ETV Bharat / state

নবান্নের বৈঠকে কেন ডাক পেল না ঝালদা ও তাহেরপুর পৌরসভা ? স্পষ্ট করলেন ফিরহাদ - Firhad Hakim - FIRHAD HAKIM

Firhad Hakim: নবান্নের বৈঠকে কেন ডাকা হল না ঝালদা ও তাহেরপুর পৌরসভাকে ? এ ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করলেন ফিরহাদ হাকিম ৷

ETV BHARAT
ফিরহাদ হাকিম (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 23, 2024, 3:42 PM IST

Updated : Jun 23, 2024, 5:39 PM IST

কলকাতা, 23 জুন: সোমবার নবান্নে রাজ্যের সমস্ত পৌরসভাকে নিয়ে মুখ্যমন্ত্রী যে বৈঠকে বসবেন, সেখানে কেন ঝলদা ও তাহেরপুর পৌরসভাকে ডাকা হয়নি, সেই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তাঁর দাবি, যে পৌরসভাগুলিতে নানা সমস্যা রয়েছে, তাদেরই ওই বৈঠকে ডাকা হয়েছে ৷

অবস্থান স্পষ্ট করলেন ফিরহাদ (নিজস্ব ভিডিয়ো)

নবান্নে সোমবার রাজ্যের সমস্ত পৌরসভার সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে থাকবেন পৌরসভাগুলির চেয়ারম্যান থেকে শুরু করে আধিকারিকরা । এই মর্মে প্রতি পৌরসভার কাছে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে চিঠি চলে গিয়েছে । একমাত্র বিরোধীদের হাতে থাকা দুই পৌরসভা ঝালদা ও তাহেরপুরকে এই বৈঠকে ডাকা হয়নি । একটি আছে সিপিআইএমের হাতে, অপরটি কংগ্রেসের ।

এই ঘটনা নিয়ে গতকাল সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখে বলেন জনগণের সরকার । ওই দুই পৌরসভা বিরোধীদের হাতে, তাই তাদের ডাকা হল না ? এই প্রশ্নও তোলেন তিনি । এই প্রশ্নের শেষমেষ উত্তর দিলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ।

রবিবার ফিরহাদ হাকিম এই নিয়ে বলেন, "এটা আমাদের নিজের কোনও টেকনিক্যাল বৈঠক । যে পৌরসভাগুলির দরকার হয়েছে তাদের ডাকা হয়েছে । যাদের দরকার হয়নি ডাকা হয়নি । অকারণে কেন চেয়ারম্যানদের ডেকে কলকাতায় আনব । এই বৈঠক নবান্নে হবে । আমার দফতরে নয় । যাঁদের পৌর পরিষেবা সংক্রান্ত সমস্যা আছে তাঁদের ডাকা হয়েছে । ওরা খুব ভালো পৌরসভা চালাচ্ছে, ওদের অকারণে ডাকব কেন ?"

তিনি আরও বলেন, "ওই দুই পৌরসভার পক্ষ থেকে কোনও সমস্যা নিয়ে আমার কাছে কেউ আসেনি । তাই আমি মুখ্যমন্ত্রীকে বলতে পারিনি । যারা সমস্যা নিয়ে এসেছে তাদের বিষয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করবেন । এদের পৌরসভা ভালো চলছে হয়ত, তাই আমার প্রয়োজন ওদের পড়ে না । ওরা আত্মনির্ভর ।"

কলকাতা, 23 জুন: সোমবার নবান্নে রাজ্যের সমস্ত পৌরসভাকে নিয়ে মুখ্যমন্ত্রী যে বৈঠকে বসবেন, সেখানে কেন ঝলদা ও তাহেরপুর পৌরসভাকে ডাকা হয়নি, সেই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তাঁর দাবি, যে পৌরসভাগুলিতে নানা সমস্যা রয়েছে, তাদেরই ওই বৈঠকে ডাকা হয়েছে ৷

অবস্থান স্পষ্ট করলেন ফিরহাদ (নিজস্ব ভিডিয়ো)

নবান্নে সোমবার রাজ্যের সমস্ত পৌরসভার সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে থাকবেন পৌরসভাগুলির চেয়ারম্যান থেকে শুরু করে আধিকারিকরা । এই মর্মে প্রতি পৌরসভার কাছে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে চিঠি চলে গিয়েছে । একমাত্র বিরোধীদের হাতে থাকা দুই পৌরসভা ঝালদা ও তাহেরপুরকে এই বৈঠকে ডাকা হয়নি । একটি আছে সিপিআইএমের হাতে, অপরটি কংগ্রেসের ।

এই ঘটনা নিয়ে গতকাল সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখে বলেন জনগণের সরকার । ওই দুই পৌরসভা বিরোধীদের হাতে, তাই তাদের ডাকা হল না ? এই প্রশ্নও তোলেন তিনি । এই প্রশ্নের শেষমেষ উত্তর দিলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ।

রবিবার ফিরহাদ হাকিম এই নিয়ে বলেন, "এটা আমাদের নিজের কোনও টেকনিক্যাল বৈঠক । যে পৌরসভাগুলির দরকার হয়েছে তাদের ডাকা হয়েছে । যাদের দরকার হয়নি ডাকা হয়নি । অকারণে কেন চেয়ারম্যানদের ডেকে কলকাতায় আনব । এই বৈঠক নবান্নে হবে । আমার দফতরে নয় । যাঁদের পৌর পরিষেবা সংক্রান্ত সমস্যা আছে তাঁদের ডাকা হয়েছে । ওরা খুব ভালো পৌরসভা চালাচ্ছে, ওদের অকারণে ডাকব কেন ?"

তিনি আরও বলেন, "ওই দুই পৌরসভার পক্ষ থেকে কোনও সমস্যা নিয়ে আমার কাছে কেউ আসেনি । তাই আমি মুখ্যমন্ত্রীকে বলতে পারিনি । যারা সমস্যা নিয়ে এসেছে তাদের বিষয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করবেন । এদের পৌরসভা ভালো চলছে হয়ত, তাই আমার প্রয়োজন ওদের পড়ে না । ওরা আত্মনির্ভর ।"

Last Updated : Jun 23, 2024, 5:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.