ETV Bharat / state

গণি মিথে ভর করে মালদা জয়ের লক্ষ্য, তৃণমূলই আসল কংগ্রেস; মন্তব্য ফিরহাদের - Lok Sabha Elections

Lok Sabha Elections 2024: আবু বরকাত আতাউর গণি খান চৌধুরী ৷ কংগ্রেসের প্রয়াত এই নেতার নামে আজও মালদার মানুষ মাথানত করেন ৷ এতদিন রাজ্যের শাসক শিবিরকে বলতে শোনা যেত, গণি খানের সময় আর নেই ৷ কিন্তু, মালদায় জিততে এবার সেই গণি খান চৌধুরীর নামই ব্যবহার করতে দেখা যাচ্ছে তৃণমূলের শীর্ষ নেতাদের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 8:03 PM IST

মালদা জেলার দু’টি লোকসভা আসনের প্রার্থীদের নিয়ে কর্মিসভা করলেন ফিরহাদ হাকিম

মালদা, 17 মার্চ: ‘মালদায় এখন আর গণি মিথের চল নেই !’ গত কয়েক বছরে অন্তত শাসকদলের নেতাদের মুখে এমনটাই শোনা যেত ৷ এবার উলটপূরাণ। সেই গণি মিথে ভর করেই লোকসভা নির্বাচনে জয়ের স্বাদ পেতে মরিয়া তৃণমূল ৷ বারবার দলের প্রার্থী থেকে শুরু করে রাজ্যস্তরের নেতাদের মুখে ফিরে ফিরে আসছে গণি-প্রসঙ্গ। ‘গণি ভোট ব্যাংককে’ ঘাসফুল শিবিরে আনতে তৃণমূলই আসল কংগ্রেস বলে দাবি করলেন ফিরহাদ হাকিম ৷

রবিবার দুপুরে জেলার দুই প্রার্থীকে নিয়ে কলেজ অডিটোরিয়ামে নির্বাচনী কর্মিসভা করেন তৃণমূল নেতা তথা রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী ৷ ফিরহাদকে বারবার গণি খানের প্রসঙ্গ টেনে আনতে দেখা যায় ৷ এদিনের কর্মিসভায় জেলাস্তরের সমস্ত নেতৃত্বদের দেখা গেলেও, ছিলেন না গত লোকসভা নির্বাচনের শাসকদলের প্রার্থী মৌসম নূর ৷ এ নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তবে, মৌসম ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় প্রচারে যোগ দিতে পারেননি বলে জানান ফিরহাদ ৷

ফিরহাদের কথায়, "ব্যক্তিগত কাজে মৌসম দিল্লিতে আছেন ৷ নিজের কাজ শেষ করে দলীয় প্রচারে অংশ নেবেন ৷ ভোট কাটাকাটি নয়, বিজেপিকে রুখতে ভরসা শুধু তৃণমূল ৷ বরকতদার কংগ্রেস এখন আর নেই ৷ সিপিএমকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে বরকতদার স্বপ্নকেই সত্যি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর বর্তমানে এই কংগ্রেস শুধু নামেই রয়েছে ৷ অস্তিত্ব রক্ষায় সিপিএমের হাত ধরেছে ৷ এই কংগ্রেস সেই কংগ্রেস নয়। আসল কংগ্রেস হচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূলকে ছাড়া অন্য কাউকে ভোট দেওয়া মানেই বিজেপিকে এগিয়ে দেওয়া ৷ তাই আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করব, তৃণমূলকেই ভোট দিন ৷"

শাসকদলের এই কৌশল ভোট বাক্সে আদৌ প্রভাব ফেলতে পারে কিনা, তা জানা যাবে জুন মাসের 4 তারিখ ৷ মালদা জেলা এক সময়ে আবু বরকত আতাউর গণি খান চৌধুরীর গড় হিসেবেই পরিচিত ছিল ৷ 2016 সালে বিধানসভা নির্বাচনে যখন রাজ্য জুড়ে তৃণমূলের জয়-জয়কার, সেই সময়ও মালদায় খালি হাতেই ফিরতে হয়েছে তৃণমূলকে ৷ 2019 লোকসভা নির্বাচনেও ফলে কোনও পরিবর্তন হয়নি ৷ তবে, গত বিধানসভা নির্বাচনে এক ধাক্কায় 12টি মধ্যে 8টি আসনে জয় পায় তৃণমূল ৷ এরপর থেকেই শাসকদলের সিংহভাগ নেতা বলতে শুরু করেন ‘গণি মিথ এখন বিলুপ্ত’ ৷ অথচ আসন্ন লোকসভা নির্বাচনে সেই গণি মিথেই ভরসা করে জয়ের স্বপ্ন দেখছে তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুন:

  1. নির্বাচনী বন্ড: বিজেপি পেয়েছে প্রায় 7 হাজার কোটি, দলগুলির দেওয়া খামবন্দি তথ্যও প্রকাশ কমিশনের
  2. ফিরহাদের কথাতেও ভিজল না চিঁড়ে, তৃণমূলের হয়ে প্রচারে নেই হুমায়ুন
  3. বিষ্ণুপুরে মুখোমুখি সৌমিত্র-সুজাতা, পাঁচ বছরের কাজের নিরিখে জয়ের হ্যাটট্রিক কি হবে বিজেপি প্রার্থীর?

মালদা জেলার দু’টি লোকসভা আসনের প্রার্থীদের নিয়ে কর্মিসভা করলেন ফিরহাদ হাকিম

মালদা, 17 মার্চ: ‘মালদায় এখন আর গণি মিথের চল নেই !’ গত কয়েক বছরে অন্তত শাসকদলের নেতাদের মুখে এমনটাই শোনা যেত ৷ এবার উলটপূরাণ। সেই গণি মিথে ভর করেই লোকসভা নির্বাচনে জয়ের স্বাদ পেতে মরিয়া তৃণমূল ৷ বারবার দলের প্রার্থী থেকে শুরু করে রাজ্যস্তরের নেতাদের মুখে ফিরে ফিরে আসছে গণি-প্রসঙ্গ। ‘গণি ভোট ব্যাংককে’ ঘাসফুল শিবিরে আনতে তৃণমূলই আসল কংগ্রেস বলে দাবি করলেন ফিরহাদ হাকিম ৷

রবিবার দুপুরে জেলার দুই প্রার্থীকে নিয়ে কলেজ অডিটোরিয়ামে নির্বাচনী কর্মিসভা করেন তৃণমূল নেতা তথা রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী ৷ ফিরহাদকে বারবার গণি খানের প্রসঙ্গ টেনে আনতে দেখা যায় ৷ এদিনের কর্মিসভায় জেলাস্তরের সমস্ত নেতৃত্বদের দেখা গেলেও, ছিলেন না গত লোকসভা নির্বাচনের শাসকদলের প্রার্থী মৌসম নূর ৷ এ নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তবে, মৌসম ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় প্রচারে যোগ দিতে পারেননি বলে জানান ফিরহাদ ৷

ফিরহাদের কথায়, "ব্যক্তিগত কাজে মৌসম দিল্লিতে আছেন ৷ নিজের কাজ শেষ করে দলীয় প্রচারে অংশ নেবেন ৷ ভোট কাটাকাটি নয়, বিজেপিকে রুখতে ভরসা শুধু তৃণমূল ৷ বরকতদার কংগ্রেস এখন আর নেই ৷ সিপিএমকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে বরকতদার স্বপ্নকেই সত্যি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর বর্তমানে এই কংগ্রেস শুধু নামেই রয়েছে ৷ অস্তিত্ব রক্ষায় সিপিএমের হাত ধরেছে ৷ এই কংগ্রেস সেই কংগ্রেস নয়। আসল কংগ্রেস হচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূলকে ছাড়া অন্য কাউকে ভোট দেওয়া মানেই বিজেপিকে এগিয়ে দেওয়া ৷ তাই আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করব, তৃণমূলকেই ভোট দিন ৷"

শাসকদলের এই কৌশল ভোট বাক্সে আদৌ প্রভাব ফেলতে পারে কিনা, তা জানা যাবে জুন মাসের 4 তারিখ ৷ মালদা জেলা এক সময়ে আবু বরকত আতাউর গণি খান চৌধুরীর গড় হিসেবেই পরিচিত ছিল ৷ 2016 সালে বিধানসভা নির্বাচনে যখন রাজ্য জুড়ে তৃণমূলের জয়-জয়কার, সেই সময়ও মালদায় খালি হাতেই ফিরতে হয়েছে তৃণমূলকে ৷ 2019 লোকসভা নির্বাচনেও ফলে কোনও পরিবর্তন হয়নি ৷ তবে, গত বিধানসভা নির্বাচনে এক ধাক্কায় 12টি মধ্যে 8টি আসনে জয় পায় তৃণমূল ৷ এরপর থেকেই শাসকদলের সিংহভাগ নেতা বলতে শুরু করেন ‘গণি মিথ এখন বিলুপ্ত’ ৷ অথচ আসন্ন লোকসভা নির্বাচনে সেই গণি মিথেই ভরসা করে জয়ের স্বপ্ন দেখছে তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুন:

  1. নির্বাচনী বন্ড: বিজেপি পেয়েছে প্রায় 7 হাজার কোটি, দলগুলির দেওয়া খামবন্দি তথ্যও প্রকাশ কমিশনের
  2. ফিরহাদের কথাতেও ভিজল না চিঁড়ে, তৃণমূলের হয়ে প্রচারে নেই হুমায়ুন
  3. বিষ্ণুপুরে মুখোমুখি সৌমিত্র-সুজাতা, পাঁচ বছরের কাজের নিরিখে জয়ের হ্যাটট্রিক কি হবে বিজেপি প্রার্থীর?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.