ETV Bharat / state

25 টন ইলিশ নিয়ে ফিরল মৎস্যজীবীদের ট্রলার - Supply of Hilsa Fish to Increase - SUPPLY OF HILSA FISH TO INCREASE

Hilsa to Hit Market: 25 টন ইলিশ নিয়ে ফিরে এল মৎস্যজীবীদের ট্রলার ৷ মরশুমের শুরুতেই বিপুল পরিমাণ মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরাও ৷ এবার বাজারে ইলিশের দেখা মিলবে বলে আশায় খাদ্যরসিক বাঙালি ৷

Ilish fish in Market
25 টন ইলিশ নিয়ে ফিরল মৎস্যজীবী ট্রলার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 3:38 PM IST

ডায়মন্ড হারবার, 1 অগস্ট: মৎস্যপ্রেমীদের জন্য সুখবর ৷ রবিবারের ছুটির আমেজ ইলিশ না-হলে সম্পূর্ণ হয় না ৷ কিন্তু প্রতিদিন বাজার গিয়েও দেখা পাওয়া যাচ্ছিল না ইলিশের ৷ তাই বিরক্ত হয়ে ব্যর্থ মনে ফিরে আসতে হচ্ছিল বাজার থেকে ৷ এবার তাঁদের জন্য এল সেই কাঙ্ঘিত খবর ৷ বুধবার 25 টন ইলিশ নিয়ে ফিরল মৎস্যজীবীদের ট্রলার ৷ মনে করা হচ্ছে, এবার বাজারে দেখা মিলবে বাঙালির প্রিয় ইলিশের ৷

ইলিশ নিয়ে ফিরল মৎস্যজীবীদের ট্রলার (ইটিভি ভারত)

মরশুম শুরুর দিকে খুব বেশি ইলিশের দেখা মেলেনি। এর ফলে মৎস্যজীবীরা হতাশ হয়ে পড়েছিলেন। কার্যত মাথায় হাত পড়ে গিয়েছিল বহু মৎস্যজীবী ও ট্রলার মালিকের। চাহিদা থাকলেও পরিমাণ মতো ইলিশের যোগান দিতে পারছিলেন না মৎস্যজীবীরা। বুধবার টন টন ইলিশ নিয়ে ডায়মন্ড হারবারে ফিরল মৎস্যজীবীদের ট্রলার। প্রায় 25 টন ইলিশ এসেছে ৷ এই বিপুল পরিমাণে ইলিশ নিয়ে বন্দরে মৎস্যজীবী ট্রলারগুলি ঢোকার পর 'রূপোলি শস্যের' দাম কমতে পারে বলে মনে করছেন অনেকে ৷

আগামী কয়েকদিনের মধ্যে আরও কিছু ইলিশ আসতে পারে বলে মনে করা হচ্ছে ৷ এক মৎস্যজীবী বলেন, "অবশেষে মাছের দেখা মিলেছে ৷ বহু ট্রলার এখনও মাছ ধরছে। আশা করা হচ্ছে দু-তিনদিনের মধ্যে যে সকল ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরছে সেগুলি ফিরবে ৷ বাজারে ইলিশের যোগানও থাকবে পর্যাপ্ত ৷ ফলে চাহিদা অনেকটাই মিটবে।"

সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, "মরশুম শুরু হলেও গভীর সমুদ্রে ইলিশের দেখা সেভাবে মেলেনি ৷ বাজারে যোগান কম ছিল ৷ দামের কারণে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছিল রূপলি শস্য। চাহিদা থাকলেও পরিমাণ মতো যোগান ছিল না ৷ কিন্তু বুধবার থেকে ফিরছে মৎস্যজীবীদের ইলিশ ভর্তি ট্রলার। বাজারে যে ইলিশের দাম আকাশ ছোঁয়া ছিল তা কিছুটা হলেও কমে যাবে।"

ডায়মন্ড হারবার, 1 অগস্ট: মৎস্যপ্রেমীদের জন্য সুখবর ৷ রবিবারের ছুটির আমেজ ইলিশ না-হলে সম্পূর্ণ হয় না ৷ কিন্তু প্রতিদিন বাজার গিয়েও দেখা পাওয়া যাচ্ছিল না ইলিশের ৷ তাই বিরক্ত হয়ে ব্যর্থ মনে ফিরে আসতে হচ্ছিল বাজার থেকে ৷ এবার তাঁদের জন্য এল সেই কাঙ্ঘিত খবর ৷ বুধবার 25 টন ইলিশ নিয়ে ফিরল মৎস্যজীবীদের ট্রলার ৷ মনে করা হচ্ছে, এবার বাজারে দেখা মিলবে বাঙালির প্রিয় ইলিশের ৷

ইলিশ নিয়ে ফিরল মৎস্যজীবীদের ট্রলার (ইটিভি ভারত)

মরশুম শুরুর দিকে খুব বেশি ইলিশের দেখা মেলেনি। এর ফলে মৎস্যজীবীরা হতাশ হয়ে পড়েছিলেন। কার্যত মাথায় হাত পড়ে গিয়েছিল বহু মৎস্যজীবী ও ট্রলার মালিকের। চাহিদা থাকলেও পরিমাণ মতো ইলিশের যোগান দিতে পারছিলেন না মৎস্যজীবীরা। বুধবার টন টন ইলিশ নিয়ে ডায়মন্ড হারবারে ফিরল মৎস্যজীবীদের ট্রলার। প্রায় 25 টন ইলিশ এসেছে ৷ এই বিপুল পরিমাণে ইলিশ নিয়ে বন্দরে মৎস্যজীবী ট্রলারগুলি ঢোকার পর 'রূপোলি শস্যের' দাম কমতে পারে বলে মনে করছেন অনেকে ৷

আগামী কয়েকদিনের মধ্যে আরও কিছু ইলিশ আসতে পারে বলে মনে করা হচ্ছে ৷ এক মৎস্যজীবী বলেন, "অবশেষে মাছের দেখা মিলেছে ৷ বহু ট্রলার এখনও মাছ ধরছে। আশা করা হচ্ছে দু-তিনদিনের মধ্যে যে সকল ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরছে সেগুলি ফিরবে ৷ বাজারে ইলিশের যোগানও থাকবে পর্যাপ্ত ৷ ফলে চাহিদা অনেকটাই মিটবে।"

সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, "মরশুম শুরু হলেও গভীর সমুদ্রে ইলিশের দেখা সেভাবে মেলেনি ৷ বাজারে যোগান কম ছিল ৷ দামের কারণে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছিল রূপলি শস্য। চাহিদা থাকলেও পরিমাণ মতো যোগান ছিল না ৷ কিন্তু বুধবার থেকে ফিরছে মৎস্যজীবীদের ইলিশ ভর্তি ট্রলার। বাজারে যে ইলিশের দাম আকাশ ছোঁয়া ছিল তা কিছুটা হলেও কমে যাবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.