেলায় ।

আরও পড়ুন:

অন্যদিকে, প্রভাতফেরির পরে নজরুল আকাদেমি চত্বরেই কেক কেটে কবির জন্মদিন পালন করেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা । কেক কেটে কবির মুখের সামনেও ধরা হয় । পাশাপাশি নিজেরাও কেক খেয়ে নজরুলের জন্মদিন পালন করেন উপস্থিত বিশিষ্টজনেরা । কেন বিদেশি কায়দায় নজরুলের জন্মদিন পালন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-সহ অন্যান্যরা ।

আরও পড়ুন:

দেবাশিষ বন্দ্যোপাধ্যায় জানান, কলকাতা, মুম্বই শহর স্থানীয় বেশ কয়েকজন শিল্পীর সমন্বয়ে এ বছরের কবি মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । পাশাপাশি এই মেলা চলবে আগামী 31মে পর্যন্ত । এই কবিমেলা উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে । কলকাতার নামী ও বিখ্যাত শিল্পীরা এই অনুষ্ঠানে আসবেন সঙ্গীত পরিবেশনের জন্য । পাশাপাশি কাজী নজরুল আকাদেমির সংগ্রহশালা উন্মুক্ত করা হয়েছে জনসাধারণের জন্য ।

Last Updated : May 25, 2024, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.