ফরাক্কা, 23 নভেম্বর: অপহৃত দুই ব্যবসায়ী । সাড়ে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করল অপহরণকারীরা । তদন্তে নেমে মোবাইল টাওয়ার চিহ্নিত করে ফরাক্কা থেকে পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ ৷
এই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ফরাক্কার এক হোটেল থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে । এদিন তাঁদের হাওড়া আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় বলেন, "নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ফরাক্কার একটি হোটেলে তল্লাশি চালিয়ে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার করে পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদের বেলুড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।"
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নদিয়ার কল্যাণী থেকে সমীর খান এবং হাওড়ার এক ব্যবসায়ী অম্বর খানকে অপহরণ করে সাড়ে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় পরিবারের কাছে । হাওড়া জেলার বেলুড় থানায় বিষয়টি নিয়ে অভিযোগ করা হয় । তারপরই রাজ্যজুড়ে অ্যালার্ট জারি হয় প্রশাসনের পক্ষ থেকে। টাওয়ার লোকেশন চিহ্নিত করে দেখা যায়, অভিযুক্তরা সকলেই ফরাক্কা থানা এলাকায় রয়েছেন । তারপরেই কার্যত তৎপর হয়ে ওঠে প্রশাসন । শুক্রবার সন্ধ্যায় ফরাক্কার একটি বেসরকারি হোটেলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্তদের ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অভিজিৎ বালা রাজু দেবনাথ ৷ একজনের বাড়ি নদিয়া জেলার চাকদা, অপরজনের বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কায় ৷ এর সঙ্গেই গ্রেফতার করা হয়েছে, সেতাহার শেখ, রায়হান শেখ, এবং রিঙ্কু শেখকে ৷ এরা সকলেই মালদার বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে । শুক্রবার রাতেই ধৃতদের বেলুড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে ।