ETV Bharat / state

15 দিন ধরে দুর্গাপুজো, সন্ধিক্ষণে দেবীর হাত থেকে পড়ে যায় অস্ত্র ! - Durga Puja 2024

Ancient Durga Puja of Asansol: আসানসোলের প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম গাড়ুই গ্রামের 500 বছরের দুর্গাপুজো ৷ এই গ্রামে তিনটি পুজো হলেও সবার প্রথমে পুজো হয় আদি দুর্গামাতার ৷ তারপর বাকি দু'টির ৷ এখনও সন্ধিপুজোর সময় দেবী জানান দেন নিজের উপস্থিতি ৷ এমনই অনেক কাহিনি জড়িয়ে রয়েছে এই পুজোর পিছনে ৷

Asansol News
আসানসোলের গাড়ুই গ্রামের প্রাচীন দুর্গাপুজো (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2024, 7:24 PM IST

Updated : Sep 16, 2024, 3:25 PM IST

আসানসোল, 15 সেপ্টেম্বর: গ্রাম বাংলায় দুর্গাপুজো ঘিরে কত রকমেরই না নিয়ম আচার, কত অলৌকিক গল্পকথা, কত ইতিহাস ও পৌরাণিক উপাখ্যান । তেমনই আসানসোলের গাড়ুই গ্রামে দুর্গাপুজো একেবারেই ব্যতিক্রমী । প্রায় 500 বছরের প্রাচীন এই পুজো হয় 15 দিন ধরে । জিতাষ্টমীর পরের দিন নবমীতে মঙ্গলঘট প্রতিষ্ঠা দিয়ে শুরু হয় বোধন ৷ সেইদিন থেকে পুজো চলে দশমী পর্যন্ত । শুধু তাই নয়, সন্ধিক্ষণের সময়ে মা নিজের উপস্থিতি জানান দিয়ে যান । কখনও মায়ের হাত থেকে ফুল পড়ে যায়, কখনও বা আবার হাত থেকে পড়ে যায় অস্ত্র ।

জানুন আসানসোলের 500 বছরের পুরনো দুর্গাপুজোর কাহিনি (ইটিভি ভারত)

আসানসোল পৌরনিগমের 20 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই গাড়ুই গ্রাম । 19 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত প্রাচীন এই গ্রামে প্রায় 500 বছরের পুরনো পারিবারিক দুর্গাপুজো এটি । চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায় এবং বন্দ্যোপাধ্যায় এই তিন পরিবারের রয়েছে এই পুজোয় । প্রথমে যদিও একটি পুজো ছিল । পরবর্তীকালে পরিবার বিস্তৃত হওয়ায় মুখোপাধ্যায় এবং বন্দ্যোপাধ্যায় পরিবারের আরও দুটি আলাদা পুজো তৈরি হয়েছে । কিন্তু মূল এই প্রাচীন পুজোকে ঘিরেই মানুষের উন্মাদনা বেশি । এখনও এই মূল ও প্রাচীন পুজোর নবপত্রিকাকে স্নান করিয়ে নিয়ে আসার সময় সেই পালকিই আগে আসে ।

Asansol Durga Puja
অষ্টধাতুর মূর্তির নিত্য পুজোর মুহূর্ত (ইটিভি ভারত)

অন্য দুটো পুজোর নবপত্রিকা তারপরে আনা হয় । শুধু তাই নয়, সন্ধিক্ষণ থেকে বলিদান বা অন্যান্য সমস্ত কিছু নিয়মকানুন এই প্রাচীন মন্দিরে আগে হয়, তারপর গ্রামের অন্য দুটি মন্দিরে সেই নিয়ম মানা হয় । পারিবারিক সদস্য ও মন্দিরের পুরোহিত বিপত্তারণ চট্টোপাধ্যায় ও ধীরেন চট্টোপাধ্যায় বলেন, "প্রায় 500 বছরের পুরোনো এই পুজো । মন্দিরে অষ্টধাতুর মূর্তি রয়েছে । তা নিত্যপুজো হয় । যদিও পুজোয় দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তিও বানানো হয় । জিতা অষ্টমীর পরের দিন নবমী তিথি পড়লেই গাড়ুই গ্রামের এই প্রাচীন মন্দিরে দুর্গাপুজো শুরু হয়ে যায় । পুকুর থেকে নিয়ে আসা হয় মঙ্গলঘট । স্থাপন করা হয় মন্দিরের ভিতর ।"

