কলকাতা, 14 মে: অঙ্গদানে নতুন দিশা। এই প্রথম রাজ্যের কোনও সরকারি হাসপাতালে 18 বছরের কিশোরের হবে অঙ্গ প্রতিস্থাপন। হার্ট এবং দু'টো ফুসফুস প্রতিস্থাপন হতে চলেছে ওই কিশোরের। নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতার অন্যতম সরকারি হাসপাতাল এসএসকেএম।
তবে এই ঘটনার সূত্রপাত হয়েছিল গত 10 মে। ডায়মন্ড হারবারের ফলতা থানার অন্তর্গত আসিনা এলাকার বাসিন্দা 52 বছরের অরুণ কোলে। পরিবারের সকলকে নিয়ে বিয়ে বাড়ি যাচ্ছিলেন তিনি। বিয়ে বাড়ির সামনে পৌঁছে রাস্তা পারাপারের সময় আচমকায় স্কুটিতে ধাক্কা খান অরুণবাবু ৷ সেখান থেকে প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবারের এক সরকারি হাসপাতালে। ওই হাসপাতাল থেকে স্থানান্তর করে দেওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে।
পরীক্ষা-নিরীক্ষার পর সেখান থেকে ফের রেফার করা হয় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে । গত 11 তারিখ সকালে অস্ত্রোপচার হয় অরুণবাবুর। ওনার জামাই বলেন, "অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে চিকিৎসক আমাদেরকে আশার আলো দেখাতে পারেন না। চিকিৎসক বলেই দেন অনেকটা দেরি হয়ে গিয়েছে। তাতে ওনার মস্তিষ্কের রক্তক্ষরণ আরও বেড়ে যায়। প্রথমত, এত রেফার তারপর এত টিকিটের লাইন দিতে গিয়ে আমাদের দেরি হয়ে যায়।" কিছুদিন ভেন্টিলেশনে থাকার পর রবিবার রাতে ব্রেন ডেথে উনি মারা যান।
এরপর হাসপাতালের তরফেই পরিবারকে বলা হয় অঙ্গদানের কথা। তাতেই রাজি হন অরুণবাবুর পরিবার। পরিবারের কথায়, "ওনার দেহ নিয়ে যদিও আরও কিছু মানুষের জীবন বাঁচে তাহলে ক্ষতি কী!" সেইমতো সোমবার সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায় দেহদানের প্রস্তুতি। তাঁর কিডনি পান কম্যান্ড হাসপাতালে ভরতি থাকা 32 বছরের এক মহিলা। অন্য একটি কিডনি পান এসএসকেএম মেডিক্যাল কলেজের হাসপাতালে ভরতি থাকা 28 বছরের এক মহিলা। লিভার দান করা হয় এসএসকেএম হাসপাতালের 51 বছরের এক প্রৌঢ়া। আর সবথেকে উল্লেখযোগ্য, 18 বছরের তরুণ পেলেন হৃদযন্ত্র এবং ফুসফুস ৷
আরও পড়ুন: