রায়গঞ্জ, 7 অগস্ট: নকল সস তৈরির অভিযোগ পেয়ে এক কারখানায় হানা দিল খাদ্য সুরক্ষা দফতর । বাজেয়াপ্ত করা হয়েছে নমুনা-সহ একাধিক গ্যাস সিলিন্ডার ও সস তৈরির সরঞ্জাম । বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের 22 নং ওয়ার্ডের হরিবাসরপাড়া এলাকায় ৷
জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের 22 নং ওয়ার্ডের হরিবাসরপাড়া এলাকায় দীর্ঘ দিন ধরে দীপক সাহা নামে এক ব্যক্তি নিজের বাড়িতে কারখানা নির্মাণ করে বিভিন্ন ধরনের সস তৈরির কাজ করত । তবে তার কোনও বৈধ কাগজ কিংবা লাইসেন্স ছিল না বলে অভিযোগ । পাশাপাশি এই কারখানা চালু হওয়ার পর প্রতিবেশীদের নানাবিধ সমস্যার মুখে পড়তে হত । বিশেষ করে বিভিন্ন রাসায়নিক ব্যবহারের ফলে বিকট গন্ধ ছড়াত গোটা এলাকায় ৷
ফলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধবার খাদ্য সুরক্ষা দফতর এবং রায়গঞ্জ থানার পুলিশ যৌথভাবে ওই বাড়িতে হানা দেয় । তবে কারখানার মালিক না থাকায় সেখানে তৈরি সসগুলির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় পাশাপাশি বিভিন্ন সরঞ্জাম-সহ একাধিক গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয় ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই কারখানায় তৈরি সসের বোতলগুলির লেবেলিংয়ে সস তৈরির ঠিকানা রায়গঞ্জের বদলে জলপাইগুড়ি দেওয়া রয়েছে । ফলে গোটা প্রক্রিয়াটি বেআইনি বলে দাবী স্থানীয় বাসিন্দাদের । পাশাপাশি তাদের আরও অভিযোগ, এই সমস্ত সস খেলে বিশেষ করে শিশুদের বিভিন্ন শারীরিক সমস্যা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন তারা । যদিও এই বিষয়ে অভিযুক্ত এবং সংশ্লিষ্ট দফতরের কোনও প্রতিক্রিয়া মেলেনি । তবে দীর্ঘদিন ধরে শহরের মধ্যে বেআইনিভাবে এই কারবার নিয়ে শঙ্কিত শহরবাসী ।
এই বিষয়ে রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতর সর্বদা সজাগ সতর্কভাবে জনসাধারণের সুবিধার্থে কাজ করে চলেছে । অন্যায় করলে তাকে ধরা হবে এবং আইনিভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে । ওই ব্যবসায়ীর কোনও ট্রেড লাইসেন্স ছিল না। সম্পূর্ণটাই বেআইনিভাবে চলছিল । বেআইনি কাজ বন্ধ করবার জন্য ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সুরক্ষা দফতরকে ।"