তিনি আরও বলেন,"অষ্টধাতুর মূর্তিকে নিয়ে যাওয়া হয় সেই ঘটের সামনে । সেখানে শুরু হয় দুর্গার আরাধনা, পুজো আর্চা, চণ্ডীপাঠ । দুর্গাপুজোর 11 দিন আগে থেকেই পুজো শুরু হয় । অর্থাৎ, মোট 15 দিন ধরে এখানে দুর্গাপুজো হয় । সন্ধিপুজোয় মা জানান দেন নিজের উপস্থিতি । কখনও দড়িতে টাঙানো বড় নাড়ু ভেঙে পড়ে কখনও বা মূর্তির হাত থেকে ফুল কিংবা অস্ত্র পড়ে যায় ঠিক ওই সময়ে । আর তা দেখতে হাজার হাজার মানুষের ভিড় জমায় গ্রামে ।"

Asansol Durga Puja
মন্দিরের ভিতরে অষ্টধাতুর মূর্তি (ইটিভি ভারত)

তিনি আরও জানান, মহিলাদের বিশেষ শারীরিক অসুস্থতার জন্য ওষুধ দেওয়া হয় এই মন্দিরে । সেই কারণে সারা বছর ধরেই শুধু আসানসোল নয়, বাইরের বিভিন্ন জায়গা এমনকি রাজ্যের বাইরে থেকেও বহু মানুষ এখানে আসেন সেই ওষুধ নেওয়ার জন্য । পুজোর সময় তাঁরাই আসেন মানত শোধ করতে ।

এই পুজোর শরিকী পরিবারের সদস্য দেবাশিস মুখোপাধ্যায় বলেন, "সপ্তমী, অষ্টমী এবং নবমী তিন দিনে এখানে ছাগল বলি হয় । নবমীর রাতে গোটা গ্রামের মানুষ একসঙ্গে ভোগ খায় । শরিকী পরিবারের পুজো হলেও বর্তমানে এই পুজো গ্রামের মানুষের পুজো হয়ে গিয়েছে । সেখানে সমস্ত গ্রামের মানুষ এসে এখানে আনন্দ করেন, অঞ্জলি দেন এবং প্রসাদ গ্রহণ করেন । পুজোর চারদিন বাইরে যারা থাকেন, পরিবারের সেই সদস্যরাও ফিরে আসেন গ্রামে । একটা মিলন উৎসবে চেহারা নেয় গাড়ুই গ্রামের এই দুর্গাপুজো ।"

আসানসোল, 15 সেপ্টেম্বর: গ্রাম বাংলায় দুর্গাপুজো ঘিরে কত রকমেরই না নিয়ম আচার, কত অলৌকিক গল্পকথা, কত ইতিহাস ও পৌরাণিক উপাখ্যান । তেমনই আসানসোলের গাড়ুই গ্রামে দুর্গাপুজো একেবারেই ব্যতিক্রমী । প্রায় 500 বছরের প্রাচীন এই পুজো হয় 15 দিন ধরে । জিতাষ্টমীর পরের দিন নবমীতে মঙ্গলঘট প্রতিষ্ঠা দিয়ে শুরু হয় বোধন ৷ সেইদিন থেকে পুজো চলে দশমী পর্যন্ত । শুধু তাই নয়, সন্ধিক্ষণের সময়ে মা নিজের উপস্থিতি জানান দিয়ে যান । কখনও মায়ের হাত থেকে ফুল পড়ে যায়, কখনও বা আবার হাত থেকে পড়ে যায় অস্ত্র ।

জানুন আসানসোলের 500 বছরের পুরনো দুর্গাপুজোর কাহিনি (ইটিভি ভারত)

আসানসোল পৌরনিগমের 20 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই গাড়ুই গ্রাম । 19 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত প্রাচীন এই গ্রামে প্রায় 500 বছরের পুরনো পারিবারিক দুর্গাপুজো এটি । চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায় এবং বন্দ্যোপাধ্যায় এই তিন পরিবারের রয়েছে এই পুজোয় । প্রথমে যদিও একটি পুজো ছিল । পরবর্তীকালে পরিবার বিস্তৃত হওয়ায় মুখোপাধ্যায় এবং বন্দ্যোপাধ্যায় পরিবারের আরও দুটি আলাদা পুজো তৈরি হয়েছে । কিন্তু মূল এই প্রাচীন পুজোকে ঘিরেই মানুষের উন্মাদনা বেশি । এখনও এই মূল ও প্রাচীন পুজোর নবপত্রিকাকে স্নান করিয়ে নিয়ে আসার সময় সেই পালকিই আগে আসে ।

Asansol Durga Puja
অষ্টধাতুর মূর্তির নিত্য পুজোর মুহূর্ত (ইটিভি ভারত)

অন্য দুটো পুজোর নবপত্রিকা তারপরে আনা হয় । শুধু তাই নয়, সন্ধিক্ষণ থেকে বলিদান বা অন্যান্য সমস্ত কিছু নিয়মকানুন এই প্রাচীন মন্দিরে আগে হয়, তারপর গ্রামের অন্য দুটি মন্দিরে সেই নিয়ম মানা হয় । পারিবারিক সদস্য ও মন্দিরের পুরোহিত বিপত্তারণ চট্টোপাধ্যায় ও ধীরেন চট্টোপাধ্যায় বলেন, "প্রায় 500 বছরের পুরোনো এই পুজো । মন্দিরে অষ্টধাতুর মূর্তি রয়েছে । তা নিত্যপুজো হয় । যদিও পুজোয় দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তিও বানানো হয় । জিতা অষ্টমীর পরের দিন নবমী তিথি পড়লেই গাড়ুই গ্রামের এই প্রাচীন মন্দিরে দুর্গাপুজো শুরু হয়ে যায় । পুকুর থেকে নিয়ে আসা হয় মঙ্গলঘট । স্থাপন করা হয় মন্দিরের ভিতর ।"

তিনি আরও বলেন,"অষ্টধাতুর মূর্তিকে নিয়ে যাওয়া হয় সেই ঘটের সামনে । সেখানে শুরু হয় দুর্গার আরাধনা, পুজো আর্চা, চণ্ডীপাঠ । দুর্গাপুজোর 11 দিন আগে থেকেই পুজো শুরু হয় । অর্থাৎ, মোট 15 দিন ধরে এখানে দুর্গাপুজো হয় । সন্ধিপুজোয় মা জানান দেন নিজের উপস্থিতি । কখনও দড়িতে টাঙানো বড় নাড়ু ভেঙে পড়ে কখনও বা মূর্তির হাত থেকে ফুল কিংবা অস্ত্র পড়ে যায় ঠিক ওই সময়ে । আর তা দেখতে হাজার হাজার মানুষের ভিড় জমায় গ্রামে ।"

Asansol Durga Puja
মন্দিরের ভিতরে অষ্টধাতুর মূর্তি (ইটিভি ভারত)

তিনি আরও জানান, মহিলাদের বিশেষ শারীরিক অসুস্থতার জন্য ওষুধ দেওয়া হয় এই মন্দিরে । সেই কারণে সারা বছর ধরেই শুধু আসানসোল নয়, বাইরের বিভিন্ন জায়গা এমনকি রাজ্যের বাইরে থেকেও বহু মানুষ এখানে আসেন সেই ওষুধ নেওয়ার জন্য । পুজোর সময় তাঁরাই আসেন মানত শোধ করতে ।

এই পুজোর শরিকী পরিবারের সদস্য দেবাশিস মুখোপাধ্যায় বলেন, "সপ্তমী, অষ্টমী এবং নবমী তিন দিনে এখানে ছাগল বলি হয় । নবমীর রাতে গোটা গ্রামের মানুষ একসঙ্গে ভোগ খায় । শরিকী পরিবারের পুজো হলেও বর্তমানে এই পুজো গ্রামের মানুষের পুজো হয়ে গিয়েছে । সেখানে সমস্ত গ্রামের মানুষ এসে এখানে আনন্দ করেন, অঞ্জলি দেন এবং প্রসাদ গ্রহণ করেন । পুজোর চারদিন বাইরে যারা থাকেন, পরিবারের সেই সদস্যরাও ফিরে আসেন গ্রামে । একটা মিলন উৎসবে চেহারা নেয় গাড়ুই গ্রামের এই দুর্গাপুজো ।"

Last Updated : Sep 16, 2024, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.