ETV Bharat / state

ক্ষুব্ধ অর্জুন সিংয়ের সঙ্গে কথা বলেছেন ফিরহাদ, কী জানালেন ব্যারাকপুরের সাংসদ ? - Firhad Hakim Talks With Arjun Singh

Firhad Hakim Talks With Arjun Singh: আসন্ন লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে ক্ষুব্ধ ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং ৷ তিনি ফের বিজেপিতে যোগ দিতে পারেন, এমন সম্ভাবনাও প্রবল ৷ তাই এবার তাঁর মান ভাঙাতে ময়দানে নেমেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷ যে কাজটা শুরু করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 10:45 AM IST

ক্ষুব্ধ অর্জুন সিংকে ফোন করে কথা ফিরহাদ হাকিমের

কলকাতা, 12 মার্চ: ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট না পাওয়াতে ক্ষোভ উগরে দিয়েছেন অর্জুন সিং ৷ এমনও সম্ভাবনা তৈরি হয়েছে, তিনি ফের বিজেপিতে যোগ দিতে পারেন ৷ তবে, সেই সম্ভাবনার কথা ওড়ালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি জানালেন, তৃণমূলে থাকা নিয়ে অর্জুনের সঙ্গে কথা হয়েছে তৃণমূলের এই শীর্ষ নেতার ৷ ঠিক কী কথা হয়েছে তাঁর সঙ্গে ? তা নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম ৷

ফিরহাদের দাবি, "কাল আমার সঙ্গে কথা হয়েছে ৷ আমি অর্জুন সিংকে বিকল্প প্রস্তাব দিয়েছি ৷ ও আমাকে বলেছে দল ছেড়ে কোথাও যাচ্ছি না ৷ নিশ্চই ওর একটা আশাআকাঙ্খা ছিল ৷ তবে, এটা দলের সিদ্ধান্ত ৷ দলের মধ্যেই থাকবে ৷" যদিও, লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে অর্জুন সিং দাবি করেছেন, "আমি ব্যারাকপুর ছাড়া কিছু ভাবি না ৷ দল ভাবছে ভাবুক ৷ বিজেপি থেকে তৃণমূলে আসা আমার ভুল ছিল ৷ এই প্রসঙ্গে ফিরহাদ দাবি করেছেন, "ও কী বলছে, সেটা ওর ব্যক্তিগত বিষয় ৷ কাল ও মঞ্চে ছিল ৷ দলের অনুমতি নিয়েই ওকে জানিয়েছি, যে দল ওকে বিকল্প ব্যবস্থা করে দেবে ৷"

তৃণমূল সূত্রের খবর, ঘাসফুল শিবির তাঁকে নিয়ে বিকল্প ভাবনাচিন্তা করেছে ৷ সেটা হল, একাধিক বিধায়ককে দাঁড় করানো হয়েছে লোকসভা ভোটে ৷ সেক্ষেত্রে তাঁরা জিতলে, তেমন কোনও বিধানসভা থেকে অর্জুন সিংকে জিতিয়ে এনে মন্ত্রিত্ব দেওয়া ৷ আবার রাজ্যসভার সাংসদকেও লোকসভার টিকিট দেওয়া হয়েছে ৷ সেই প্রার্থী জিতলে, খালি হওয়া রাজ্যসভার আসনে অর্জুন সিংকে পাঠানো ৷ তবে, অর্জুন সিং যেহেতু ব্যারাকপুর অঞ্চলের বাইরে বের হতে রাজি নন, তাই আলোচনা সাপেক্ষে ও পরিস্থিতি বুঝে পার্থ ভৌমিক জিতলে, তাঁকে নৈহাটি থেকে জিতিয়ে বিধায়ক ও পরবর্তী সময়ে মন্ত্রী করার ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তবে এখনই মুখ্য়মন্ত্রী এনিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ৷ সবটাই নির্ভর করছে লোকসভার ফলাফলের উপর ৷

উল্লেখ্য, গত রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42 আসনে প্রার্থী ঘোষণা করে তৃণমূল ৷ সেখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের নাম ঘোষণা করা হয় ৷ আর তাতেই বেজায় চটেছেন 2019 সালে বিজেপি টিকিটে জিতে ও পরে তৃণমূল কংগ্রেসে ফিরে আসা সাংসদ অর্জুন সিং ৷

তিনি ক্ষোভপ্রকাশ করে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে আশ্বাস দিয়েছিলেন ৷ কিন্তু, তিনি কথা রাখেননি ৷ সোমবার এনিয়ে ফের সংবাদ মাধ্যমের সামনে তিনি অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, তৃণমূল আসাটা খানিকটা ভুল হয়ে গেছে তাঁর ৷ তবে, ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর ফোন কথা হওয়ার বিষয়টিও জানিয়েছেন অর্জুন ৷

আরও পড়ুন:

  1. 'তৃণমূলে আসা কিছুটা ভুল হয়েছিল', জল্পনা জিইয়ে রেখে মন্তব্য অর্জুনের
  2. কথা রাখলেন না অভিষেক, তোপ অর্জুনের; জিইয়ে রাখলেন দলবদলের সম্ভাবনা
  3. মুখ্যমন্ত্রীকে ধন‍্যবাদ, অর্জুনকে প্রার্থী না-করা প্রসঙ্গে প্রতিক্রিয়া শ্যামের

ক্ষুব্ধ অর্জুন সিংকে ফোন করে কথা ফিরহাদ হাকিমের

কলকাতা, 12 মার্চ: ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট না পাওয়াতে ক্ষোভ উগরে দিয়েছেন অর্জুন সিং ৷ এমনও সম্ভাবনা তৈরি হয়েছে, তিনি ফের বিজেপিতে যোগ দিতে পারেন ৷ তবে, সেই সম্ভাবনার কথা ওড়ালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি জানালেন, তৃণমূলে থাকা নিয়ে অর্জুনের সঙ্গে কথা হয়েছে তৃণমূলের এই শীর্ষ নেতার ৷ ঠিক কী কথা হয়েছে তাঁর সঙ্গে ? তা নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম ৷

ফিরহাদের দাবি, "কাল আমার সঙ্গে কথা হয়েছে ৷ আমি অর্জুন সিংকে বিকল্প প্রস্তাব দিয়েছি ৷ ও আমাকে বলেছে দল ছেড়ে কোথাও যাচ্ছি না ৷ নিশ্চই ওর একটা আশাআকাঙ্খা ছিল ৷ তবে, এটা দলের সিদ্ধান্ত ৷ দলের মধ্যেই থাকবে ৷" যদিও, লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে অর্জুন সিং দাবি করেছেন, "আমি ব্যারাকপুর ছাড়া কিছু ভাবি না ৷ দল ভাবছে ভাবুক ৷ বিজেপি থেকে তৃণমূলে আসা আমার ভুল ছিল ৷ এই প্রসঙ্গে ফিরহাদ দাবি করেছেন, "ও কী বলছে, সেটা ওর ব্যক্তিগত বিষয় ৷ কাল ও মঞ্চে ছিল ৷ দলের অনুমতি নিয়েই ওকে জানিয়েছি, যে দল ওকে বিকল্প ব্যবস্থা করে দেবে ৷"

তৃণমূল সূত্রের খবর, ঘাসফুল শিবির তাঁকে নিয়ে বিকল্প ভাবনাচিন্তা করেছে ৷ সেটা হল, একাধিক বিধায়ককে দাঁড় করানো হয়েছে লোকসভা ভোটে ৷ সেক্ষেত্রে তাঁরা জিতলে, তেমন কোনও বিধানসভা থেকে অর্জুন সিংকে জিতিয়ে এনে মন্ত্রিত্ব দেওয়া ৷ আবার রাজ্যসভার সাংসদকেও লোকসভার টিকিট দেওয়া হয়েছে ৷ সেই প্রার্থী জিতলে, খালি হওয়া রাজ্যসভার আসনে অর্জুন সিংকে পাঠানো ৷ তবে, অর্জুন সিং যেহেতু ব্যারাকপুর অঞ্চলের বাইরে বের হতে রাজি নন, তাই আলোচনা সাপেক্ষে ও পরিস্থিতি বুঝে পার্থ ভৌমিক জিতলে, তাঁকে নৈহাটি থেকে জিতিয়ে বিধায়ক ও পরবর্তী সময়ে মন্ত্রী করার ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তবে এখনই মুখ্য়মন্ত্রী এনিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ৷ সবটাই নির্ভর করছে লোকসভার ফলাফলের উপর ৷

উল্লেখ্য, গত রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42 আসনে প্রার্থী ঘোষণা করে তৃণমূল ৷ সেখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের নাম ঘোষণা করা হয় ৷ আর তাতেই বেজায় চটেছেন 2019 সালে বিজেপি টিকিটে জিতে ও পরে তৃণমূল কংগ্রেসে ফিরে আসা সাংসদ অর্জুন সিং ৷

তিনি ক্ষোভপ্রকাশ করে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে আশ্বাস দিয়েছিলেন ৷ কিন্তু, তিনি কথা রাখেননি ৷ সোমবার এনিয়ে ফের সংবাদ মাধ্যমের সামনে তিনি অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, তৃণমূল আসাটা খানিকটা ভুল হয়ে গেছে তাঁর ৷ তবে, ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর ফোন কথা হওয়ার বিষয়টিও জানিয়েছেন অর্জুন ৷

আরও পড়ুন:

  1. 'তৃণমূলে আসা কিছুটা ভুল হয়েছিল', জল্পনা জিইয়ে রেখে মন্তব্য অর্জুনের
  2. কথা রাখলেন না অভিষেক, তোপ অর্জুনের; জিইয়ে রাখলেন দলবদলের সম্ভাবনা
  3. মুখ্যমন্ত্রীকে ধন‍্যবাদ, অর্জুনকে প্রার্থী না-করা প্রসঙ্গে প্রতিক্রিয়া শ্যামের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.